নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

৫২ আর ৭১ এর চেতনায় আছি বাধা

সবুজের বুকে লাল, সেতো উড়বেই চিরকাল

ধীবর

সাংবাদিক কলামিস্ট

ধীবর › বিস্তারিত পোস্টঃ

আমরি বাংলা ভাষা -- হোগা চ্যাট বাল (স্বল্প হজম শক্তির অধিকারিদের জন্য নয়)

১৪ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১১:২৬

( অকালে প্রয়াত সাংবাদিক দম্পতি সাগর-রুনি এবং একজন বীর মুক্তিযোদ্ধা এবং আমাদের অভিনয় জগতের অন্যতম নক্ষত্র হুমায়ুন ফরিদির আত্মার মাগফেরাত করছি।)



প্রারম্ভ - সাইবার জগতের বাংলাদেশের খুব তরুণ যোদ্ধারা দেশের উপর ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছেন। গত ৪০ বছরে এটি একটি বড় অর্জন। এতদিন আমরা বড়জোর কলমের যুদ্ধ চালিয়েছি। যা ভারতীয়দের কর্ণ কুহরে প্রবেশ করেনি। আমাদের বিগত সব সরকারগুলির নতজানু পররাস্ট্র নীতির কারণে দেশের মানুষ চাইলেও, রাস্ট্রিয় পর্যায়ে আমরা মেরুদন্ড সম্পন্ন প্রমানের ব্যার্থ হয়েছি। উপরন্ত দেশে রাজনীতিবিদ থেকে শুরু করে মিডিয়া-লেখক-বুদ্ধিজীবি-ব্যাবসায়ি-শিক্ষক এই শ্রেণীগুলির মধ্যে ভারতপ্রেমিদের সংখ্যা বেশ বেড়ে গিয়েছে।



এমতাবস্থায় এই হ্যাকার তরুণ দলের, আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদটি যেন দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন। এদের দেশে তাই বিশ্বাস জাগে, যে এখনও বীর মুক্তিযোদ্ধাদের যোগ্যসুরি এদেশে আছে।



আশার বিষয় হলো, ব্লগস্ফিয়ারে পৃথিবির প্রতিটি প্রান্তে অবস্থানকারি বাংলাদেশিদের অভিনন্দন আর সমর্থন, এই প্রতিবাদি তরুণদলের সঙ্গেই আছে। হ্যা ব্যাতিক্রম যে নেই তা না। আমাদের ইতিহাসে মীর জাফর-গোলাম আযম-নিজামি দের উপস্থিতি তো সব সময়ই ছিল। তাই সেদিকে না তাকিয়ে, ওদের কথা বিভ্রান্ত না হয়ে বীর তরুণদল যেন এগিয়ে যায়। আর নব্য রাজাকারদের প্রতিহত করার জন্য তোমাদের অন্য ভাইয়েরা তো আছেই।



অভিনন্দন আর শুভেচ্ছা নিও ভায়েরা আমার। বাংলা মায়ের সম্মান এখন তোমাদের হাতে।



শিরোনামের পরিপ্রেক্ষিত ১ চ্যাট



গ্রাম থেকে নানা এসেছেন। খাবার টেবিলে বেশ কিছুক্ষন অপেক্ষার পর নাতির আগমন।



" কি নানুভাই, কি করছিলে?" নানার প্রশ্ন।



নাতি বলছে " এই তো একটু চ্যাট করছিলাম।"



গ্রামের নানা।চারিদিকে ডিজিটাল উন্নয়নের কিছুই তো তার জানা নেই। স্বভাবতই চ্যাট কথাটা বাংলায় ধরে নিয়ে মনে বড় আঘাত পেলেন। আর ভাবতে থাকলেন, তাহলে কি শহুরে সংস্কৃতি আমাদের এত নীচে নামিয়ে দিলো?



