![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নদীর মত বয়ে চলা--এ প্রান্ত থেকে ও প্রান্ত। দিগন্ত দেখা হয় না। কিন্তু উৎস পিছু টানে। ফিরে যেতে পারি না। একবার যার চলন শুরু হয়েছে সে যে আর ফিরে যেতে পারে না। এইতো নদীর নিয়ম।
-- তালগাছ এক পায়ে দাঁড়িয়ে
সব গাছ ছাড়িয়ে
উঁকি মারে আকাশে......
-- ভাদ্র মাসের তাল
-- তালপাতার সেপাই
--তালের রসে মাতাল হলাম আর যাবো না, আর যাবো না ঐ তালের তলায়।
তাল গাছের সমারোহঃ
এই কথাগুলোর সাথে আমরা সবাই পরিচিত। তাল এমনি একটা জনপ্রিয় ফল যে তালের পিঠা খাননি বাংলাদেশে এমন মানুষ খুঁজে পাওয়া মনে হয় দুস্কর হবে। অথচ এই তাল নিয়ে বিশেষ তথ্য নেই আন্তর্জালে কিংবা আমাদের বাংলা তথ্যকোষে। তালের ইংরেজী নাম জিজ্ঞেস করলে বোধ করি অনেকেই বলে উঠবেন palm tree. অথচ পাম গাছ বলতে কি শুধু তাল গাছ বোঝায়!! পৃথিবীতে শত শত রকমের পাম গাছ আছে—তার মাঝে তালগাছ একটি।
তাল গাছের গুড়িঃ
বাংলা নামঃ তাল
ইংরেজী নামঃ Sugar Palm, Palmyra Palm, Toddy Palm, Cambodian Palm
বৈজ্ঞানিক নামঃ Borassus flabellifer
পরিবারঃ Arecaceae
তালগাছঃ
তালগাছ বাংলাদেশের সর্বত্র দেখা যায়। এমন একটি কথা প্রচলিত আছে বাবা তালের বীজ বুনলে ছেলে খেতে পারে। কথাটা যদিও গ্রামের মানুষের কিন্তু সত্যতা আছে কথাটিতে। তালগাছ ১০০ বছর বা তারও বেশি সময় পর্যন্ত বাঁচে, সাধারনতঃ ৩০ ফুট উচ্চতা হয়। চারা বুননের ২০ বছর পর প্রথম ফল পাওয়া যায়। তাই ব্লগার ভাইয়েরা যারা আমার লেখা দেখে তালগাছ লাগাবেন বলে ভাবছেন তারা তাদের সন্তানের কথা বিবেচনায় রাখবেন।
চেনেন কি?
‘তোমার হাত পাখার বাতাসে মন জূড়িয়ে আসে’...গানটি হয়ত অনেকেই শুনে থাকবেন। এই হাত পাথা কিন্তু তালগাছের পাতা দিয়েই তৈরী হয়। কাঠ হিসেবে তালগাছের কথা বলাই বাহুল্য। গ্রামাঞ্চলে তাল গাছের গুড়ি পাতলা পাতলা করে কেটে খাট বানানো হয়। তাল গাছে সুন্দর সুন্দর পাখির বাসা দেখা যায়। আপনারা হয়তঃ বাবুই পাখির বাসা দেখে থাকবেন—বাস্তবে না হলেও ছবিতে। এই বাবুই পাখির বাসা কিন্তু তালগাছেই হয়।
বাবুই পাখির বাসাঃ
পাকা তালঃ
হাতপাখাঃ
পরের পর্বে সমাপ্যঃ তাল দিয়ে তৈরী খাবার
কৃতজ্ঞতাঃ ইন্টারনেট ছবির জন্যে
লটকন Click This Link
০৩ রা ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:২০
তিতাস একটি নদীর নাম বলেছেন: হা হা হা
হঠাত না। আমি ফল নিয়ে লিখছি নিয়মিত। আজকের ফল তাল। আপনার দূর্ভাগ্য তালের সাম্নেই পরলেন!!
