নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

৩২ পৃষ্ঠায় খড়, ৩৩ পৃষ্ঠায় অাগুন

টোকন ঠাকুর

কবিতা গল্প লিখি, ছবি আঁকি-বানাই, একাএকা গান গাই...

টোকন ঠাকুর › বিস্তারিত পোস্টঃ

মনের মানুষ, মেন কবি

১৮ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:১৭



কুষ্টিয়া'র ঘোড়াঘাট থেকে নৌকায় গড়াই পার হচ্ছিলাম। একটু চুপচাপ সময় গেল, নৌকোও এগুলো। তারপর, নৌকার মাঝি নিজ থেকেই প্রশ্ন করেন, 'কোনে যাবেন? শিলেদা কুটিবাড়ি?'

আমি বলি, 'হ্যাঁ, কুঠিবাড়ি।'

মাঝি বলেন, 'ও ভাব দেকেই বুজা যায়, কিডা কোনে যাচ্চে।' এরপর মাঝি তার দ্বিতীয় প্রশ্ন করেন, 'ছেউড়ে গেছেন?'

বলি, 'সকাল থেকে তো ছেউড়িয়াতেই ছিলাম। ভাবলাম, শিলাইদহও ঘুরে যাই।'

ছেউড়িয়া থেকে ঘোড়াঘাট দুই কিলোও হবে না হয়তো। কিন্তু গড়াই পার হয়ে শিলাইদহ হয়তো আরো ১০ কিলো দূরে। যাই হোক, মাঝির নৌকা এগিয়ে চলে, আমাদেরও কথা থেমে যায়। কিন্তু কথা আসলে চলতেই থাকে, মনে মনে হলেও। এবার আমিই প্রশ্ন করি মাঝিকে , 'বলেন তো লালন ফকির আসলে কে?'

'লালন হচ্ছে মনের মানুষ।'

মাঝির ভাবময় উত্তর শুনে, ঘাড় ঘুরিয়ে তাকাই। ভাবলাম, জমিদার রবীন্দ্রনাথ সম্পর্কে এই মাঝির পার্সেপশন কি হতে পারে? সুতরাং প্রশ্ন করা ভালো, 'রবীন্দ্রনাথ ঠাকুরকে আপনার কি মনে হয়?'

কুষ্টের একসেন্টে মাঝির সহজ উত্তর, 'সে আমার অঞ্চলের মেন কবি'

তরী কিনারে ভিড়ল...



মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৮ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:১৯

পরিবেশ বন্ধু বলেছেন: মেন কবি , সুন্দর লেখা
শুভকামনা কবি

২| ১৮ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:২১

যাদব সূত্রধর বলেছেন: লেখাটা ভালো লাগলো।

চলবে নাকি ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.