![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানবতা, সুস্থ উপলোব্ধি ও সঠিক মূল্যবোধ ও সত্যিকারের ভালবাসার চর্চা হোক **
শুনছো কি দুষ্টু তারা
ওই চাঁদমামা কি বলে?
বুঝছো কি ওই তারারা
তোমায় ভেংচি কাটে।
আজ কতরাত আকাশ
দেখি না তুমি আর আমি।
নাকি দেখো তুমি
আর আমারই কথা ভাবো?
বলতে কি পারো কেন ?
আজও তুমি সব ছেড়ে,
আমাকেই নিয়ে ভাবতে
বড়ই ভালোবাসো ও বিরক্ত হও!!
ভাবতে কি পারো তারারা?
আজও ফিসফিস করে,
তোমার আর আমার
ভালবাসার মিলনের স্বপ্ন দেখে!!
জানতে কি চাও আমি?
আজো তোমার প্রতীক্ষা
করি কিনা, ক্ষতগুলি কি
শুকিয়েছে নাকি তেমনি আছে!!
শুনছো কি দুষ্টু তারা
ওই চাঁদমামা কি বলে?
বুঝছো কি ওই আমি
তোমায় খুঁজে বেড়াই।
০৯ ই মার্চ, ২০১২ রাত ৯:২১
তিথির অনুভূতি বলেছেন: ধন্যবাদ **
এটা একটু ছড়া স্টাইলে লেখার অপচেষ্টা
চেষ্টা করেন পারবেন
২| ০৯ ই মার্চ, ২০১২ রাত ৯:১৭
শায়মা বলেছেন: নিশ্চয়ই বুঝছে না।
০৯ ই মার্চ, ২০১২ রাত ৯:২১
তিথির অনুভূতি বলেছেন: কি জানি ??
৩| ০৯ ই মার্চ, ২০১২ রাত ৯:১৮
আকাশ০৭ বলেছেন: শুনছো কি দুষ্টু তারা
ওই চাঁদমামা কি বলে?
বুঝছো কি ওই আমি
তোমায় খুঁজে বেড়াই।
অনেক ভাল লাগলো।+
০৯ ই মার্চ, ২০১২ রাত ৯:২২
তিথির অনুভূতি বলেছেন: ধন্যবাদ **
৪| ০৯ ই মার্চ, ২০১২ রাত ৯:২০
জালিস মাহমুদ বলেছেন: দারুন..........................
০৯ ই মার্চ, ২০১২ রাত ৯:২৩
তিথির অনুভূতি বলেছেন: ধন্যবাদ **
+ দিতে কি আজকাল সবাই ভুলে যান ?
৫| ০৯ ই মার্চ, ২০১২ রাত ৯:২৬
জালিস মাহমুদ বলেছেন: দিয়ে দিলাম +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
০৯ ই মার্চ, ২০১২ রাত ৯:৩১
তিথির অনুভূতি বলেছেন: ধন্যবাদ **
৬| ০৯ ই মার্চ, ২০১২ রাত ৯:৩৪
কবীর হুমায়ূন বলেছেন:
শুনতে কি পাও দুষ্টু তারা
চাঁদমামা আজ কি যে বলে?
বুঝছো কি ওই তারারা সব
ভেঞ্চি কাটে রাতের কালে।
আজ কতোদিন হলো, বলো
দোঁহে মিলে চাঁদ দেখি না,
তুমি নিগুঢ রাতে বসে
একলা মাখো চাঁদ-জোছনা।
তুমি যখন সকল ছেড়ে
ভাবতে শুধু আমায় নিয়ে,
তখন আমি অবনতা
বাসতাম ভাল লজ্জা নিয়ে।!
তারারা সব ফিসফিসিয়ে
তোমার কথা বলছে আমায়,
স্বপ্ন নিয়ে হেটে বেড়াই
তারার দেশে তোমার আশায়।
তোমার তরে রাখি জমা
ক্ষতগুলো যতন করে,
শুকিয়ে গেলেও স্মৃতির রেখা
ক্ষণে ক্ষণে উপচে পড়ে।
শুনতে কি পাও দুষ্টু তারা
চাঁদমামা আজ কি যে বলে?
