নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি তমাল। তমাল মানে তমাল বৃক্ষ! আমি বৃক্ষের মতোই সরল, সহজ এবং মোহনিয়। পেশায় একজন পুরঃ কৌশল প্রকৌশলী। কাজ করেছি দেশের স্বনামধন্য কোন এক দপ্তরে। বর্তমানে উচ্চশিক্ষার জন্য জার্মানীতে অবস্থান করছি। আমি ভালবাসি মানুষ,দেশ এবং পরিবেশ। ধন্যবাদ।

মুহাম্মদ তমাল

একুশ শতকের অদৃষ্ট,সুপথের সন্ধানী তবু পথভ্রষ্ট,পূর্নতায় হৃদয় সিক্ত,রজক জয়ন্তী পূর্ন বন্দি অবশেষে মুক্ত।

মুহাম্মদ তমাল › বিস্তারিত পোস্টঃ

জেনে নিন চীন সম্পর্কে অবাক করা ১০ টা তথ্যঃ

০২ রা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:২৫



চীন নিয়ে সব মানুষের আগ্রহের শেষ নেই। চীনাদের জীবনযাপন চলা ফেরা অন্যান্য দেশের চেয়ে একটু অন্যরকম। চীনারা অন্যরকম বলেই সবাই জানতে চায় তাদের সংস্কৃতি নিয়ে। আজ জেনে নিন চীন সম্পর্কে নতুন কিছুঃ

১. সম্প্রতি চীনা কর্তৃপক্ষ অনেক জায়গায় পাহারার জন্য কুকুরের পরিবর্তে রাজ হাঁস নিযুক্ত করেছে। কেননা রাজা হাঁস যাকে তাড়া করে সেই জানে এটার ক্ষিপ্রতা কেমন!
২. প্রতিবছর চীনে এক কোটি ত্রিশ লাখ শিশু গর্ভপাতের মাধ্যমে মেরে ফেলা হয়।
৩. বেইজিংয়ে ট্রাফিক জ্যামে ক্ষতির পরিমাণ ১১.৩ বিলিয়ন ডলার।
৪. বেইজিংয়ে বাতাস এতটাই দূষিত, যে প্রতিদিন এক প্যাকেট সিগারেটের খেলে যে ক্ষতি হয়, বেইজিংয়ের বাতাসে একদিন শ্বাসপ্রশ্বাস নিলে সেই পরিমাণ ক্ষতি হয়।
৫. টয়লেট পেপার প্রথম চীনে আবিষ্কৃত হয়েছিল শুধুমাত্র সে দেশের রাজা টয়লেটে ব্যবহার করবেন বলে।
৬. নাবালক ছেলেদের মূত্র দ্বারা সিদ্ধ করা ডিম খাওয়াকে পবিত্র কাজ মনে করা হয়
৭. সামরিক বাহিনীর অফিসারদের কোটে পিন দেয়া থাকে, যাতে তারা দাঁড়ানোর সময় মনোযোগ সহকারে দায়িত্ব পালন করেন। সামান্য হেলে পড়লেই পিন চামড়ায় গেঁথে যাবে!
৮. তারা সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহারকারীদের হাঁটার জন্য আলাদা লেন তৈরি করেছে।
৯. তারা এলিস ইন ওয়ান্ডার ল্যান্ড মুভিটা নিষিদ্ধ করেছিল এই কারণে যে, মুভিতে পশুপাখিরা মানুষের ভাষায় কথা বলতে পারে।
১০.পুলিশদের একটি নির্দিষ্ট উচ্চতায় হাত উঁচিয়ে রাখার ট্রেনিং দেয়া হয়।



তথ্য সুত্রঃ উইকিপিডিয়া

মন্তব্য ২০ টি রেটিং +৫/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৭

সুমন কর বলেছেন: ৪. বেইজিংয়ে বাতাস এতটাই দূষিত, যে প্রতিদিন এক প্যাকেট সিগারেটের খেলে যে ক্ষতি হয়, বেইজিংয়ের বাতাসে একদিন শ্বাসপ্রশ্বাস নিলে সেই পরিমাণ ক্ষতি হয়। -- ভয়ানক।

২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:০১

মুহাম্মদ তমাল বলেছেন: হ্যাঁ ভাই, বেইজিং না গিয়ে দেশে বসে বিড়ি টানা যুক্তিযুক্ত। :D :P

৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:০৫

বিজন রয় বলেছেন: দারুন তো!!
+++

৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:১০

মুহাম্মদ তমাল বলেছেন: ধন্যবাদ ভাই।। চীন পুরাই আলাদা। B-)

৫| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:২২

অরন্যে রোদন - ২ বলেছেন: চীনে ফেসবুক, টুইটার সহ সব ধরনের সোশাল নেটওয়াক নিষিদ্ধ তাহলে আলাদা লেনে কারা হাটে?

