নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

৩২ পৃষ্ঠায় খড়, ৩৩ পৃষ্ঠায় অাগুন

টোকন ঠাকুর

কবিতা গল্প লিখি, ছবি আঁকি-বানাই, একাএকা গান গাই...

টোকন ঠাকুর › বিস্তারিত পোস্টঃ

আহমদ ছফা প্রসঙ্গে

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৭

গাছের মধ্যে বটগাছ যেমন, যেমন পাহাড়কুলে হিমালয়, আমার কাছে 'বাঙালি মুসলমানের মন' 'যদ্যপি আমার গুরু' 'পুষ্প বৃক্ষ এবং বিহঙ্গপুরাণ' 'ওঁঙ্কার' 'একটি প্রবীণ বটের কাছে প্রার্থনা' 'একজন আলি কেনানের উত্থানপতন'সহ বিভিন্ন গ্রন্থের লেখক কিংবা 'ফাউস্ত' অনুবাদক চিন্তাশীল লেখক আহমদ ছফাও সেই মাত্রার। ছফা ভাইয়ের জীবনের শেষ এক যুগ খুব মেশামেশির সুযোগ আমার হয়েছে। তাঁর মতো করে বাংলাদেশ ও চৈতন্যে পিছিয়ে পড়া বাঙালি মুসলমান তথা এদেশের বৃহত্তর কৃষকশ্রেণি নিয়ে ভাববার মানুষ আমি আজও পাইনি বাংলাদেশে। প্রান্তিকবর্গের বা প্রধানত গ্রামীণ পর্যায়ের সংখ্যালঘুদের সামাজিক নিরাপত্তা নিয়ে তার ভাবনা বড্ড অকৃত্রিম, পরোপোকারি প্রতিবেশিসুলভ। নিপীড়িত-অধিকার বঞ্চিত পাহাড়ি আদিবাসীদের জীবন-নিশ্চয়তা নিয়ে তিনি তার মানবিক অবস্থান ব্যক্ত করেছেন। হ্যাঁ, আহমদ ছফার দৃষ্টিভঙ্গি নিয়ে অনেকেই দূর থেকে কূটতর্ক করে নিজেকে মৃদু পণ্ডিত হিসেবে চালান করতে চান, সে-সব দেখি..। তা নিয়ে আমার খেদ নেই। তা নিয়ে ছফারও কোনো খেদ দেখিনি, জীবদ্দশায়। আজিজ মার্কেট টু বাংলামোটর...।

নিজের লেখা গান 'ঘর করলাম না রে আমি সংসার করলাম না, আউল-বাউল ফকির সেজে ভেক নিলাম না' ছফা যে ভাঙা সুরে গাইতেন, রবীন্দ্রনাথের 'আমার সোনার বাংলা'ও ঐ একই সুরে গাইতেন, বাঁশিও বাজাতেন, বলতেন, রবীন্দ্রনাথ, নজরুল, লালন বা মোজার্ট, বাখ যেমন স্বতন্ত্র, ছফা-সুরও স্বতন্ত্র।

ছফার প্রায় সব বই-ই পড়েছি, বইগুলো প্রায় সবই ছফা-সাক্ষরিত। গল্প-কবিতা-প্রবন্ধ-উপন্যাসসমূহ। ছফার সঙ্গে তার সিনিয়র বন্ধু শিল্পী সুলতানকেও কাছ থেকে দেখেছি। ছফা, ছফাই, তিনি আহমদ ছফা। অন্তর জানে, পিতৃব্য-পুরুষ হিসেবে আমি তাঁকে লাভ করেছি।

২০০৩ সালে, ছফার মৃত্যুর পরের বছর আমার কবিতার বই 'ঝাঁ ঝাঁ ঝিঁ ঝিঁ' আমি তাঁকে উৎসর্গ করি। উৎসর্গপত্রে লিখেছি সেদিন:

"হজরত আহমদ ছফা--

ছফার কথাগুলো ঝুরি হয়ে নেমে গেছে মাটিতে মাটিতে

ছফা দাঁড়িয়ে আছেন মাঠের শিয়রে, প্রাচীন বটের মতো"



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.