নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

৩২ পৃষ্ঠায় খড়, ৩৩ পৃষ্ঠায় অাগুন

টোকন ঠাকুর

কবিতা গল্প লিখি, ছবি আঁকি-বানাই, একাএকা গান গাই...

টোকন ঠাকুর › বিস্তারিত পোস্টঃ

নবাব যখন চাকর...আনোয়ার হোসেন

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৩৭

নবাব সিরাজুদৌলা চরিত্রে অভিনেতা আনোয়ার হোসেনকে দেখেছি। এর বাইরে বহুমুখি চরিত্রেও তাকে দেখেছি। তবে, পরবর্তীতে বেশির ভাগ ছবিতেই আনোয়ার হোসেন ছিলেন হয় হতদরিদ্র বাবা নইলে গরিব বড় ভাই। পেশায় বেতন না পাওয়া কেরানি। ফলে, তার বোন কিম্বা মেয়ে প্রেমে পড়ত ধনীর ছেলের সঙ্গে। তারপর, কাহিনীর এক বাঁকে তিনি হাজির হতেন মেয়ে বা বোনের ধনী প্রেমিকের বাসায়। তখন ছেলের বাবার সঙ্গে তার টক্কর লাগত। অপমানিত হবার চরিত্রই তিনি বেশি পেয়েছেন। চাকর চরিত্রও করেছেন, দেখেছি। মেয়ের বাবাকে তখন আনোয়ার হোসেন পরাজিত মানুষের মতো বলতেন, 'চৌধুরী সাহেব, আমরা গরিব হতে পারি, আমাদের ধনদৌলত না থাকতে পারে, কিন্তু আমাদেরও মন আছে, মানসম্মান আছে। আজ যে অপমান করে আমাকে (ও আমার মেয়েকে/বোনকে) আপনি তাড়িয়ে দিলেন, আমি চলে যাচ্ছি। তবে যাবার আগে বলে যাই, আপনার এই প্রাচুর্যের অহঙ্কার একদিন ভাঙবে। ...আয় মা আয়...' বলে মেয়েকে বা 'আয় শিউলি আয়' বলে বোনকে নিয়ে চৌধুরী সাহেবের বাড়ি থেকে বের হয়ে যেতেন আনোয়ার হোসেন।



নবাব ক্যারেক্টারটা এত দর্শকনন্দিত, শেষটা চাকর, কেরানি, অলওয়েজ হতদরিদ্র। কেন? জানি না। আমি তো এই দেখেছি।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৫৩

আনোয়ার ভাই বলেছেন: অভিনেতাকে পরিচালক যে চরিত্র দেয় তাই করবে।

২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:০১

টোকন ঠাকুর বলেছেন: ঠিক

৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:০৬

টোকন ঠাকুর বলেছেন: ছবিতে আনোয়ার হোসেন আছে মানেই একটা অন্তত হার্টএটাক আছে। হার্টএটাক তার হবেই। সে-সব ছবির পরিচালকরা কেন যে এটা করেছেন...

৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৩১

পরিবেশ বন্ধু বলেছেন: পদবি নয় তার আর্ট ছিল আসল
এমন শক্তিমান অভিনেতা আর আসবেনা ।।

৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:৪৮

বটের ফল বলেছেন: শক্তিশালি একজন অভিনেতা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.