বুঝছো কি ওই তারারা সব
ভেঞ্চি কাটে রাতের কালে।
( তিতির অনুভুতি, তোমার কথা গুলো ছন্দময়তার পরশ দিয়ে গুছিয়ে দিলেম।
ভালো থাকো সব সময়। আমার লেখাটা 'স্বরবৃত্ত' ছন্দে লেখা।)
০৯ ই মার্চ, ২০১২ রাত ১০:০৮
তিথির অনুভূতি বলেছেন: ধন্যবাদ **
অনেক ভাল লাগল
৭| ০৯ ই মার্চ, ২০১২ রাত ৯:৪০
কবীর হুমায়ূন বলেছেন: তুমি নিগুঢ রাতে বসে এর স্থলে হবে তুমি নিশুত রাতে বসে। ঠিক করে দিও।
৮| ০৯ ই মার্চ, ২০১২ রাত ৯:৪৭
জোবায়ের নিয়ন বলেছেন: জানতে কি চাও আমি?
আজো তোমার প্রতীক্ষা
করি কিনা, ক্ষতগুলি কি
শুকিয়েছে নাকি তেমনি আছে!!
৩য় ভাল লাগা রইলো।
১০ ই মার্চ, ২০১২ রাত ১২:০৬
তিথির অনুভূতি বলেছেন:
৯| ০৯ ই মার্চ, ২০১২ রাত ১০:২৭
আমি তানভীর বলেছেন:
১০ ই মার্চ, ২০১২ রাত ১২:০৪
তিথির অনুভূতি বলেছেন:
১০| ০৯ ই মার্চ, ২০১২ রাত ১১:৫৪
সায়েম মুন বলেছেন: ভাল লাগলো।
টাইপো: ভেঞ্চি>ভেংচি
১০ ই মার্চ, ২০১২ রাত ১২:০৯
তিথির অনুভূতি বলেছেন:
১১| ১০ ই মার্চ, ২০১২ রাত ১২:৪৩
রাতুল_শাহ বলেছেন: জানতে কি চাও আমি?
আজো তোমার প্রতীক্ষা
করি কিনা, ক্ষতগুলি কি
শুকিয়েছে নাকি তেমনি আছে!!
বেচারা মনে হয় জানতে চায়। কিন্তু সাহস পায় না।
১০ ই মার্চ, ২০১২ রাত ১:৩৩
তিথির অনুভূতি বলেছেন:
১২| ১০ ই মার্চ, ২০১২ রাত ১:৩২
ঈষাম বলেছেন: ভালো লাগলো +
১০ ই মার্চ, ২০১২ রাত ১:৩৯
তিথির অনুভূতি বলেছেন: দুষ্টূ তারা
১৩| ১০ ই মার্চ, ২০১২ রাত ১:৪২
তিথির অনুভূতি বলেছেন:
১১ ই মার্চ, ২০১২ রাত ১১:৩২
তিথির অনুভূতি বলেছেন:
১৪| ১০ ই মার্চ, ২০১২ ভোর ৪:৪৯
শোশমিতা বলেছেন: ভালো লাগলো +
আপু এতো কবিতা লিখ কি করে? গুপন রহস্য আমাকে কানে কানে একটু বলে দিও।
১০ ই মার্চ, ২০১২ ভোর ৬:০৪
তিথির অনুভূতি বলেছেন: শোশমিতা
রহস্যটা বুঝি বুঝি এইটা
১৫| ১০ ই মার্চ, ২০১২ বিকাল ৩:২৬
আবু সালেহ বলেছেন: জানতে কি চাও আমি?
আজো তোমার প্রতীক্ষা
করি কিনা, ক্ষতগুলি কি
শুকিয়েছে নাকি তেমনি আছে!!
ক্ষত শুকিয়ে গেলেও দাগ কেটে যায়.......
রয়ে যায় জীবনভর.....
১০ ই মার্চ, ২০১২ বিকাল ৩:৩৮
তিথির অনুভূতি বলেছেন:
১৬| ১০ ই মার্চ, ২০১২ রাত ৮:২৭
জিসান শা ইকরাম বলেছেন:
অবশ্যই বুঝবে .......
ভালো লেগেছে কবিতা......
ছবিটাও খুব সুন্দর......
