![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইতিহাসের ব্যর্থতা
এক ফেরিওয়ালার অাত্মজীবনী পড়তে গিয়ে দেখি-- এক জায়গায় তিনি লিখেছেন, 'ইতিহাস অামাকে জানবে অামি ইমিটেশন অাংটি-চূড়ি বিক্রেতা, কারণ, ইতিহাস ছদ্মবেশও ধরতে পারে না। ইতিহাসে অভিনেতা অানোয়ার হোসেনও নবাব সিরাজদৌলা।' ফেরিওয়ালার অাত্মজীবনী অামি এর অাগে পড়িনি কখনো! মজা পাচ্ছি। অাত্মজীবনীর অারেক পৃষ্ঠায় তিনি জানাচ্ছেন, 'অাংটি-চূড়ি বিক্রেতা ফেরিওয়ালা না হলে অামি কোন মুখে রাজনগর যাব? রাজনগরে গেলেও শেফালির শ্বশুরবাড়ির দেউড়িতে কীভাবে হাঁক দিয়ে ডাকব, এই, মা-বোনদের চূড়ি অাছে, ইমিটেশন অাংটি অাছে, মনের মতো গয়না অাছে...'
ফেরিওয়ালা খুব সহজেই তার মনের কথাগুলো বলেছেন অাত্মজীবনীতে, 'জানি, কাচের চূড়ি বিক্রি করার জীবন বেছে না নিলে কোনোদিনই অামি অার শেফালির হাত ধরে চূড়িগুলো পরাতে পারব না! অাঙুল ধরে অাংটি পরাতে পারব না!
ইতিহাস অামাকে যতই ফেরিওয়ালা বলুক, অভিনেতা উৎপল দত্ত কোনো ভাবেই মাইকেল মধুসূদন দত্ত নয়
২| ১৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:১১
ফারিহা নোভা বলেছেন: বাহ চমৎকার
©somewhere in net ltd.
১|
১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৩:৩৫
সাগর মাঝি বলেছেন: 'জানি, কাচের চূড়ি বিক্রি করার জীবন বেছে না নিলে কোনোদিনই অামি অার শেফালির হাত ধরে চূড়িগুলো পরাতে পারতাম না! অাঙুল ধরে অাংটি পরাতে পারতাম না!
ফেরিওয়ালার লিখা কথাগুলো সত্যিই আমাকে একটা পথ দেখালো। ভাবছি চেষ্টা করে দেখবো নাকি!!!
ধন্যবাদ ""ঠাকুর-দা"" মজার কাহিনী।