শিরোনামের পরিপ্রেক্ষিত ২ হোগা



বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পরিপ্রেক্ষিতে খুব বাস্তব ঘটনা নিয়ে যে সব চলচিত্র নির্মিত হয়েছে, তার মধ্যে সংগ্রাম অন্যতম। সেখানে উর্দুর প্রতি প্রচ্ছন্ন ঘৃণাবোধটুকুকে চমৎকারভাবে ফুটিয়ে তুলেছিলেন প্রখ্যাত অভিনেতা এ টি এম শামসুজ্জামান। রাজাকারের ভুমিকায় তিনি যেভাবে হোগা হোগা বলে উর্দুর প্রতি ঘৃণা জাগানিয়া ইমেজ তৈরি করেছিলেন, তার রেশ ছিল অনেক বছর। অধুনা হিন্দির আগ্রাসনে মগজ ধোলাই হওয়া বাংলাদেশিরা আজ সেই হোগাকেই আনন্দে উপভোগ করছে হিন্দি ছবি বা গানের মাধ্যমে।



হোগা আমাদের ভাষায় গালি অর্থে ব্যাবহৃত শব্দ হলেও, উর্দু হিন্দি ভাষায় সেটার অর্থ "হবে"।



সারা জীবন হোগা যে অর্থে আমাদের কাছে নিন্দিত ছিল, হিন্দি গান ও ছবির কল্যাণে এখন সেটা যেন ড্রইং রুমের সাধারণ শব্দে পরিণত হতে চলেছে।





শিরোনামের পরিপ্রেক্ষিত ৩--- বাল



তখনও খুব অল্প লোক ভিসিয়ারে হিন্দি ছবি উপভোগ করতো। সেই রকম সৌভাগ্যবান পরিবারের একটি স্কুল পড়ুয়া মেয়ে তার সহপাঠিকে বলছে



-- ইস ! কি সুন্দর তোর বাল।



ব্যাস আর যাবে কই। সহপাঠি রেগে আগুন। ব্যাপারটা টিচার পর্যন্ত গড়ালো। পড়ে হিন্দি জানা দুই একজন যখন ব্যাপারটা পরিস্কার করলো তখন পরিস্থিতি ঠান্ডা হলো। তবে সেই স্কুল পড়ুয়া বালিকাটিকে তিরস্কার করা হলো, যেন সে বিজাতিয় শব্দের উচ্চারণ আর না ঘটায়।



হোগার মত বালও আমাদের ভাষায় একটি খারাপ শব্দ। অথচ সেই শব্দগুলির অর্থ ভিনদেশি সংস্করণগুলিই যেন আসল শব্দের অর্থগুলিকে প্রতি স্থাপন করতে চলেছে।



ভাষার মাস আসলেই আমরা নানা রকম আনুষ্ঠানিকতায় মত্ত হয়ে যাই। বই মেলায় গিয়ে বই কেনা বা বই বেচায় ব্যাস্ত থাকি। আর ২১শে ফেব্রুয়ারি আসলে কে কার আগে শ্রদ্ধা জানাতে শহিদ মিনারে ফুল দিতে যাবে তা নিয়ে রীতিমত কাড়াকাড়ি এমন কি মারামারি পর্যন্ত হয়ে থাকে। এর ঠিক এক দিন পর যেমনকার তেমন।



প্রাণ বিসর্জন খুব খুবই কঠিন কাজ। মানুষ সবচেয়ে ভালোবাসে নিজেকে। কেউ চায় না প্রাণ হারাতে। এজন্যই কবি বলেছিলেন, মরিতে চাহি না আমি এই সুন্দর পৃথিবিতে। অথচ সেই প্রাণের মায়া তুচ্ছ করে আমাদেরই পুর্বসুরি ভায়েরা আমাদের মাতৃভাষাকে প্রতিষ্ঠিত করবার জন্য অকাতরে প্রাণ বিসর্জন দিয়েছিলেন।



আর তাদের এই ত্যাগের মর্যাদা আমরা কি ভাবে দিচ্ছি? হোগা-চ্যাট-বাল এই সব শব্দের পাশাপাশি সেই বিজায়িত হিন্দি সংস্কৃতিকে আত্মিয়করণের মাধ্যমে।



জাগতির মধ্যে দুই একজন মীর জাফর একটি জাতিকে হাজার বছরের জন্য পরাধীনতার শৃংখলে অবদ্ধ করার জন্য যথেষ্ঠ। কিন্ত একটি জাতির মধ্যে বেশির ভাগই যখন মীর জাফরের ভুমিকায় অবতীর্ণ, সে জাতি কি আর নিজস্ব স্বাধীনতা আর স্বকীয়তায় খুব বেশিদিন টিকে থাকতে পারবে?