১০ ই মার্চ, ২০১২ রাত ৯:৫১
তিথির অনুভূতি বলেছেন: হৃদয়ে জমিয়ে রাখা ক্ষতগুলি
১৭| ১০ ই মার্চ, ২০১২ রাত ১০:০০
ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: ভালো লাগল
১০ ভালোলাগা রইল
১০ ই মার্চ, ২০১২ রাত ১০:৩৬
তিথির অনুভূতি বলেছেন: চল এখানে ঘর বাধি
নিশ্চিন্তে থাকব দুজনে
১৮| ১০ ই মার্চ, ২০১২ রাত ১০:২০
অনাহূত বলেছেন:
বাহ্ । কি সুন্দর কবিতা। আপনার যেকোন কবিতা পড়লেই মনেহয় এই বুঝি প্রথম নতুন কোন লেখা পড়ছি। এই অদ্ভুত সুন্দর লেখনী ক্ষমতা বেড়েই চলুন।
১০ ই মার্চ, ২০১২ রাত ১০:৩৮
তিথির অনুভূতি বলেছেন: অনেক ধন্যবাদ **
দুষ্টু তারা,
আমার অনুপ্রেরনার উৎস তো তুমি
১৯| ১০ ই মার্চ, ২০১২ রাত ১০:৪৩
সালমাহ্যাপী বলেছেন: সব মন্তব্যে সব ছবি আর ছবি
একটু বলে দাও না কিভাবে ছবি আপ্লোড করছো মন্তব্যে।আমি পারিনা
আর কবিতা!!!জাস্ট অসাম +_++
১০ ই মার্চ, ২০১২ রাত ১১:০৯
তিথির অনুভূতি বলেছেন: নীচে দেখবে একটা ক্যামেরার ছবির আইকোন আছে অতে ক্লিক করবে
আর গুগলে ইমেজ খুজে ওইটা ফুল সাইজ ইমেজে ক্লিক করবে।
তারপর ওই লিংকটাই
ওই ছবির আপলোডে দিয়ে দিবে।
ব্যস আপলোড হয়ে যাবে
আরেকটি ছবি নাও
২০| ১০ ই মার্চ, ২০১২ রাত ১১:১৭
তিথির অনুভূতি বলেছেন: অনেক ঘুম ধরেছে আমি চাঁদ মামার কাছে ঘুমাতে গেলাম
১০ ই মার্চ, ২০১২ রাত ১১:২৪
তিথির অনুভূতি বলেছেন: চাঁদমামী আমাকে ঘুম পারিয়ে মেঘের দলসহ ওই তোমার কাছে আসছে
পারলে তুমি ঘুমিয়ে নিও
২১| ১০ ই মার্চ, ২০১২ রাত ১১:৩১
নাআমি বলেছেন: চাঁদমামাকে নিয়ে লেখা কবিতা আর ছবি দারুন লাগলো !
অনেক শুভকামনা......।
১০ ই মার্চ, ২০১২ রাত ১১:৩৯
তিথির অনুভূতি বলেছেন: ধন্যবাদ **
২২| ১১ ই মার্চ, ২০১২ রাত ১২:০০
কামরুল হাসান শািহ বলেছেন: তিথির ও তার চাঁদরে মাইনাস
কবীর হুমায়ূন ভাইরে প্লাস
মন্তব্যের জবাবে ছবি গুলার জন্য যাও প্লাস দিলাম
১১ ই মার্চ, ২০১২ সকাল ৭:৪০
তিথির অনুভূতি বলেছেন: আমি ছন্দ নিয়ে পরীক্ষা করতে ভালবাসি
ছন্দের রুপ-ভেদ আমারো জানা আছে,
হুমায়ন ভাই আমাকে স্বরবৃত্ত ছন্দে কবিতাটি লিখে দিয়েছেন
আমার আর আমার চাঁদরে মাইনাস কেমনে পাইল জানি না
আরেকখান ছবি দিলাম
২৩| ১১ ই মার্চ, ২০১২ সকাল ৭:৪২
তিথির অনুভূতি বলেছেন: তোমার জন্য আমি আমার ভুবনকে নতুন করে সাজিয়েছি
১১ ই মার্চ, ২০১২ সকাল ৭:৪৩
তিথির অনুভূতি বলেছেন: কোন একদিন বন্যতায় আমরাও মাতাল হবো
২৪| ১১ ই মার্চ, ২০১২ সকাল ৮:৪৪
রেজোওয়ানা বলেছেন: বাহ, খুব মিষ্টি
১১ ই মার্চ, ২০১২ সকাল ৯:৫৪
তিথির অনুভূতি বলেছেন:
২৫| ১১ ই মার্চ, ২০১২ বিকাল ৩:৪৬
সালমাহ্যাপী বলেছেন: নেক অনেক থ্যাঙ্কস
১১ ই মার্চ, ২০১২ রাত ১০:৫৫
তিথির অনুভূতি বলেছেন:
২৬| ১১ ই মার্চ, ২০১২ বিকাল ৩:৪৭
সালমাহ্যাপী বলেছেন:
১১ ই মার্চ, ২০১২ রাত ১০:৫৬
তিথির অনুভূতি বলেছেন:
২৭| ১১ ই মার্চ, ২০১২ বিকাল ৩:৪৮
সালমাহ্যাপী বলেছেন: ছবি দেখা যাচ্ছে না কেন???
