নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিরোনাম হীন

নূরুল আজম

নূরুল আজম › বিস্তারিত পোস্টঃ

ল্যাপটপ ব্যবহারকারীরা সচেতন হউন

২৩ শে আগস্ট, ২০১৩ রাত ৯:১৮

ল্যাপটপ ব্যাবহারের সময় কিছু বিষয় খেয়াল রাখার প্রতি সবার দৃষ্টি আকর্ষন করছিঃ

১. ল্যাপটপের ফ্যান ঠিকমতো কাজ করছে নাকি খেয়াল করুন।

২. টানা ৪-৫ ঘন্টা ব্যাবহার করে আধা ঘন্টা হলেও অন্তত মেশিনটাকে রেষ্ট দিন। আপনার মতো আপনার মেশীন হাইপারএকটিভ হবে এটা আশা করা ভুল। স্বাভাবিক ভাবেই পিসিরতুলনায় ল্যাপির ক্ষমতা কম থাকে।

৩. সব চেয়ে বড় ভুল যেটা অনেকেই করে তা হোল বিছানায়/নরম জায়গায় ল্যাপটপ ব্যাবহার। খেয়াল করে দেখুন ল্যাপটপের নিচে কিছু উচু অংশ থাকে যা শক্ত জায়গায় ল্যাপটপকে একটু উচু করে রাখে যাতে নিচে দিয়ে বাতাস ঢুকতে পারে। বিছানায় বা নরম জায়গায় ব্যাবহার করলে সেই গ্যাপটি বন্ধ হয়ে যায় কারন বিছানার চাদর ল্যাপটপের গায়ের সাথে এটে থাকে ফলে বাতাস ঢুকতে পারে না। এ অবস্থায় ল্যাপটপ খুব দ্রæত গরম হয়ে যায়।

৪. প্রায় সব ল্যাপটপ ১ ঘন্টায় দ্রæত ফুল চার্জ হয়ে যায়। সারারাত চার্জ দিয়ে ঘুমিয়ে যাবার মতো ছেলে মানুষী করবার কোন মানে হয় না। রাতে যদি চার্জ নাও দিতে পারেন প্রয়োজনে সকালে ঘুম থেকে উঠেই দাত মাজতে মাজতে চার্জে দিয়ে দিন।

৫. কারেন্ট না থাকা অবস্থায় চার্জ বাচাতে প্রয়োজনে আপনার ল্যাপটপের Power Plan যথাযথভাবে Power Saver মোডে সেট করুন।

জীবনটা একটাই। মুহুর্তের অসতর্কতা আপনার, আপনার পরিবারের অমূল্য ক্ষতির কারন হতে পারে। বৈদ্যুতিক যে কোন যন্ত্রপাতি ব্যাবহারে নিজে সতর্ক হোন-অন্যকে সতর্ক করুন।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৩ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৫১

জাহাজ ব্যাপারী বলেছেন: সচেতনতা ও সুন্দর লেখার জন্য ধন্যবাদ!

২| ২৩ শে আগস্ট, ২০১৩ রাত ১০:১৪

নূরুল আজম বলেছেন: আপনাকে ও ধন্যবাদ

৩| ২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৪৪

মিনহাজুল হক শাওন বলেছেন: ২নং বাদে সবগুলাতেই তীব্র সহমত। আমার লেপটপ টানা ৩-৪ দিন চলার পর রিস্টার্ট করি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.