মন্তব্য ৪৮ টি রেটিং +২১/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১১:৩৯

গেমার বয় বলেছেন: বরাবরের মতই ভাললাগা দিয়ে গেলাম। ভাল থাকবেন। :)

১৪ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১:০২

ধীবর বলেছেন: ধন্যবাদ গেমার বয় ভাই।

২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১১:৪০

ShusthoChinta বলেছেন: ধীবর ভাই,ব্লগের সাম্প্রতিক পরিস্থিতির উপর চোখ রাখছেন কি? কৌশিকের পোস্ট বিশেষ করে একদিনের জন্য স্টিকি পোস্টটির মাধ্যম সামু আসলে চাইছেটা কী বলতে পারেন?

১৪ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১:০৪

ধীবর বলেছেন: ১৪ই ডিসেম্বর ১৯৭১ সালের সাথে মিল পাচ্ছি। পতনের আগে জাতিয়বাদিদের উস্কে দিয়ে জেনারেল আর ব্যান করার খেলা চলছে। এটা আমার পর্যবেক্ষণ। ধন্যবাদ সুস্থচিন্তা ভাই।

৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১১:৪২

তামীম বলছি বলেছেন:
হাসতেই আছি আর হাসতেই আছি আপনার ভাষা গবেষণার রিপোর্ট দেইখা।


আর সাইবার জগতের বর্তমান যোদ্ধাদের বিরুদ্ধে যে সব মীরজাফর দাঁড়ায় আছে তাদের কথোপকথোনের একটা ছবি যুক্ত কইরা দিলাম। পইড়া দেখেন - থাবর দিতে মন চাইব।


(এইটা আমু ব্লগের ফেসবুক গ্রুপের কথোপকথন)

১৪ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১:০৮

ধীবর বলেছেন: আমু ব্লগের প্রধান শেখ রেহানার ঘনিস্ট এক ক্যাল্কেশিয়ান। আর প্রধান পান্ডা হাসিনার উপদেস্টা এইচ টি ইমামের পৃষ্ঠপোশকতায় আওয়ামি এজেন্ডায় নিয়োজিত। এরা মুখে যাই দাবি করুক, আসলে এরা ঘৃণ্য ভারতের দালাল। নব্য রাজাকার। এদের প্রতিহত করে নির্মুল করা উচিত।

৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১১:৪৬

ক্ষুধিত পাষাণ বলেছেন:
পুরাই ফাটাইয়া দিসেন! ;)
মারহাবা! মারহাবা!!মারহাবা!!!

১৪ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১:১০

ধীবর বলেছেন: অনেক ধন্যবাদ ক্ষুদিত পাষান ভাই।

৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১১:৪৭

অডি বলেছেন: ধন্যবাদ মনে করিয়ে দিবার জন্য।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১:১১

ধীবর বলেছেন: আপনাকেও ধন্যবাদ অডি ভাই। চলুন কথাগুলি ছড়িয়ে দেই চারিদিকে।

৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১১:৫১

ফয়সা২৩৪ বলেছেন: ভাল বলেছেন। লাইক দিলাম।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১:১১

ধীবর বলেছেন: ধন্যবাদ ফয়সা ভাই।

৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১১:৫৫

আমি তানভীর বলেছেন: ভাল বলছেন :) ঐযে একটা কথা আছেনা, এক দেশের গালি আরেকদেশের বুলি । আমরা এখন এই গালিরেই বুলি বানাইয়া বইসা আছি

১৪ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১:১৩

ধীবর বলেছেন: চমৎকার বলেছেন তানভীর ভাই। আমি এতগুলি শব্দ লিখে যা বলতে চেয়েছি, আপনি মাত্র এক লাইনেই সেটা বলে দিলেন অভিনন্দন আপনাকে।

"আমরা এখন এই গালিরেই বুলি বানাইয়া বইসা আছি "

চরম ঝাঝা দিলাম।

৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:০৬

wrongbaaz বলেছেন: those bustard calld them bangali, they forgot our freedom fighters fought not only for mothertongue but also for motherland, what they r trying to say ? r not they proud to say themselve bangladeshi...i'm a damn backdated uncultured man, but i feel proud to b a bangladeshi...

i dont know why everyone just raise their voice naming mir jafor, were not there ray vollov, umichad etc.hindi traitor ? only d muslims r traitor ? how many of 3 million of dead people were hindu at liberation war ? maximum of them just escape leaving their motherland. some of them fought & we still respect them...please dont underestimate us, we have a glorious history of religious values, martyrdom, love to motherland, bravery.

