নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিরোনাম হীন

নূরুল আজম

নূরুল আজম › বিস্তারিত পোস্টঃ

চিনাবাদামের পুষ্টিগুন

১৬ ই জুলাই, ২০১৩ রাত ১০:৩০



খোসা ছাড়ানো বাদামে রয়েছে প্রচুর পরিমাণ প্রোটিন, যা দেহ গঠনে ও মাংসপেশি তৈরিতে সাহায্য করে। বাদামে অলিক এসিড নামের াপ চর্বি বা কোলেস্টেরল কমায় এবং উপকারী কালেস্টেরল বাড়িয়ে দেয়। তারুণ্যকে দীর্ঘ সময় ধরে রাখতে এর ভূমিকা অপরিহার্য।



বাদামে ভিটামিন ‘বি’ রয়েছে পর্যাপ্ত পরিমানে। চানাচুরের বাদাম, প্যাকেটজাত বাদাম বা বাজারের খোলা বাদামে পুষ্টিগুণ কমে আসে অনেকখানি। তাই খোসা ছাড়িয়ে বাদাম খাওয়াই উত্তম। এতে রয়েছে খনিজ লবণ ম্যাগনেশিয়াম। দেহের জন্য জরুরি এই উপাদানটি দাঁতও দাঁতের মাড়ি করে মজবুত এবং ত্বক ও চুলকে করে উজ্জ্বল, মসৃণ।



শরীরে রক্ত তৈরির প্রধান উপাদান হলো আয়রন। আয়রন সুষ্ঠুভাবে তৈরি হওয়ার জন্য বাদাম রাখে গুরুত্বপূর্ণ ভূমিকা। তাই গর্ভস্থ শিশু, বাড়ন্ত শিশু, বয়স্কদের জন্য বাদাম উপকারী খাবার। যেসব শিশুর বারবার ডায়রিয়া হয়, তাদের জন্যও বাদাম জরুরি পথ্য। কারণ, এতে জিঙ্কের পরিমাণ বেশি। আর জিঙ্ক ডায়রিয়া-পরবর্তী জটিলতা দূর করতে সাহায্য করে।



ডায়াবেটিক রোগীদের কিডনিতে সমস্যা থাকলে বাদাম খাবেন না। কারণ, বাদাম উচ্চমাত্রার প্রোটিন বা আমিষের অধিকারী। তবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকলে, উচ্চ রক্তচাপ হলে বাদাম খেতে পারেন।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুলাই, ২০১৩ রাত ১০:৪৬

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: উপকারী তথ্যবহুল পোষ্ট।

২| ১৬ ই জুলাই, ২০১৩ রাত ১০:৫৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: গুড পোষ্ট! তবে এই ধরনের পোষ্টে তথ্যসূত্র উল্লেখ্য করে দিলে ভালো হয়।
ধন্যবাদ :)

৩| ১৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৪০

রাখালছেলে বলেছেন: আমি তো প্রায়ই খাই ।

৪| ১৭ ই জুলাই, ২০১৩ দুপুর ২:২৮

ডরোথী সুমী বলেছেন: বাদামের উপকারিতা আমি জানি তাই প্রতিদিন খাওয়ার চেষ্টা করি। কিন্তু নিজের বাচ্চাদের বেলায় ভয় পেতাম। বিশেষ করে ওদের পেট খারাপ থাকলে খাওয়াতামনা। এটা পড়ে সেই ভয় দূর হল। ধন্যবাদ এতগুলো ভাল ইনফরমেশন এর জন্য।

৫| ১৭ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৪১

আদম_ বলেছেন: সুন্দর পোস্ট। কাচা বাদাম ও ভাজা বাদাম কি সমান পুষ্টি।

৬| ১৭ ই জুলাই, ২০১৩ রাত ১০:০৪

নূরুল আজম বলেছেন: আপনাদের কে ও অনেক ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.