নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হেথায় কিছু লিখব বলে চায় যে আমার মন, নাই বা লিখার থাকল প্রয়োজন - মোজাম্মেল হোসেন ত্বোহা - https://www.facebook.com/tohamh/

মোজাম্মেল হোসেন (ত্বোহা)

আড়াই বছর বয়স থেকেই লিবিয়াতে পড়ে আছি - প্রথমে মিসুরাতা, এরপর সিরত, এরপর আইএসের দখল থেকে বেরিয়ে ত্রিপলীতে। জীবন তিন জায়গাতেই সমান বৈচিত্রহীন। যেখানে মনের কথাগুলো খুলে বলার মতো কোন মানুষ নেই। তাই মাঝে মাঝে ছুটে আসি ইন্টারনেটে। নিজের না বলা কথাগুলো বলার জন্য অথবা অন্যের বলা কথাগুলো শোনার জন্য।

মোজাম্মেল হোসেন (ত্বোহা) › বিস্তারিত পোস্টঃ

লিবিয়া বিষয়ক কিছু মজার ছবি

১৯ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:০৮

শুক্রবার ১৭ই ফেব্রুয়ারি, লিবিয়ার বিপ্লবের প্রথম বর্ষপূর্তি উদযাপিত হল। ভাবলাম এই উপলক্ষে কিছু ছবি শেয়ার করি।





এটা তিথির (আমার বোন) ডিজাইন করা







এটাও তিথির







এটা তালহার (ছোটভাই) ডিজাইন করা







এটাও তালহার







এটাও। মূল ছবিটা কোথাকার সেটা নিশ্চয়ই বলে দিতে হবে না! :)







তবে ওটা এডিট করা হলেও এর কাছাকাছি ছবি বাস্তবেও আছে। যেমন:







এটাও অনেকটা একই







আর এটা হচ্ছে বর্তমান লিবিয়ার (বিশেষ করে সিরতের) বাস্তব চিত্র :)







এটাও এই মুহূর্তের জন্য উপযুক্ত। মোস্তফা আব্দুল জলিল (এনটিসির চেয়ারম্যান) এবং মাহমুদ জিবরীল (যুদ্ধকালীন এনটিসির প্রধানমন্ত্রী, পরবর্তীতে স্বেচ্ছায় পদত্যাগকারী) ব্যাগ গুছিয়ে চলে যাচ্ছে, আর ক্ষমতায় জেকে বসেছে অস্ত্র সজ্জিত ক্বাতারী সমর্থন পাওয়া আলী সাল্লাবী।







হেঃ হেঃ মন্তব্য নিশ্প্রয়োজন!







রইল বাকি দুই!







আমাদের এখন কী হবে!







লাল কালো সবুজের উত্সব







থ্রি হান্ড্রেড ...







সমূলে বৃক্ষ উত্পাটন ...







গাদ্দাফী ট্যাংক







শীদ্দু জেরদান! গাদ্দাফীর ভাষণেরই অংশ। অর্থাত্ ইঁদুর ধর!







প্রথম কয়েকটা বাদে বাকি সবগুলো ছবিই ফেসবুক থেকে পাওয়া।

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:১৭

আমার মন বলেছেন: ছবি গুলো একেছে ভাল । :)

২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:৩১

মোজাম্মেল হোসেন (ত্বোহা) বলেছেন: হুম! ঠিক বলেছেন।

৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৪:৫৭

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো। ধন্যবাদ শেয়ারের জন্যে।

৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:২৮

মোজাম্মেল হোসেন (ত্বোহা) বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৫| ০৪ ঠা এপ্রিল, ২০১২ বিকাল ৩:৫৭

জিয়া চৌধুরী বলেছেন: গাদ্দাফীর এমন পরিণতি কাম্য ছিলনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.