১৪ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১:১৫

ধীবর বলেছেন: আপনার আবেগটা বুঝতে পারছি। এ নিয়ে খুব বেশি কথা বলার অবকাশ নেই। তবে নিজেদের ভিতর ধর্মীয় বিভক্ত তৈরি করলে, সেটা বাংলাদেশের স্বাধীনতার বিরোধীকারি দেশ/মহল এর পুর্ণ সুযোগ নিবে। ধন্যবাদ মন্তব্যের জন্য।

৯| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:০৭

সারথী মন বলেছেন: কঠিন শিরোনামে সত্য তুলে ধরার জন্য ধন্যবাদ।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১:১৬

ধীবর বলেছেন: অসংখ্য ধন্যবাদ সারথী মন ভাই।

১০| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:১২

এস এইচ খান বলেছেন: ধীবর দা, আপনার এ সব লেখা কতটা কষ্ট থেকে উঠে আসে সেটা বুঝি! আসলে শিখন্ডি বলদ মীর জাফরের আড়ালে রায়দূর্লভ আর উঁমিদের নাতি পুতিতে ছেয়ে গেছে এ দেশ! এ অবস্হায় সত্যি নিজস্ব স্বাধীনতা আর স্বকীয়তা বেশিদিন টিকিয়ে রাখা দুস্করই হবে :(

১৪ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১:১৮

ধীবর বলেছেন: ধন্যবাদ এস এইচ খান ভাই। কস্টটা সেখানেই। চোখের সামনে দেশের এই দুর্গতি দেখলে, মুখ বুজে সহ্য করাটা কঠিন হয়ে পড়ে। ভয় হয়। অস্তগামি স্বাধীনতার সুর্য্যকে আবার উদয় করাতে না জানি আবার কত মায়ের বুক খালি হয়। না জানি কত মা বোনদের সম্ভ্রম উৎসর্গ করা লাগে।

এত কিছু করতে হবে না, যদি আমরা চিহ্নিত দেশদ্রোহি দেশীয় জারজগুলিকে অংকুরেই বিনাশ করে ফেলি।

১১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:৩৮

ফিরেদেখা বলেছেন: অনেক ইন্টিলেক্সুল পোস্ট। প্লাস।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১:১৯

ধীবর বলেছেন: ফিরেদেখা ভাই। আমি সাধারণ একজন মানুষ। এস্টা করেছি সাধারন ভাষায় দেশের অবস্থা তুলে ধরার জন্য। আপনার সবাই পড়েছেন, অনুধাবন করেছেন, এজন্য অনেক ধন্যবাদ জানাই।

১২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১:০৮

বন পলাশের পদাবলী বলেছেন: গুড পোস্ট। +

১৪ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১:২০

ধীবর বলেছেন: ধন্যবাদ বন পলাশের পদাবলী ভাই। আপনার নিকটা খুব চমৎকার।

১৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১:১৪

ক্লান্ত দুচোখ বলেছেন: ভালো বলছেন। প্রথমে পোষ্টের টাইটেল দেইখ্যা মেজাজ বিলা হয়া গেসিলো।
যাউজ্ঞা, পোষ্টে প্লাসাইলাম।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১:২১

ধীবর বলেছেন: সত্যি করে বলতে কি ইচ্ছা করেই অমন শিরোনাম দিয়েছি। খানিকটা আঘাত করার জন্য। যদি আমাদের সম্বিত ফিরে ! অনেক ধন্যবাদ ক্লান্ত দুচোখ ভাই।

১৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১:২২

ইমুব্লগ বলেছেন: আপনার পোস্ট নিয়ে কিছু বলার যোগ্যতা আমার নাই। শুধু বলবো- সাথে আছি ধীবর ভাই।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১:৩৪

ধীবর বলেছেন: কি যে বলেন ইমু ব্লগ ভাই। আমি আপনাদের মতই সাধারণ মানুষ। আপনাদের কাতারে থেকে আমার সাধ্যানুযায়ি সবার কথাটা লিখতে চেস্টা করি।

অটঃ শুনলাম কৌশিকের ওই স্টিকি পোস্টের বিরোধীতা করাতে আপনাকে নাকি জেনারেল করা হয়েছে?

১৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১:২৪

~মাইনাচ~ বলেছেন: চমৎকার বলেছেন



দারুন একটা পোষ্ট

১৪ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১:৩৫

ধীবর বলেছেন: অনেক ধন্যবাদ মাইনাচ ভাই।

১৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ২:২৬

সত্য কথায় যত দোষ ! বলেছেন: ভাল বলেছেন। লাইক দিলাম।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ২:৩৪

ধীবর বলেছেন: অনেক ধন্যবাদ সত্য কথায় যত দোষ ভাই।

১৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ২:৪৮

ভারসাম্য বলেছেন: শিরোণামেই একটা সুন্দর শ্লেষ খূঁজে পেলাম। ভাল লাগা থাকল।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৩:০৪

ধীবর বলেছেন: ধন্যবাদ ভারসাম্য ভাই। শ্লেষটুকু এসেছে অনেক কস্ট থেকে।

১৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:০৩

সুচিন্তিত মতবাদ বলেছেন: পরিস্থিতিগত কারনে শিরোনাম সঠিক হয়েছে। +

১৬ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৩:০৪

ধীবর বলেছেন: ধন্যবাদ সুচিন্তিত মতবাদ ভাই। পরিস্থিতি দিন দিন খারাপের দিকেই যাচ্ছে।

১৯| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:২৬

বান_দর বলেছেন: অবশেষে "ওয়াচ" থেকে ভালবাসা দিবসে "জেনারেল" হইলাম!

১৬ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৩:০৮

ধীবর বলেছেন: অভিনন্দন বান_দর ভাই। আপনাকে আমাদের মাঝে সুস্বাগতম। তবে বিরিয়ানি খাবার বিলটা কিন্ত আপনার। ঠিক আছে? ;)

২০| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:৩৪

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: দারুণ লেখার জন্য অনেক ধন্যবাদ। পিয়াল সহ সার্টিফাইড ভাদাদেরকে স্রেফ ইগনোর! এই সেই পিয়াল যে বলে "হাতে কড়া, পায়ে চেইন পরিহিত অবস্থায় সিরাজ শিকদার পালাতে চাইলে তাকে ডিবির লোকজন গুলি করে"। এর মত মোনাফেকের কাছে ভারতের তোষামদ করা অত্যন্ত স্বাভাবিক!

১৬ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৩:১০

ধীবর বলেছেন: অনেক ধন্যবাদ বা জি ভাই। ওদের মুখোশ পুরাপুরি খুলে গিয়েছে। তাই এখন ওরা সাধারণের চোখে পতিত। এখন নিজেরাই নিজেদের পিঠ চাপড়ে সান্তনা খুজে। খুজুক। তারা আর আমাদের কারো শ্রদ্ধা কিংবা সমর্থন পাবে না।

২১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:৫৫

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ভাল লিখেছেন, আমাদের চেতনা জাগ্রত হোক !

১৬ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৩:১১

ধীবর বলেছেন: ধন্যবাদ জহিরুল ভাই। চেতনা জাগ্রত হোক, এটা সবারই কামনা।

২২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:৫৮

স্পেলবাইন্ডার বলেছেন: +++

১৬ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৩:১১

ধীবর বলেছেন: ধন্যবাদ স্পেলবাইন্ডার ভাই।

২৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ২:৪১

স্বর্ণমৃগ বলেছেন: +++++

১৬ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৩:১২

ধীবর বলেছেন: ধন্যবাদ স্বর্ণমৃগ ভাই।

২৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৩:১৯

ডেভিড বলেছেন: পারফেক্ট স্যাটায়ার । ++

১৯ শে ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৩:৫১

ধীবর বলেছেন: ধন্যবাদ ডেভিড ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.