নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

৩২ পৃষ্ঠায় খড়, ৩৩ পৃষ্ঠায় অাগুন

টোকন ঠাকুর

কবিতা গল্প লিখি, ছবি আঁকি-বানাই, একাএকা গান গাই...

টোকন ঠাকুর › বিস্তারিত পোস্টঃ

শিল্পী এস এম সুলতান সম্পর্কে শিল্পী কাজী আবদুল বাসেত

২২ শে অক্টোবর, ২০১৩ সকাল ৭:০৯

শিল্পী এস এম সুলতান সম্পর্কে শিল্পী কাজী আবদুল বাসেত



প্রশ্ন: এসএম সুলতান সম্পর্কে কিছু বলেন...

কাজী আবদুল বাসেত: সুলতান সাহেব তো অনেক কিছু করতেন। কোলকাতা আর্ট কলেজে দুই বছর পড়েছেন। তারপর কিছু করেন নাই। আমি যা জানি, উনি যা বলছেন--সোহরাওয়ার্দি (হোসেন শহীদ সোহরাওয়ার্দি) সাহেবের এক ভাই ছিলেন প্রফেসর (হাসান সাহেদ সোহরাওয়ার্দি)। উনিই সুলতান সাহেবকে পুষতেন। তারপর সেখান থেকে রাগ করে চলে যান পাকিস্তানে। পাকিস্তানে গিয়ে খাচরা পার্টি করতেন। পাকিস্তানে যখন ছবি আঁকা ধরেন তখন পাকিস্তানি এক আর্টিস্ট ছিল ওনার ওস্তাদ। তার নাম সাদেক আহম্মদ। তারা সুলতান সাহেবকে হেলফ করত। ওখানে হোটেলে থাকত। সেখান থেকেই কেমনে কি করে টাকা-পয়সা রোজগার করে খাচরা পার্টি করতেন। তারপর একটা বিরাট মালা গলায় দিতেন। শাড়ি-টাড়ি পরতেন। সুলতান সাহেব খুব সুন্দর বাঁশি বাজাতে পারতেন। তার সাথে পাঁচ-সাতটা বাঁশি ছিল। কখনো কখনো ধূতিও পরতেন। একটা পাঞ্জাবি পরতেন আল্লখাল্লার মতো। এটা পরে লন্ডন-আমেরিকা ঘুরে এসেছেন। উনি যা বলছিলেন, 'আমি এটা পরে ঘুরার সময় ইয়ং পোলাপানরা বলেছে 'ইয়ং সান্তাক্রুজ যায়।' এখানে এসে সোহরাওয়ার্দি উদ্যানে একটা মন্দির ছিল। এখন একটা পুকুর আছে সেখানে। কালিবাড়ি মন্দির। ওখানে পড়ে থাকতেন। একদিন আবেদিন সাহেব ( শিল্পাচার্য্য জয়নুল আবেদিন) বললেন, ওরে ধইরা নিয়া আসবা। ধইরা নিয়া জায়গা দিলেন আর্ট কলেজে। তখন আর্ট কলেজ ছিল সেগুনবাগিচায়। সেখানে আমি আর আমার এক বন্ধু একরুমে থাকতাম। তার পাশেই থাকতেন উনি। তাকে পয়সাপাতি তুলে দিয়ে পোলাপানরা হেলফ করত। পয়সাপাতি হাতে আসলেই সুলতান সাহেব নাই। গুলিস্তান থেইকা সিনেমা দেখে আসত খালি গায়ে ধূতি-আলখাল্লা পরে। এমন অনেক অদ্ভুত কাজ করতেন তিনি।

..........

(শিল্পী কাজী আবদুল বাসেত। বাসেত স্যার চারুকলায় অধ্যাপনা করতেন। আমরাও স্যার হিসেবে তাঁকে পেয়েছি। '৪৮ এ প্রতিষ্ঠিত জয়নুলের আর্ট স্কুল (আজকের চারুকলা) এর ফোর্থ বা '৫১ সালের ব্যাচের ছাত্র তিনি। বাসেত স্যার মারা গেছেন ২০০২ তে। সুলতান সম্পর্কে স্যারের একটা ইন্টারভিউতে (১৯৯৮) বলেছেন তিনি।)

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২২ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৫৫

জেনো বলেছেন: হাসনাতের 'সুলতান' বইটায় লাল মিয়ারে ভাল ধরছে। উনার মন্তব্য ভালা পাইলাম না। :(

২| ২২ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:১৯

প্রোফেসর শঙ্কু বলেছেন: জেনে ভালো লাগল।

৩| ২২ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৩১

তিক্তভাষী বলেছেন: অদ্ভুত জীবন-যাপন! 'সুলতান' বইটা পড়েছি। হারিয়েও ফেলেছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.