নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একুশ

তানভীর তুষার

আসসালামু আলাইকুম।

তানভীর তুষার › বিস্তারিত পোস্টঃ

প্যালিনড্রোম (Palindrome)

০৬ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৭


প্যালিনড্রোম (Palindrome)
আমারা অনেকেই শব্দটার সাথে পরিচিত। আবার কেউ কেউ আছি যারা একেবারে জানিই না যে এই Palindrome জিনিষটা আসলে কি?
প্রথমেই চলুন পরিচিত হয়ে নেওয়া যাক। Palindrome বলা হয় সেই শব্দগুলোকে যেগুলো সোজা বা উলটো অর্থাৎ সামনের দিক এবং পেছন দিক থেকে পড়লে একই শব্দ হয়।

উদাহরণঃ
চলুন বিষয়টা একটু উদাহরণের সাহায্যে পরিস্কার হয়ে নেওয়া যাক। Palindrome এর সবচাইতে ছোট্ট এবং সহজ উদাহরন গুলো হচ্ছে MOM. এমনই আরেকটা শব্দ হচ্ছে DAD.
তিন অক্ষরের এমন অনেক শব্দই আমরা মন দিয়ে চিন্তা করলে খুঁজে পেতে পারি। আর একটু বড় সবচাইতে Common word টা আমার মনে হয় MADAM! এই ম্যাডাম ওয়ার্ডটা Palindrome এর উদাহরণ স্বরুপ সবচাইতে বেশী ব্যাবহৃত হয়।
চমৎকার আরেকটি Palindrome হচ্ছে RACECAR.

Palindrome যে শুধু একটা মাত্র শব্দ দ্বারাই সম্ভব, এমনটা ভেবে ফেলা কিন্তু ভূল হচ্ছে। আপনার এই ধারণা দূর করার জন্য প্রথমেই বলতে চাচ্ছি চমৎকার আরেকটি Palindrome, “Taco cat”
এখানে Taco এবং cat আলাদা শব্দ হলেও তারা পরপর বসে তৈরী করেছে “TACOCAT” যা একটি Palindrome এর উদাহরণ।
এবার আসা যাক চোখ ধাঁধানো Palindrome এর আলোচনায়। যেখানে শুধু একটি বা দুটি শব্দ নয়, বরং পুরো বাক্যটাকেই সাজিয়ে ফেলা হয়েছে একটি Palindrome এর ফর্মে।


যেমনঃ
"A man, a plane, a canal, Panama"


এমন আরো কিছু বাক্য আপনি পেতে পারেন। যেমন,

"Was it a cat i saw?"

"No 'X' in Nixon"


আপনি চাইলে দুষ্টমি করে Palindrome এর ভাষায় বলতেও পারেন
“Madam, I’m Adam”

বাংলায় Palindrome:
ইংরেজী সাহিত্যের বহুল আলোচিত একটা টপিক,এটা যেমন সত্যি, তেমনি এমনটাও ভাবার কোনো সুযোগ নেই যে এটি কেবলমাত্র ইংরেজী সাহিত্যের একক সম্পদ। বাংলা ভাষার জটিল ধর্ম এং কার ও ফলা এর ব্যাবহারের ফলে বাংলা ভাষায় Palindrome তৈরী করা অনেকাংশেই কঠিন। তবুও বাংলায় তুলনামূলক সবচেয়ে সহজ Palindrome গুলো হচ্ছেঃ
মামা
চাচা
ফুফু
মারমা
সরস
জলজ
কথক
নয়ন

ইত্যাদি।
বাংলা ভাষার জটিল Palindrome গুলোর মধ্যে সবচাইতে প্রধান হচ্ছে “রমাকান্তকামার”
আচ্ছা, ভেবে বলুন তো সবচেয়ে বেশি প্রচলিত একটা বাংলা বড় Palindrome কি হয়ে পারে?
উত্তরঃ নবজীবন

