![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
টেও টেও টীও বাপের হোটেলে খাও নেটে ঘুইরা বেরাও কদাচিৎ পড়ার-টেবিলে যাও ;)
আমাদের কিছু মুক্ত মনারা ভাবে, যে কোন ধরনের নিচু ভাষায় গালি দিতে পারলেই আমি মুক্ত মনা আর পর নিন্দা ও গালির সম্মিলনে বিপক্ষকে ঘায়েল করার চর্চা করতে পারলেই রাজনীতিবিদ বা বুদ্ধি!জীবী!.. আমদের যে সকল ব্লগার এবং দেশের রাজনৈতিক ব্যক্তি ও বুদ্ধিজীবী সমাজের অধিকাংশ যারা আমাদের জাতীয় নেতাদেরকে নিয়েও এক পক্ষ অন্য পক্ষ কে বাজে বাজে মন্তব্য করি ও অপরকে ঘায়েল করার জন্য যে কোন অসভ্যতায় পুর্ণ নিচু ভাষার প্রয়োগ করি আমাদের সকলের এই নিচুতা ও শিক্ষিত(!) সমাজের বুদ্ধিবৃত্তিক চর্চা না করে অযাচিত ও মুর্খতায়পূর্ণ গালিতে একে অপরকে ঘায়েল এবং চামচামিতে ভরা মিঠা কথায় উপরওয়ালাকে খুশি করার মাধ্যমে অল্প পরিশ্রমে ভুরিভোজের হাজারো বছরের যে সংস্কৃতি আমাদের DNAতে প্রতিনিয়ত বয়ে চলছে তা বদলানোর কোন নমুনা আমাদের মাঝে পরিলক্ষিত হয় না। আমার মনে হয় আমরা এখানে এখনি নিজেদেরকে না বদলালে বিশ্ব দরবারে আমাদের হাজার বছরের বাঙ্গালীর ঐতিহাসিক নিচুতার যে ইতিহাস আছে এবং সেই ধারার DNA যে এখনো বয়ে চলছি তা কক্ষনো বদলাবে না!
আমরা বাঙ্গালীরা কুইক টেম্পার কিন্তু স্লো ব্রাইনের অধিকারী বলেই আমি মনে করি এবং ব্রিটিশরা তা জানত বলেই মনে হয় এবং আমাদের হাজার হাজার বছরের বুট লিকিং সভাবটার কথাত তৎকালে সারা পৃথিবীই জানত। তাইত ভারতে তাদের পদার্পন বঙ্গভূমের মাধ্যমেই শুরু হয়েছিল এবং অবাক করা বিষয় যে আমারা এখনো পর্যন্ত তাদের রানির অধিনেই(কমনঅয়েলথ ভুক্ত) আছি!
অতীত থেকে বর্তমান অবস্থা পর্যন্ত দৃষ্টি দিলে অন্তরে বিশ্বাস করতে পারিনা তবে আশা করি আমার সবাই একদিন উন্নত বাংলাদেশি(শুধু বাঙ্গালী নয়) চরিত্রে স্বাধীন স্ববৈশিষ্টে উদ্ভাসিত হব,কারো প্রভাবাধীন বৈশিষ্ট নয়। তার সূচনা আমাদেরকেই শুরু করতে হবে।আমাদের ব্লগারাই সেই পুরান চামচামি ও প্রতিহিংসা পরায়ন গালিগালাজপূর্ণ ধারাবাহিক বয়েবেড়ানোর DNA এর শৃঙ্খলটা ভাংতে পারব বলে আশা এবং তার শুরু এখান থেকে এখনই!
©somewhere in net ltd.