৬| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৩

Bangladeshi Moinul বলেছেন: অরন্যে রোদন - ২ বলেছেন: চীনে ফেসবুক, টুইটার সহ সব ধরনের সোশাল নেটওয়াক নিষিদ্ধ।

আমার চাইনিজ এক বন্ধু আছে। সে আমার ফেসবুক ফ্রেন্ডও!! তার টুইটার একাউন্টও আছে। চীনে ফেসবুক, টুইটার বন্ধ থাকলে, আমার বন্ধুটি কিভাবে ব্যবহার করে এগুলো?

৭| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৪৫

খোলা মনের কথা বলেছেন: চীন সম্পর্কে নতুন নতুন বিষয় জানতে পারলাম। ধন্যবাদ আপনাকে

৮| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:২৬

মুহাম্মদ তমাল বলেছেন: অরন্যে রোদন - ২ , আপনার উত্তর Bangladeshi Moinul ভাই দিয়েছে।। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।

৯| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:২৯

মুহাম্মদ তমাল বলেছেন: খোলা মনের কথা, ভাই আপনাকে অভিনন্দন। ভাল থাকবেন।

১০| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৩১

মুহাম্মদ তমাল বলেছেন: Bangladeshi Moinul, অনেক ধন্যবাদ। অনেক ভাল থাকবেন।

১১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:২২

নকশা মাকড়সা বলেছেন: চিনে ফেসবুক বৈধ নয়। কোন চাইনিজ ব্যক্তি ফেসবুক চালাতে পারে প্রক্সি সাইট ইউজ করে। বাংলাদেশেও ফেসবুক কিছুদিনের জন্য অফ রাখা হয়েছিল। ভিপিএন জাতীয় প্রক্সি ব্যবহার করলেই হয়।

১২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:২৭

নকশা মাকড়সা বলেছেন: আর সোশ্যাল নেটওয়ার্কিং এর জন্য চিনারা ফেসবুকের আদলে নিজস্ব ওয়েবসাইট বানিয়েছে। ওদের জনপ্রিয় সাইটগুলোর মধ্যে আছে
weibo.com
t.qq.com (Twitter like)
renren.com (Facebook clone)
kaixin001 (Facebook clone)
douban.com

১৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৪০

মুহাম্মদ তমাল বলেছেন: নকশা মাকড়সা,আপনার মূল্যবান তথ্যের জন্য ধন্যবাদ। শুভ সকাল।

১৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৭

নামে বইয়ের পোকা বলেছেন: তাইলে বেইজিং এ না গিয়া দেশে বইয়াসা বিড়ি খাওয়া ভালা! :P

১৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:০৪

মুহাম্মদ তমাল বলেছেন: নামে বইয়ের পোকা , আপনার সাথে আমি সহমত পোষন করছি। শুভেচ্ছা নিবেন।

১৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৫৮

এম মুক্তাদির বলেছেন: নতুন কিছু জানলাম। ধন্যবাদ।

১৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:০৩

মূল-উপদল বলেছেন: চীনে আছে শ খানেক শহর যেখানে হাই রাইজ বিল্ডিং, স্কুল, হাসপাতাল, শপিংমল ইত্যাদি সব কিছুই আছে কিন্তু কোন মানুষ থাকে না, এই গুলারে বলে ঘোস্ট সিটি, এইগুলা এরা বানিয়েছে কিসের কি জিডিপি বাড়ানোর জন্য নাকি, আমি অবশ্য এইসব অর্থনীতির ব্যাপার কম বুঝি। তবে যাদের টার্গেট করে এইগুলা বানাইছে তাদের এইখানে থাকার মত ইনকাম নাই।
চীনে আছে শ খানেক শহর যেখানে হাই রাইজ বিল্ডিং, স্কুল, হাসপাতাল, শপিংমল ইত্যাদি সব কিছুই আছে কিন্তু কোন মানুষ থাকে না, এই গুলারে বলে ঘোস্ট সিটি, এইগুলা এরা বানিয়েছে কিসের কি জিডিপি বাড়ানোর জন্য নাকি, আমি অবশ্য এইসব অর্থনীতির ব্যাপার কম বুঝি। তবে যাদের টার্গেট করে এইগুলা বানাইছে তাদের এইখানে থাকার মত ইনকাম নাই।

১৮| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:০৪

মূল-উপদল বলেছেন: মন্তব্য দুইবার এসেছে, দুঃখিত

১৯| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:১৬

মুহাম্মদ তমাল বলেছেন: এম মুক্তাদির , আপনাকে শুভেচ্ছা রইল। ভাল থাকবেন। :)

২০| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:১৯

মুহাম্মদ তমাল বলেছেন: মূল-উপদল, আপনার মূল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ। আপনাকে অভিনন্দন। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.