নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

৩২ পৃষ্ঠায় খড়, ৩৩ পৃষ্ঠায় অাগুন

টোকন ঠাকুর

কবিতা গল্প লিখি, ছবি আঁকি-বানাই, একাএকা গান গাই...

টোকন ঠাকুর › বিস্তারিত পোস্টঃ

কবেকার কলকাতা

১৭ ই আগস্ট, ২০১৩ ভোর ৪:৩৯

সেই হচ্ছে আমার 'কবেকার কলকাতা' যাওয়া, সম্ভবত মুন্নীরও। বায়েজীদ যেতে পারল না, 'নগর ভবন' ওর যাবার অনুমতি দেয়নি। সেটা কি ২০০২ সাল? সে-সময় নরেন্দ্র মোদির গুজরাতে হিন্দু-মুসলিম দাঙ্গায় প্রতিদিন মানুষ মারা যাচ্ছিল,আমেদাবাদে আগুন জ্বলছে, মানুষ পুড়ছে। আর কলকাতা ফুঁসছিল এপ্রিলের রোদে। ২৫ বৈশাখ সেবার জোড়াসাঁকোয় সারাদিন ডিং ডিং...ঢাকার সার্ক রাইটার্স কর্তৃপক্ষের প্রস্তাবে আমরা ৩ জন বাংলাদেশ থেকে তরুণ লেখক হিসেবে ফাউন্ডেশন অব সার্ক রাইটার্স, সাহিত্য আকাদেমির পক্ষ থেকে আমন্ত্রিত, ৮/১০ দিনের জন্যে। আবাসিক ছিলাম গোলপার্কের রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউটে। কবিতা পড়েছিলাম তেরাতলায়, জীবনতারা ভবনে। কবিতাপাঠ অনুষ্ঠানে সঞ্চালিকা ছিলেন নবনীতা দেব সেন। জয়দেব বসু, বিশ্বজিত পণ্ডা, রুপক ও মন্দাক্রান্তা সেন ওখানকার, শাহনাজ মুন্নী, মন্জুলিকা ও আমি। পরে বিভিন্ন 'চ্যাঙেলে' ইন্টারভিউ...

আকাদেমির পক্ষ থেকে কবি আরুণি চক্রবর্তীর সঙ্গেই গেলাম দেবেশ রায়, মহাশ্বেতা দেবীর বাসায়। সঙ্গে ছিলেন নবারুণ ভট্টাচার্য। বাপ্পাদিত্যর ছবি 'শিল্পান্তর' এর প্রিমিয়ার শোতে গেলাম গোর্কি সদনে। বেলুর মঠ, নন্দন...কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের এম এ শ্রেণির ছাত্রছাত্রী ও বাংলা বিভাগের অধ্যাপকেরা আমাদের সম্মানিত করেছিলেন--আরো অনেক প্রোগ্রাম ছিল সেই রোদের আগুনঝরা কলকাতায়। তবু কফিহাউস, তবু কলেজ স্ট্রিট, তবু দ্য হিন্দ সিনেমা হল, তবু রোমানিয়ান তরুণী সুগু ডানা, নিহার-ঝন্টুর হাজরার মোড়-ডায়মণ্ডহারবার-তবু সন্তোষপুর-শোভাদের বাসায় অন্ধকার মদ

এত তবু তবু তবু কেন? (তবু যেন যুগ শেষই হয়না!)

তবু মহান ফেসবুক যুগে এসে ফের আরুণি দাকে পেলাম। জানালাম, সে-সব অনুষ্ঠানের ছবি-টবি আছে? আপাতত দু'তিনটি তিনি ছবি পাঠিয়েছেন। আরুণি দা, আপনাকে ভালোবাসা জানাচ্ছি...

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.