১১ ই মার্চ, ২০১২ রাত ১১:০০
তিথির অনুভূতি বলেছেন: আমার এই পোষ্টটি দেখুন
কিভাবে সামু ব্লগে মন্তব্যের জবাবে ছবি এড করবেন ??
২৮| ১১ ই মার্চ, ২০১২ বিকাল ৪:০২
লেখোয়াড় বলেছেন:
আর কত প্রতীক্ষা!
আমাকে একটা ছবি দাও।
সবার মত।
কিন্তু কারো মত যেন না হয়।
চাঁদ-তারার সম্মিলনে প্রতীক্ষার প্রহর আর বাড়িও না।
তবে এই কবিতাটি রাতের বেলায় আবার পড়তে হবে।
তাহলে অন্য রকম আর একটা টেস্ট পাওয়া যাবে।
যা হবে কালজয়ী।
তিথির অনুভূতি।
অহা, কত সুন্দর।
১১ ই মার্চ, ২০১২ রাত ৮:৫৮
তিথির অনুভূতি বলেছেন: ক্ষনে ক্ষনে মনে পড়ে তোর ভালবাসা
অস্বীকার করেও পিছু পিছু আমায় খুঁজা
২৯| ১১ ই মার্চ, ২০১২ রাত ৯:০২
তিথির অনুভূতি বলেছেন: ভালবাসার যদি আজ পরাজয় হয়
তাতে তোমার কি ?
নিমিষেই চোখ বুঁজে যদি জীবন যায়
তাতে আমার কি ??
ভালবাসায় এত কষ্ট কেন ??
১১ ই মার্চ, ২০১২ রাত ৯:০৬
তিথির অনুভূতি বলেছেন: বাবা- মা রাজী না হলে চলো jab we met এর মত পালিয়ে যাই
৩০| ১২ ই মার্চ, ২০১২ রাত ১:২৫
মিরাজ is বলেছেন: সুন্দর সব ছবি আর কবিতাটাও।
১২ ই মার্চ, ২০১২ সকাল ৯:৪১
তিথির অনুভূতি বলেছেন: কি জানি ছিল "এইভাবে দুষ্টূ দুষ্টু বললে আমার বুঝি লজ্জ্বা করে না :-s"
৩১| ১২ ই মার্চ, ২০১২ সকাল ৭:১৩
তিথির অনুভূতি বলেছেন: “এক পলকে” গানের কথা - তৌসিফ
এক পলকে ভালবেসে ফেলেছি তোকে(২)
লুকোবে কোথায় বলো আমাকে ছেড়ে (২)
সখী তোরে গোপনে ভালবেসে যাই আমি (২)
দেখা দেবে কি বলো? দেখা দেবে কি ? (২)
সখী তোরে গোপনে ভালবেসে যাই আমি (২)
নির্ঘুম রাত কাটে চাঁদের সাথে
তোকে ভেবে মরি এই তারাও জানে
স্বপ্ন কত দেখি এই একা বসে থেকে
পলক তো পড়ে না তোর মিষ্টি হাসিতে
দেখা দেবে কি বলো? দেখা দেবে কি ? (২)
সখী তোরে গোপনে ভালবেসে যাই আমি (২)
মনে পড়ে গেলে তোর চোখের ভাষা
অবেলা তীব্র রোদে একটুখানি ছায়া
না বলা আমার যত জমানো কথা
আকাশে চেয়ে দেখ মেঘে আছে আঁকা
দেখা দেবে কি বলো? দেখা দেবে কি ? (২)
সখী তোরে গোপনে ভালবেসে যাই আমি (২)
এক পলকে ভালবেসে ফেলেছি তোকে(২)
লুকোবে কোথায় বলো আমাকে ছেড়ে (২)
সখী তোরে গোপনে ভালবেসে যাই আমি (......)