ইতিহাসঃ
অনেকেই ভেবে থাকতে পারেন যে Palindrome এর মতো একটা কঠিন জিনিষ নিশ্চয় গত শতাব্দীর আবিস্কার। কিন্তু ভাবতে অবাক লাগলেও সত্যি এটাই যে Palindrome নতুন কিছু নয়। চৌদ্দ'শ বছর আগের কুরআনেও Palindrome এর ব্যাবহার পাওয়া যায়। তবে Palindrome এর ব্যাবহার তার চেয়েও প্রাচীন। এর উদ্ভাবনের বর্তমান দাবিদার Herculaneum. Herculaneum এর দেয়াল লিখায় একদল গবেষক প্রথম প্রাচীন Palindrome খুঁজে পায়। উৎফুল্ল গবেষকগণ এই নতুন আশ্চর্যের নাম দেন Sator square. ল্যাটিন ভাষায় লিখিত এই Palindrome টি ছিলো
"Sator Arepo Tenet Opera Rotas"

মজার ব্যাপার হচ্ছে লিখাগুলো যেমন ডান থেকে বায়ে পড়া যায়, ঠিক তেমনি উপর থেকে নিচে শব্দ গুলো একই ভাবে পড়া সম্ভব!


Palindrome দ্বারা সাজানো একটি সুন্দর ল্যাটিন ধাঁধাও আছে!
"In girum imus nocte et consumimur igni"
(আমরা রাতে ঘুরে বেড়াই, আলো দেখলে মারা যাই)

কিছু শব্দগত Palindrome এর উদাহরহণ হচ্ছে

redivider,
noon,
civic,
radar,
level,
rotor,
kayak,
reviver,
racecar,
redder,
madam,
refer.


কিছু বাক্যগত Palindrome এর উদাহরহণ হচ্ছে

"Rats live on no evil star"
"Live on time, emit no evil"
"Step on no pets"


**মজার ব্যাপার কি জানেন?
কিছু বিখ্যাত ব্যাক্তি আছে যাদের নাম স্বভাবতঃ Palindrome
যেমন, কম্বোডিয়ার প্রধান মন্ত্রীর নাম ছিলো Lon Nol
জাপানের বিখ্যাত ঔপনাসিক Nisio Isin কে চেনেন তো?

বলতে হবে এদের বাবা মা, সন্তানের আকিকা করার চাইতে নামকরণে বেশি গুরত্ব দিয়েছেন, কি বলেন?
আর যাদের বাবা মা দেন নি, তারা কি করবে? চিন্তা নেই, উপায় হচ্ছে নাম পরিবর্তন!
হু, এমন কছু ক্রেইজি পিপলও আপনি খুঁজে পাবেন যারা Palindrome করার জন্য নিজের নামটাই পালটে নিয়েছেন!
যেমনঃ অভিনেতা Robert trebor এবং Steve evets. ভোকালিষ্ট Olasalo
এমন পাগলের তালিকায় আছে মনোবিজ্ঞানী Revilo P oliver এর নামও। আর একটু খুঁজলেই আপনি এই তালিকায় নৃত্যশিল্পী Sara Baras কেও খুঁজে পাবেন।

লেখকঃ তানভীর আহমেদ তুষার

তথ্যসূত্র: wikipedia
লেখকের ব্লগ


মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৮

দ্গ্রাহা বলেছেন: ইন্টারেস্টিং! সূরা মুদ্দাসসির (৭৪) এর ৩ নং আয়াতে প্যালিন্ড্রোম আছে শুনেছি। আল্লাহ ভালো জানেন।

০৬ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১২

তানভীর তুষার বলেছেন: ধন্যবাদ ভাই। শুধু সূরা মুদ্দাসসির (৭৪) এর ৩ নং আয়াতেই নয়, পবিত্র কোরআনের বহু জায়গায় এই প্যালিনড্রোম ব্যাবহৃত হয়েছে। আশা আছে শুধু কোরআনের ব্যাবহৃত নিয়ে আলাদা একটা লিখা লিখবো। দোয়া করবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.