নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিরোনাম হীন

নূরুল আজম

নূরুল আজম › বিস্তারিত পোস্টঃ

জেনে নিন আপনার কম্পিউটার কীবোর্ডের উপরের ১২টি ফাংশন কী এর প্রত্যেকটির ভিন্ন ভিন্ন কাজ।

০৫ ই জুলাই, ২০১৩ রাত ৯:৫৪

আচ্ছালামু আলাইকুম,

কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমি ও আছি ভালোই আলহামদুলিল্লাহ্। যাই হোক আজ আমি যেই পস্ট টির কথা বলছি সেটি সম্পকে অনেকে হয়তো জানেন, যারা না জানেন তারা দেখে নেন কাজে লাগতে পারে।



আমাদের কম্পিউটার কিবোর্ডের উপরের দিকে F1, F2, F3 এরকম F12 পর্যন্ত ১২টি ফাংশন কী দেয়া আছে। এর প্রত্যেকটির একেকটি ভিন্ন ভিন্ন কাজ রয়েছে। তাহলে চলুন এক এক করে দেখে নেই কাজগুলোঃ







F1 : এই বাটন টি যেকোণ প্রোগ্রাম বা সফটওয়্যার এর জন্য সাহায্যকারী কি হিসেবে ব্যবহৃত হয় অর্থাৎ আপনার একটিভ উইন্ডোর জন্য হেল্প পেইজ দেখতে হলে এই বাটন টি প্রেস করলেই চলবে।



F2 : Rename করার জন্য শর্টকাট কি হিসেবে এটি ব্যবহার করা হয়। আপনার সিলেক্টকৃত কোণ ফাইল বা ফোল্ডার রিনেম করতে সিমপ্লি এই বাটন টি প্রেস করুন। তাছাড়াAlt+Ctrl+F2 চেপে মাইক্রোসফট ওয়ার্ডের একটি নতুন ডকুমেন্ট খুলতে পারেন। আরেকটা ব্যবহার আমি করে থাকি আর তা হল ওয়ার্ডের প্রিন্ট প্রিভিউ দেখা। তার জন্য জাস্ট ctrl+f2 চাপুন।



F3 : শুধুমাত্র F3 চেপে আপনি যেকোন প্রোগ্রামের বা ডকুমেন্টের সার্চ অপশান আনতে পারেন। ঠিক এখুনি কি টা চাপুন তো আর দেখুন আপনার ব্রাউজারের ডান পাশে একটি সার্চ বক্স এসেছে! shift+f3 চেপে মাইক্রোসফট ওয়ার্ডের কোণ শব্দকে বড় হাতের থেকে ছোট হাতের বা ছোট হাতের থেকে বড় হাতের করতে পারেন। এবং সিলেক্টকৃত ঐ শব্দটির প্রথম অক্ষর যদি বড় হাতের রাখতে চান তাহলেও shift+f3 চাপুন।



F4 : এই বাটন দিয়ে মাইক্রোসফট ওয়ার্ডের last action performed Repeat করা যায়। Alt+F4 চেপে সক্রিয় সব প্রোগ্রাম বন্ধ করা হয়। Ctrl+F4 চেপে সক্রিয় সব উইন্ডো বন্ধ করা হয়।



F5 : মাইক্রোসফট ওয়ার্ডে find, replace, go to উইন্ডো খোলা হয় এই বাটন চেপে। যেকোণ পেজ রিফ্রেশ করতে এই পেজটিই ব্যবহার করা হয়। পাওয়ার পয়েন্টে স্লাইড শো শুরু করা এবং বন্ধ করার জন্য এই বাটন টি ব্যবহার করা হয়ে থাকে।



F6 : মাউসের কার্সরকে ইন্টারনেট ব্রাউজারের অ্যাড্রেসবারে নিয়ে যেতে এটি চাপলেই হবে , এখুনি ট্রাই করে দেখুন। Ctrl+Shift+F6 চেপে ওয়ার্ডের সক্রিয় ডকুমেন্ট রেখে অন্যটি ব্যবহার করা যায়।



F7 : চেপে মাইক্রোসফট ওয়ার্ডে লেখা বানান ও গ্রামার ঠিক করা হয় এবং মজিলা ফায়ারফক্সের Creat browsing চালু করা হয়। Shift+F7 চেপে মাইক্রোসফট ওয়ার্ডে কোনো নির্বাচিত শব্দের প্রতিশব্দ, বিপরীত শব্দ, শব্দের ধরন ইত্যাদি জানার ডিকশনারি চালু করা হয়।



F8 : বিশেষ করে কম্পিউটার চালু করার সময় এই কি টী কাজে লাগে । সাধারণত উইন্ডোজ safe mood এ চালু করার জন্য ব্যবহার করা হয়।



F9 : Quark 5.0 এর মেজারমেন্ট টুলবার ওপেন করার জন্য এটী কাজে লাগে।



F10 : এটি চেপে ইন্টারনেট ব্রাউজার বা কোনো খোলা উইন্ডোর মেনুবার নির্বাচন করা হয়। Shift+F10 চেপে কোনো নির্বাচিত লেখা বা লিংক বা ছবির ওপর মাউস রেখে ডান বাটনে ক্লিক করার কাজ করা হয়।



F11 : আপনার সামনে স্ক্রিনে একটিভ উইন্ডোটিকে ফুলস্ক্রিন করতে এবং নরমাল মুডে আনতে এই বাটন টি চাপলেই হবে। এখুনি দেখুন।



