![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ক্ষণিকের বন্ধুরা যখন আর থাকবেনা খুঁজে দেখো পাবে আমায় আমি সেই চিরচেনা..................।
১। যখন খুব ছোট ছিলাম, দু’চোখে অনেক স্বপ্ন ছিল। যাই দেখতাম সবই রঙিন লাগতো। পৃথিবীটা অসাধারণ লাগতো। খুব সাধারণ ব্যাপার গুলো অনেক আনন্দ দিতো। ভোরের সূর্য আমাকে আলোকিত করতো। রাতের তাঁরা আমার স্বপ্নের রসদ যোগাত। বৃষ্টি আমাকে পবিত্র করতো। পাখির গান আমাকে মুগ্ধ করতো। সেই সময়ের অনুভূতি গুলো ছিলো অসাধারণ, যখন বুক ভরে বাতাস নিতাম আর খোলা মাঠে হেটে বেড়াতাম। এখন আর এইসব আমাকে আনন্দ দেয়না। এখন আমি বড় হচ্ছি। আমি আর আগের সেই আমি নেই। অনেক বদলে গেছি। সেই সরলতা সেই কোমলতা আর আমার মাঝে নেই। আমি হয়ে উঠছি নিষ্ঠুর। আমার রঙিন পৃথিবী হঠাৎই যেন সাদাকালো হয়ে গেছে।
২। প্রতিদিনই আমি কিছু না কিছু শিখছি। স্কুলে , কলেজে , ভার্সিটিতে আমি শিখছি। প্রতিটা ধাপ পার হচ্ছি আর অনেক কিছু শিখছি। কিন্তু শিখছিনা যা আমার দরকার। ভালোবাসতে শিখছিনা, শ্রদ্ধাবোধ শিখছিনা, হারিয়ে ফেলছি মূল্যবোধ। নষ্ট করছি নিজেকে। শিক্ষা আমাকে পরিনত করেছে কর্পোরেট বিজনেস কর্পোরেশনের পা চাটা কুকুরে। মাথায় ঢুকিয়ে দিয়েছে অর্থ চিন্তা। আজ আমি পারিনা নিজের মতো করে চিন্তা করতে। আজ কোনো মানবিক সম্পর্ক আমাকে স্পর্স করেনা। আমি সব কিছুতেই লাভ ক্ষতির হিসাব করি। আমার চারপাশে আজ চাটুকারের দল। সবাই আমাকে নিয়ে খেলছে, যে যার মতো আমাকে বিক্রি করে নিজেকে উপরে টেনে তুলছে। আমি প্রকৃতিকে হারিয়ে ফেলেছি। আমি হয়ে গেছি নিঃস্প্রাণ।
৩। অনেকটা পথ পাড়ি দিয়ে এসে আজ আমি পেছনে ফিরে তাকালাম। এ জীবনে আমার অনেক প্রাপ্তি। কিন্তু বিনিময় টা? বিনিময়ে আমি কি কি দিয়েছি? কি কি হারিয়েছি? কেউ এই হিসাবটা করেনা। সমাজ আমাকে এই হিসাবটা করতে দেয়না। আমি হারিয়েছি নিজেকে, হারিয়েছি বন্ধুত্ব আর ভালোবাসা। হারিয়েছি নিজের প্রিয় শখ গুলোকে, স্বপ্নগুলোকে। নিজেকে আমি নিজেই শেষ করেছি। আজ একটা প্রশ্ন হঠাৎ করেই সামনে চলে আসলো। আসলেই কি আমি স্বাধীন? নাকি স্বাধীনতার ভাব ধরেছি? আমি কি সেই শিক্ষাটা পেয়েছি যেটা পেতে আমার এই ধরণিতে আগমন? আমি কি নিজের জন্য কিছু করেছি নাকি সমাজ যেটা চাচ্ছে তাই করছি? আজ আমি সুবিধা পেলে শত অন্যায় ও হজম করে ফেলি। শত অন্যায় দেখেও না দেখার ভান করি। আজ আমার সময় কাটে টিভি আর মনিটরের স্ক্রিনের দিকে তাকিয়ে থেকে। নিজেকে দেয়ার মতো সময়ের আজ আমার বড় অভাব। আমার সব সময়, শ্রম আর মেধা আজ ব্যায় হচ্ছে কোনো মাল্টিন্যাশনাল কোম্পানির প্রফিটের জন্য। তাদের ধ্বংসাত্মক পরিকল্পনা বাস্তবায়নের জন্য।
