![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটি সুন্দর হাসি আমাদের সবার মন ভালো করে দেয়। আমরা অনেককেই বলতে শুনি হাসিতে তার মুক্তা ঝরে। এরকম মুক্তা ঝরানো হাসির জন্য সুন্দর, পরিষ্কার, দুর্গন্ধমুক্ত ও ঝকঝকে সাদা দাঁতের প্রয়োজন হয়। অনেকের দাঁত হলদে বা কালচে বর্ণের হয়ে থাকে। তারা এজন্য বিব্রতবোধ করে থাকেন।
-বেকিং সোডাঃ এটি দাঁত সাদা করতে অতুলনীয় -
- একটি ব্রাশ ভিজিয়ে নিয়ে তাতে বেকিং সোডা নিয়ে দাঁত মাজলে দাঁত হয় ঝকঝকে সাদা।
- লবণ ও ১ চিমটি বেকিং সোডা দিয়ে দাঁত মাজলে দাঁত সাদা হয়।
- এছাড়াও বেকিং সোডা ও হাইড্রোজেন পার অক্সাইড মিশিয়ে দাঁত মাজলে দাঁত সাদা হয়।
- কাঠের কয়লা দিয়ে দাঁত মাজলে দাঁত সাদা হয়। তবে খেয়াল রাখতে হবে যে কাঁঠের কয়লাটি যেন জীবাণুমুক্ত থাকে এবং কয়লাটি মিহি গুঁড়ো করে নিতে হবে নাহলে দাঁত মাজতে গেলে ব্যথা লাগবে।
- লেবু ও লবণ মিশ্রণ – এক চিমটি লবণ ও কয়েক ফোঁটা লেবু দিয়ে দাঁত মাজলে দাঁত সাদা হয়।
- কমলার খোসার ভেতরটা দিয়ে দাঁত ঘষলে দাঁত সাদা হয়।
- আপেল সিডার ও সাদা ভিনেগার দিয়ে দাঁত মাজলে দাঁত সাদা হয়।
- পুদিনা পাতা অনেক উপকারী। এটি দাঁত সাদা করে।
- সুগার ফ্রি চিউইংগাম চিবোলে দাঁত সাদা হয়।
-সবুজ চা তে প্রচুর ফ্লুরাইড থাকে। এছাড়া এটি এন্টি এসিডিক হওয়ার কারণে দাঁতে হলুদ রং পড়তে বাঁধা দেয়।
-মাশরুম খান। এতে প্রচুর পরিমাণে পলিস্যাকারাইড থাকে। যা ব্যাকটেরিয়া ধ্বংস করে ও ডেন্টাল প্লাক হতে দেয়না
সুত্র- ইন্টারনেট
২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২২
রাখালছেলে বলেছেন: ধন্যবাদ..কাজে লাগবে ।
৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৮
ব্যর্থ মানুষ বলেছেন: ভাল লাগল, শুভেচ্ছা জানবেন।
৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০৭
হারানো ওয়াছিম বলেছেন: ভালো লাগলো।
৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১৩
খাটাস বলেছেন: ব্যর্থ মানুষ বলেছেন: ভাল লাগল, শুভেচ্ছা জানবেন।
৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১৬
আহমেদ নিশো বলেছেন: ধন্যবাদ।
৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:২৬
রিফাত হোসেন বলেছেন: প্রাকৃতিক উপায়ে সাদা না হলে , কৃত্তিম উপায়ে করা ঠিকনা ।
এতে মাড়ির ক্ষতি হয় ।
ডাক্তার এর কাছে সাদা করতে গিয়েছিলাম. পয়সা খরচ করতে প্রস্তুত ছিলাম, কারন হাসিটা মানাত না কাজে
কাজ হারাতাম না ঠিকই কিন্তু ব্যক্তিগত পরিসরে বাধাগ্রস্ত হই আরকি । তবে দাত পরিষ্কার করিয়েছি আর ডাক্তার বলল সুস্থ্য দাতঁই সব কিছু ।
যেমন ক্ষয় প্রাপ্ত না হওয়া, পজিশন সঠিক থাকা । মাড়ি সবল থাকা, ময়লা না জমা ইত্যাদি ।
তবে জন্মগত কারনে অনেকের রং ফিক্সডই থাকে তা কৃত্তিম ভাবে পরিবর্তনও করা যায় আধুনিক পদ্ধতির গুনে ।
হলিউডের টম সাহেবও দাতের পরিবর্তন এনেছিলেন ।
৮| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৪৮
আরজু পনি বলেছেন:
এইবার মনে হয় এ্যাডটা করতে পারবো ...
আহা.. আগে বলবেন তো !
৯| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:১৬
চারশবিশ বলেছেন: বাহঃ বাহঃ চমৎকার
১০| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪২
ডরোথী সুমী বলেছেন: হুমম! কি করতে হবে বুঝলাম।ধন্যবাদ।
১১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫০
অপরাজিতা হিমু বলেছেন:
প্রিয়তে না নেবার কোন উপায় বা কারণ খুজে পাচ্ছি না।
১২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫৬
নূরুল আজম বলেছেন: আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
১৩| ১৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৫১
জাগতিক ভালবাসা বলেছেন: ব্যাতিক্রম ধর্মী ও উপকারী।
১৪| ১৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৫৭
বোকামানুষ বলেছেন: দরকারি পোস্ট অনেক ধন্যবাদ
১৫| ২০ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:৩২
অন্য কথা বলেছেন: বেকিং সোডা / হাইড্রোজেন পার অক্সাইড/ চুইংগাম সরাসরি প্রাকৃতিক বস্তু বলে মনে হয় না ।
১৬| ২০ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১৫
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ভালা পোস্ট।
১৭| ১৩ ই জুলাই, ২০১৪ ভোর ৪:১৩
অতঃপর জাহিদ বলেছেন: দারুণ লাগলো।
©somewhere in net ltd.
১|
০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০৯
ই. আলম বলেছেন: ভালো পোষ্ট।