২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:৩২
জালিস মাহমুদ বলেছেন:
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৭:৫৮
তিতাস একটি নদীর নাম বলেছেন:
৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:৪৭
কবীর হুমায়ূন বলেছেন:
তালের রসে মাতাল হলাম
আর যাবো না, আর যাবো না
ঐ তালের তলায়।
সুন্দর পোষ্ট। ভালো লাগলো।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৮:০০
তিতাস একটি নদীর নাম বলেছেন: ধন্যবাদ আপনাকে---দাঁড়ান আপনার কথাটা যোগ করি আমার লেখায়।
৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:৩৭
সাইফুলহাসানসিপাত বলেছেন: তালগাছে বাবুই পাখির বাসা দেখতে খুব ভাল লাগে । কিন্তু ফল ্পাওয়ার জন্য সুধীর্ঘকাল অপেক্ষা সেটা কষ্টের ।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৮:০২
তিতাস একটি নদীর নাম বলেছেন: আসলেই বাবুই পাখির বাসা অন্নেক সুন্দর।
হে হে হে বাজারে তো পাওয়া যায়। গাছের ফলের জন্যে অপেক্ষা করার কি দরকার।
৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১২ ভোর ৫:৫৯
কাকঁন বলেছেন:
যাক ....তাল আমার তেমন ইয়ে....না
আজ ইমু রাগের না
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:০২
তিতাস একটি নদীর নাম বলেছেন:
পরের পর্বে যখন তালের খাবার-দাবার দিব তখন বুঝব তাল তেমন ইয়ে কিনা!! ২/১টা দিন অপেক্ষা করেন--খাবার দাবার নিয়ে হাজির হচ্ছি।
তারপরেও রাগের ইমু না দেওয়ার জন্যে ধন্যযোগ
৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১২ ভোর ৬:২৪
নিমা বলেছেন: তাল...................আমার প্রিয় ফল তাল আমি ফল তেমন একটা পছন্দ করিনা
মাঝে মাঝে ফল দেখলে বিরক্ত লাগে
কিন্ত তাল পেলে কখনোই খাওয়া বাদ দেইনা উফফফ তালের বিচি দেখে আমার
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:০৫
তিতাস একটি নদীর নাম বলেছেন: তাল প্রিয় ফল!!
তালের পিঠা প্রিয় খাবার হতে পারে কিন্তু ফল!!
তালের শাষ (ঠিক লিখলাম কিনা বুঝতে পারছি না) আমাদের প্রায় সবারি প্রিয়।
ধন্যবাদ সময় করে বেড়িয়ে গেলেন আমার ব্লগ বাড়িতে।
৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১২ ভোর ৬:৫৮
ছাইরাছ হেলাল বলেছেন:
অনেক সুন্দর ছবি দেখলাম ।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:০৫
তিতাস একটি নদীর নাম বলেছেন: ধন্যবাদ অন[এক দিন পর আমার সাথে আবার আপনার দেখা হলো।
কেমন আছেন?
৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৯:৪৮
জিসান শা ইকরাম বলেছেন:
তাল তাল নিয়ে লেখা ভালোই লেগেছে........
শুভকামনা..........।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:৫০
তিতাস একটি নদীর নাম বলেছেন: ধন্যবাদ আপনাকে
তালের খাবার নিয়ে পরের পর্বটা দেখার আমন্ত্রন রইল।
৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১:৫৬
স্বর্ণমৃগ বলেছেন: অনেক ভাল লাগলো!
ছবিগুলোও সুন্দর এসেছে!
+++++
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:১১
তিতাস একটি নদীর নাম বলেছেন: ধন্যবাদ আপনাকে।
ছবিগুলো আমি তুলিনি---গুগুলে সার্চ দিয়ে নেওয়া। তবে লেখাটা আমারি।
আমি বিদেশে থাকি তাই চাইলেও দেশের ছবি তোলা সম্ভব না।
আপনাদের সাথে বাংলাদেশের ফলের সমারোহ শেয়ার করব বলে লিখছি।
১০| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:১১
তিথির অনুভূতি বলেছেন: ছবির জন্য কবিতাটা দেখতে পারলাম
++
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:১১
তিতাস একটি নদীর নাম বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্লাসের জন্যে
১১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১১:৫২
বাল্যবন্ধু বলেছেন: ছবিগুলো আসলেই অনেক সুন্দর, সাথে বর্ণনা।
পোষ্টে পিলাচ।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৭:৪৫
তিতাস একটি নদীর নাম বলেছেন: ধন্যবাদ আপনাকে।
আশা করছি আরো কিছু লিখব--তখন আসবেন আবারো।
১২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৫:২৮
কাকঁন বলেছেন:
তালের খাবার-দাবার কই??
অপেক্ষা আর করতে পারছিনা :-<
২-১দিন বলে আজ ৪-৫দিন চলছে
১০ ই ফেব্রুয়ারি, ২০১২ ভোর ৫:১১
তিতাস একটি নদীর নাম বলেছেন: আসলে সময় করে লিখা হচ্ছিল না। সময়ের স্বল্পতায় আছি।
কাল রাতে দিয়েছি--কেমন লাগলো জানাবেন প্লিজ।
পরের ফল অন্নেক ভাল লাগবে আশা করি। সাথে থাকুন।
©somewhere in net ltd.
১|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:১৮
কালীদাস বলেছেন: ঘটনা কি? হঠাৎ তালগাছ?