![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সন্তানের কাছে আমার একমাত্র প্রত্যাশা, ' মা 'সত্তার বাইরের যে আমি, তাকে যেন সে জানতে চেষ্টা করে। যদি সেই আমাকে সে ভালবাসে, তবে তাই হবে আমার শ্রেষ্ঠ পাওয়া......
আমার মেয়ের জন্মের আগে থেকেই আমি ভাবছি ওকে কি কি শিখাবো, কি কি দেখাবো। আর সব বাবা মায়ের মতোই আমি একজন সৎ, যুক্তিবাদী, মানবিক আর সাহসী সন্তান চাই। আর সবার মতোই আমি চাই সবচেয়ে সেরা কিছু দিতে ওকে। তবে নিঃসন্দেহে সেই চাওয়া অন্য অনেকের সাথেই মিলবে না। আমার ভালোমন্দের ধারণাটাই অন্যদের চেয়ে কিছুটা আলাদা। সে যাই হোক, আমার নানা বিষয়ের আগ্রহের কারনেই আমি আমার মেয়ের জন্যে এখন থেকে নানা জিনিস শিখছি। নানা ওয়েব সাইট দেখে লিংকগুলো সংগ্রহ করে রাখছি ওর জন্য। তো, এসব করতে করতেই মনে হলো, শেয়ার করি। সবার তো আমার মতো অফুরন্ত সময় হবে না যে ওতো ঘাটাঘাটি করবে।
( যখনই নতুন কিছু পাবো তখনই এই লেখা হালনাগাদ করা হবে। নিয়মিত। আর কেউ যদি বাচ্চাদের জন্য শিক্ষনীয় কিছু পান তাহলে দয়া করে এখানে ভাগাভাগি করলে তাও যোগ করা হবে )
১। চার থেকে ছয় বছরের শিশুদের জন্য অডিও-ভিডিও, এ্যানিমেশন ও টেক্সট সমন্বয়ে তৈরী করা হয়েছে বিজয় শিশু শিক্ষা। বাংলা, ইংরেজি বর্ণমালা, সংখ্যা, ছড়া, গল্প,
অনুশীলন সব মিলিয়ে শিশুদের জন্য আনন্দময় শিক্ষা।
Click This Link
২। অ তে অজগর আ তে আম না পড়িয়ে বর্ণমালার মাধ্যকে চারপাশের জগৎকে চেনানো জানানো গেলে খুব ভালো হতো, আমার বরাবরকার মত এই। মৎস্য-বর্ণমালা খুঁজে পেয়েছি আকষ্মিকভাবে। এমনিতে মাছ সম্পর্কে যে কোন কিছু জানার জন্য এই সাইটটা খুব ভালো। মাছের চাষ থেকে শুরু করে মাছের প্রকার, মাছ বিষয়ক বিভিন্ন সমস্যা ও সমাধান, এমনকে মাছের হরেকরকমের রেসিপি পর্যন্ত পাওয়া যাবে এখানে। খুবই ভালো লেগেছে আমার এই সাইটটা।
Click This Link
৩। বিডিনিউজের তো বাচ্চাদেরর জন্য চমৎকার একটা কাজ আছেই।
http://kidz-us.bdnews24.com/index.ph
৪। এই সাইটটা একটু বড় বাচ্চাদের অনেক কিছু জানার আর করার সুযোগ করে দেবে
http://childrenvoice.com/
৫। বাচ্চাদের জন্য সেক্স এডুকেশন খুব দরকার, তবে এমন উপায়ে যাতে তাদের কোমল মন এতে বিচলিত না হয়ে যায়। UBC র ফেসবুকে পোষ্ট করা এই ভিডিওটা দারুন। খুব কার্যকরও।
Click This Link
৬। কেবল কাগজ ভাঁজ করে করে পাখি, ফুল বানানোর মতো মজার ব্যাপার আর কি হতে পারে। ওরিগ্যামির শেখার কয়েকটা সাইট.......।
Click This Link
Click This Link
Click This Link
৭। বাচ্চাদের জন্য অনলাইন গল্পের ভান্ডার
https://www.istorybooks.co/
২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫১
রাজীব নুর বলেছেন: বাহ !
৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৭
আনমনে বলেছেন: সুন্দর উদ্যোগ
©somewhere in net ltd.
১|
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪৩
বিপুল কুমার বিশ্বাস বলেছেন: ভাল উদ্যোগ । ধন্যবাদ