নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঝংকার

জীবনের মুহূর্তগুলো ভালবাসার স্পর্শে রঞ্জিত হোক,জীবনের মুহূর্তগুলো স্বাধীনতার স্পর্শে মুখরিত হোক **

তিথির অনুভূতি

মানবতা, সুস্থ উপলোব্ধি ও সঠিক মূল্যবোধ ও সত্যিকারের ভালবাসার চর্চা হোক **

তিথির অনুভূতি › বিস্তারিত পোস্টঃ

ধর্ম ও সরল জীবন-ব্যবস্থা

২৯ শে মে, ২০১৩ রাত ৯:৫৪

ইসলাম অনেক পবিত্র একটি ধর্ম ,

১)এখানে বলা আছে তিনদিনের বেশী রাগ করা হারাম ।

তিনদিনের মধ্যেই অবশ্যই নিজেদের মধ্যে সম্পর্ক ঠিক করতে হবে। কথা বলতে হবে। অনেকেই শুনি দিনের পর দিন রাগ করে কথা বলে না। তিনদিনের বেশী হলেই তা আস্তে আস্তে বিশাল গুনাহ আকারে লিপিবদ্ধ হবে।



২)আরেকটি দিক হচ্ছে কারো নামে গীবত গাওয়া,ইহা জঘন্যতম পাপ, কবীরা গুনাহ। যে ব্যক্তি অন্যের নামে আপনার কাছে গীবত গাচ্ছে নিঃসন্দেহ থাকেন সেই ব্যক্তি আপনার নামেও অন্যের কাছে গীবত গাচ্ছে।



আত্মীয়তা-সম্পর্ক রক্ষা করা

৩) বিয়ে ব্যতীত সম্পর্কে জড়ানো ও তা নিয়ে ভাবা কবীরা গুনাহ। এজন্য নিজেদের মধ্যে সম্পর্কটি স্বচ্ছ থাকা খুব জরূরী।

কেননা বন্ধুত্ব ও মানবিকতা ও সৌহার্দমূলক সম্পর্কও আছে যার মূল্য খুব বেশী।



৪) নিজেদের মধ্যে কোন বিষয়ে সন্দেহ থাকলে তা নিজেদের মধ্যে প্রশ্ন করে দূর করে নেওয়া ভাল। কিন্তু তা নিয়ে অন্য ব্যক্তিকে না জড়ানোই উত্তম।



৫) নামাজ, রোযা ও তা দেখিয়ে দেখিয়ে করলে সওয়াব লিখা হবে না আসমানে ঝুলে থাকবে। না দেখানো বা বার বার আমি করি তা না বলাই উত্তম।



৬) কোন ভাল কাজ করলে তা কাউকে ঢোল পেটানো উচিত না । ডান হাতের ভাল কাজ যেন বাম হাত না জানে। তবেই সে সওয়াব পাওয়া যাবে।

হাদিসের গল্পঃ লোক দেখানো আমলের ভয়াবহ পরিণতি

৭) ভাল- মন্দ মিলেই মানুষ। কিন্তু নিজের সুবিধা পেলে সে ব্যক্তি উত্তম আর না পেলে সে খারাপ এমন ভাবাটাও হারাম।



৮) মানুষের দু;খে যেমন থাকা উচিত , সুখেও থাকা উচিত।



মনের কালিমা দূর করাটাই প্রথম কাজ আর এটাকেই ঈমান বলে। ঈমান ব্যতীত বাকী নামাজ রোযা অন্য কাজের ফজিলত কমে যায়।



আরো অনেক অনেক ভাল কিছু কথা আছে তা ইসলামে বলা আছে কিন্তু আমরা তা মেনে চলি না।

এর অর্থ মুসলমান হওয়া সত্ত্বেও আমরা মুনাফিকদের কাতারে পরে যাবো।



যদি বলি ইসলাম ব্যতীত অন্য ধর্মের ব্যক্তিরা কি দু;খিত হচ্ছেন, সত্যি বলতে আপনাদের ধর্মেও এই কথাগুলিই বলা আছে । অথচ আজকাল কেউ ধর্মের ভাল দিকগুলি মানতে চাচ্ছেন না।



ধর্ম আমাদের জীবনকে সহজ করেছে তার পাশাপাশি আমাদেরকে অনেক বিপদ ও তিক্ততা থেকে দূরে রাখে ।

তাই আমাদের এ সহজ সরল জীবন-ব্যবস্থা মেনে চলা উচিত।

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৯ শে মে, ২০১৩ রাত ১০:১৮

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: সুন্দর লেখা,,,,,
সবই আমাদের পালন করা দরকার,,,,,,,,,,কিন্তু আমারা তা বেশির ভাগ ক্ষেত্রে করি না,,,,,,,,,,