F12 : F12 চেপে মাইক্রোসফট ওয়ার্ডের Save as উইন্ডো ওপেন করা হয়। Shift+F12 চেপে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট সেভ করা হয়। এবং Ctrl+Shift+F12 চেপে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট প্রিন্ট করা হয়। বর্তমান সময়ে আমরা সবাই অভ্র ব্যবহার করে থাকি, আর এই অভ্র সফটওয়্যার এ বাংলা এবং ইংরেজী ভাষা সিলেক্ট বা পরিবর্তন করতে ডেস্কটপ কম্পিউটারে শুধু মাত্র f12 চেপে বাংলা থেকে ইংরেজীতে বা ইংরেজী থেকে বাংলা মুড এ আসতে পারবেন। আর ল্যাপটপে fn+f12 চাপতে হবে।



ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।

মন্তব্য ২৩ টি রেটিং +২১/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ১০:১৯

মুহামমদল হািবব বলেছেন: ওয়ালাইকুম আসসালাম। ভালো পোষ্ট। ধন্যবাদ।

২| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ১০:৩০

megher_kannaa বলেছেন: কাজের জিনিস। পোস্ট প্রিয়তে এবং +++

৩| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ১০:৩৫

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: জানা ছিল.....তবুও ধন্যবাদ

৪| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ১০:৪১

ময়নামতি বলেছেন: কাজের পোস্ট প্রিয়তে রাখলাম।

ধন্যবাদ।

৫| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ১০:৪২

টুম্পা মনি বলেছেন: +++++্

৬| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ১০:৫০

মুকুল সালাহউদ্দীন বলেছেন: খুবই দরকারী ও উপকারী পোষ্ট। ধন্যবাদ।

৭| ০৬ ই জুলাই, ২০১৩ রাত ১:২৪

রফিকুল রানা বলেছেন: এখানে যান

৮| ০৬ ই জুলাই, ২০১৩ রাত ১:৩৯

বাংলাদেশী দালাল বলেছেন: +++++

৯| ০৬ ই জুলাই, ২০১৩ রাত ২:২৪

সোহাগ সকাল বলেছেন: জানা ছিল আগেই। কিন্তু খুবই কাজের একটা পোস্ট।

১০| ০৬ ই জুলাই, ২০১৩ রাত ২:৩৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ওয়ালাইকুম আসসালাম।
জানা ছিল আগেই। কিন্তু খুবই কাজের একটা পোস্ট।

১১| ০৬ ই জুলাই, ২০১৩ রাত ২:৪৬

সাদরিল বলেছেন: প্রিয়তে

১২| ০৬ ই জুলাই, ২০১৩ রাত ৩:৪৯

স্বপ্নবাজ অভি বলেছেন: আগে সংগহে রাখি , পরে কথা !

১৩| ০৬ ই জুলাই, ২০১৩ সকাল ১০:১৬

জিনাত আক্তার বলেছেন: দরকারী পোষ্ট....ধন্যবাদ ।

১৪| ০৬ ই জুলাই, ২০১৩ সকাল ১০:২৮

মোমের মানুষ বলেছেন: পোস্ট টি নিসন্দেহে উপকারী এবং কাজের। লেখক কে ধন্যবাদ। কিন্তু পাঠকেদের একটি ব্যাপার
লাইক ৯টা
কমেন্ট ১৪টা
প্রিয়তে ২৩ টা

১৫| ০৬ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৪৬

আরজু পনি বলেছেন:

মোমের মানুষের মন্তব্যটা ভাববার মতো ...এমনটিই হয়

...একজন কষ্ট করে পোস্ট দিল ...সেটা অনেকের কাজে আসল...প্রিয়তেও নিল, কিন্তু লাইক বাটন চাপতে কতো যে কষ্ট !

আবার কেউ মন্তব্যে বলল ...অনেক ভাল, এতোগুলো প্লাস....কিন্তু আসলে প্লাস বাটন চাপে না ।

আাবার কেউ প্রিয়তে নিল কিন্তু লাইক বাটনও চাপল না...কমেন্টও করল না ! আজব !

নিরবে লাইক বাটন চেপে চলে যায় এমন ব্লগার খুব কমই আছে ! :|

আর কোন কোন পোস্ট দাতাও মন্তব্যের জবাব দিতে খুব উদাসীন এটা কিন্তু পোস্ট দাতাদের একটু ভাবা উচিত ....এতে পরের বার মন্তব্য করার আগ্রহ কমে যায় ।

১৬| ০৬ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৫৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: কামের জিনিস শেয়ার দিছেন

১৭| ০৬ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৩৬

সাইবার সোহেল বলেছেন: কিছু জানি কিছু জানিনা.... ধন্যবাদ।

১৮| ০৬ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: ভাল লাগা দিলাম এবং প্রিয়তে নিলাম। গুরুত্বপূ্র্ণ পোস্ট ।

১৯| ০৬ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২৯

কৈশর বলেছেন: আসলেই তো !! জানতাম না সবগুলা !!

২০| ০৬ ই জুলাই, ২০১৩ রাত ১০:৩৭

নূরুল আজম বলেছেন: দোআ করবেন যেন ভবিষ্যতে আরও ভাল পোষ্ট করতে পারি। সব্বাই কে অনেক অনেক ধন্যবাদ। সব্বাই ভাল থাকবেন।

২১| ১১ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:২৭

হাসান বৈদ্য বলেছেন: ভালো

২২| ১১ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৪৪

লিযেন বলেছেন: কামের জিনিচ মনে হইতাছে ।

২৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৩৯

তার ছিড়া আমি বলেছেন: ধন্যবাদ
এমন পোস্ট আরো হওয়া চাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.