ভালবাসা কি ছিল কখনো এরকম ??
১২ ই মার্চ, ২০১২ সকাল ৭:৩৬
তিথির অনুভূতি বলেছেন: তোমার হৃদয়টা আমি নিয়ে লুট করে নিয়ে চলে গেলাম
যেটা সারাজীবন আমার জন্য নীরবে/সরবে হৃদয় ভাঙ্গা ঢেউ তুলবে
৩২| ১২ ই মার্চ, ২০১২ সকাল ৭:৩৯
তিথির অনুভূতি বলেছেন: আমার হৃদয়টাও তুমি বুঝি নিয়ে চলে গিয়েছ
১২ ই মার্চ, ২০১২ সকাল ৭:৪২
তিথির অনুভূতি বলেছেন: হৃদয় ভেঙ্গে চুড়মার হয়েছে কতবার
তারপরও আমি তোমাকে এখনো
৩৩| ১২ ই মার্চ, ২০১২ রাত ১১:০১
শিশিরের শব্দ বলেছেন: জানতে কি চাও আমি?
আজো তোমার প্রতীক্ষা
করি কিনা, ক্ষতগুলি কি
শুকিয়েছে নাকি তেমনি আছে!!
খুব মিষ্টি কবিতাটা....
১২ ই মার্চ, ২০১২ রাত ১১:৪৯
তিথির অনুভূতি বলেছেন:
৩৪| ১৪ ই মার্চ, ২০১২ রাত ১:১৭
তিথির অনুভূতি বলেছেন:
১৪ ই মার্চ, ২০১২ রাত ১:১৮
তিথির অনুভূতি বলেছেন:
৩৫| ১৪ ই মার্চ, ২০১২ রাত ১:১৮
তিথির অনুভূতি বলেছেন:
১৪ ই মার্চ, ২০১২ রাত ১:২১
তিথির অনুভূতি বলেছেন:
৩৬| ১৪ ই মার্চ, ২০১২ রাত ১:৩১
রাশেদ হাসান নোবেল বলেছেন: এমন করে আর ভাবিনা। ভাল আছি।
তিথি আপু অপূর্ণ ভাবনাকে জানাও বিদায় ।
১৪ ই মার্চ, ২০১২ বিকাল ৫:২২
তিথির অনুভূতি বলেছেন: আমি যদি না ভাবি তবে একদিন ও বলে বসবে
দুষ্টূ তারাকে কষ্ট দিতে চাই না
৩৭| ১৪ ই মার্চ, ২০১২ বিকাল ৩:৩৬
আকাশটালাল বলেছেন: এই পোস্টে চাঁদের ঠিকানা একটা কমেন্ট করছিলাম। মুছে দিলেন
১৪ ই মার্চ, ২০১২ বিকাল ৫:১৮
তিথির অনুভূতি বলেছেন: আমি মুছিনি
এটা নিশ্চয়ই দুষ্টু তারার কাজ **
৩৮| ১৪ ই মার্চ, ২০১২ বিকাল ৫:৫৪
আকাশটালাল বলেছেন: দুস্টু তারাটা কেডা?
১৪ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:৪৭
তিথির অনুভূতি বলেছেন: আপনার কমেন্টসটা আরেকবার দেন
এত বিস্তারিত না জানলেও চলবে **
৩৯| ১৪ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:১০
তিথির অনুভূতি বলেছেন:
১৪ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:১১
তিথির অনুভূতি বলেছেন:
৪০| ১৪ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:১৩
তিথির অনুভূতি বলেছেন:
১৪ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:১৪
তিথির অনুভূতি বলেছেন:
©somewhere in net ltd.
১|
০৯ ই মার্চ, ২০১২ রাত ৯:১৬
বিলুপ্ত বৃশ্চিক বলেছেন: কুবতে জিনিসটা বরাবরই আমার মাথার উপ্রে দিয়া যায় , কিছুই করনের নাই
পেলাচ