শুভকামনা

২৯ শে মে, ২০১৩ রাত ১০:২৬

তিথির অনুভূতি বলেছেন: মানুষ অভ্যাসের দাস, আস্তে আস্তে অভ্যাস করলে সব করা যায় ।

২| ২৯ শে মে, ২০১৩ রাত ১০:২৫

তিথির অনুভূতি বলেছেন: Click This Link

৩| ২৯ শে মে, ২০১৩ রাত ১০:২৭

তিথির অনুভূতি বলেছেন: "যারা ঈমান এনেছে, আল্লাহ তাদের অভিভাবক। তাদেরকে তিনি বের করে আনেন অন্ধকার থেকে আলোর দিকে। আর যারা কুফরী করে তাদের অভিভাবক হচ্ছে তাগুত। তারা তাদেরকে আলো থেকে বের করে অন্ধকারের দিকে নিয়ে যায়। এরাই হলো দোযখের অধিবাসী, চিরকাল তারা সেখানেই থাকবে।" [সূরা বাক্বারাহ ২৫৭]

২৯ শে মে, ২০১৩ রাত ১০:৩১

তিথির অনুভূতি বলেছেন: আবূ হুরায়রা(রাঃ) থেকে বর্ণিত। আল্লাহর রাসূল(সাঃ) বলেছেন, কিয়ামতের দিন তিন শ্রেণীর লোকের প্রতি আল্লাহ তা’আলা দৃষ্টিপাত করবেন না এবং তাদের পবিত্র করবেন না। আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।

এক ব্যক্তি- যার নিকট প্রয়োজনের অতিরিক্ত পানি আছে, অথচ সে মুসাফিরকে তা দিতে অস্বীকার করে,

অন্য একজন সে ব্যক্তি, যে ইমামের হাতে একমাত্র দুনিয়ার স্বার্থে বায়’আত হয়। যদি ইমাম তাকে কিছু দুনিয়াবী সুযোগ দেন, তাহলে সে খুশি হয়, আর যদি কিছু না দেন তবে সে অসন্তুষ্ট হয়।

অন্য একজন সে ব্যক্তি,যে আসরের সালাত আদায়ের পর তার জিনিজপত্র(বিক্রিয়ের উদ্দেশ্যে) তুলে ধরে আর বলে যে, আল্লাহর কসম, যিনি ছাড়া অন্য কোন মা’বুদ নেই, আমার এই দ্রব্যের মূল্য এত এত দিতে আগ্রহ করা হয়েছে। (কিন্তু আমি বিক্রি করিনি) এতে এক ব্যক্তি তাকে বিশ্বাস করে(তা ক্রয় করে নেয়)। এরপর নাবী(সাঃ)এই আয়াতটি তিলাওয়াত করেনঃ “যারা আল্লাহর সঙ্গে কৃত প্রতিশ্রুতি এবং নিজেদের শপথকে তুচ্ছ মূল্যে বিক্রয় করে” –(সূরা আলে ইমরান ৭৭) [সহীহ বুখারী, পর্ব ৪২ : পানি সিঞ্চন, অধ্যায় ৫, হাঃ ২৩৫৮ ; সহীহ মুসলিম, পর্ব ১: ঈমান, অধ্যায় ৪৫, হাঃ ১০৯]

৪| ২৯ শে মে, ২০১৩ রাত ১১:১১

আমিভূত বলেছেন: অনেকদিন পর এলেন আপু !
পোস্টের সাথে সহমত এবং চেষ্টা করি করব মেনে চলার । আপনাকে ধন্যবাদ :)

৩০ শে মে, ২০১৩ রাত ১:১৮

তিথির অনুভূতি বলেছেন: কেন জানি মনে হল এই কথাগুলি অনেক সোজা কিন্তু মানা অনেক কঠিন ,
আমরা শুধু ধর্মের খারাপ দিকগুলি আর যেগুলি বিতর্কিত তা নিয়ে হুদাই
কেচকালি করি । কিন্তু যেসব বিষয় স্বচ্ছ জলের মত আর তা ছাড়া জীবনটা ভাবা
মানে তাঁকে এমন কঠিন দিকে নিয়ে যাওয়া যার কোন অর্থ নেই ।

তাই ভাবলাম আমার মত সহজ সরল মানুষের মেনে চলা জিনিসগুলি যদি কারো উপকারে লাগে।

৫| ৩০ শে মে, ২০১৩ রাত ১২:৩২

রাতুল_শাহ বলেছেন: ++++

কেমন আছেন?

৩০ শে মে, ২০১৩ রাত ১:১৯

তিথির অনুভূতি বলেছেন: বেশী ভাল নেই , খুব জ্বর যাচ্ছে ,
বাসার সবাই এই জ্বরে কুপোকাত ।
এমনকি আমাদের ফ্ল্যাটের বেশ সবাই ইই এতে ভুগছে ।।

দোয়া করেন যেন সুস্থ হয়ে যাই ।
আর ভাল লাগছে না

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.