৪। এই যান্ত্রিক শহরে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। মাঝে মাঝেই মনে হয় চার পাশের এই ইট আর কংক্রিটের দেয়াল আমাকে নিঃস্তব্ধ করে দিবে। আমার চেনা শহরের সাথে এই শহরের কোনো মিল খুজে পাইনা। তবুও এই শহর ছেরে যেতে পারিনা। কারণ আমার যাবতিয় স্মৃতির সবই এই শহরকে নিয়ে। মাঝে মাঝে মনে হয় আমার মতো বুঝি এই শহরটাও নিস্তেজ, নিস্তব্ধ হয়ে যাচ্ছে।
৫। আমি দুঃখিত। আমি ক্ষমা চাচ্ছি। আমি আমার আত্মাকে ধ্বংস করেছি। নিজেকে আমি রুপান্তরিত করে ফেলেছি। সেই সহজ সরল ছেলেটাকে আমি হারিয়ে ফেলেছি। হারিয়ে ফেলেছি এই নোংরা পৃথিবীতে। আমার কাছে আজ আছে শুধু কিছু স্মৃতি। তার কিছু পবিত্র স্মৃতি। প্রিয় অনেক মুহূর্ত। প্রতিটা সেকেন্ড যাচ্ছে আর আমি হারিয়ে যাচ্ছি। বিলিন হয়ে যাচ্ছি সময়ের গভীর স্রোতে। কিন্তু আমি ভুলিনি যা আমি ছিলাম। আমি ভুলিনি আমার শুরুটা। আমি ভুলবো না আমার শেষটা। শুধু শেষ বারের মতো বলতে চাই আমি আমাকে খুব মিস করছি।
( বানানের ক্ষেত্রে কিছু ভুল আছে। অনিচ্ছাকৃত এই ভুল ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখলে খুশি হবো। পোস্টটা একই সাথে আমার ওয়েবসাইটে ও আমার ব্লগ সাইটে প্রকাশিত হয়েছে। এই ভাবনাগুলো একান্তই আমার ব্যক্তিগত। তাই বেশি সিরিয়াসলি নেয়া ঠিক হবেনা। )
কপিরাইটঃ বৃষ্টিবালক (http://bristibalok.co.cc )
১৬ ই মার্চ, ২০১০ দুপুর ১:০৪
সামিউর বলেছেন: থ্যাংক ইউ সোহান ভাইয়া কষ্ট করে পড়েছো বলে।
২| ১৬ ই মার্চ, ২০১০ রাত ১২:৩০
টেকি মামুন বলেছেন: ভালো লিখছেন ++++++
১৬ ই মার্চ, ২০১০ দুপুর ১:০৫
সামিউর বলেছেন: থ্যাংক ইউ নুমাম ভাইয়া।
৩| ১৬ ই মার্চ, ২০১০ রাত ১২:৪২
লালসালু বলেছেন: মাথার উপ্রে দিয়া গেল।
১৬ ই মার্চ, ২০১০ দুপুর ১:২৯
সামিউর বলেছেন: কেন মামু ? খুব কঠিন লাগে কি ?
৪| ১৬ ই মার্চ, ২০১০ রাত ১২:৪৭
কুঁড়ের বাদশা বলেছেন: খুবই ভালো হয়েছে
প্লাস
১৬ ই মার্চ, ২০১০ দুপুর ১:৩১
সামিউর বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া। তোমাকেও ++
তোমার নতুন পোস্ট কই ?
নতুন পোস্ট আসলে আমাকে খবর দিও।
৫| ১৬ ই মার্চ, ২০১০ রাত ১২:৫১
ডিডু বলেছেন: প্রতিটা ধাপ পার হচ্ছি আর অনেক কিছু শিখছি। কিন্তু শিখছিনা যা আমার দরকার। ভালোবাসাতে শিখছিনা, শ্রদ্ধাবোধ শিখছিনা, হারিয়ে ফেলছি মূল্যবোধ। নষ্ট করছি নিজেকে।
অসাধারণ একটি লাইন।
সামিউর তারপরও আমাদের পথ চলতে হয়। এটাই জীবন।
১৬ ই মার্চ, ২০১০ দুপুর ১:২৭
সামিউর বলেছেন: আসলেই এটাই জীবন।
কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ।
৬| ১৬ ই মার্চ, ২০১০ রাত ১:০১
বড় বিলাই বলেছেন: লেখাটা ভালো লাগল। প্রতি প্যারায় নাম্বার দেয়া কেন?
১৬ ই মার্চ, ২০১০ দুপুর ১:৩৪
সামিউর বলেছেন: এইটা আপু আমার স্টাইল। প্যারা করে লিখা এবং প্রতি প্যারায় নাম্বার দেয়া। ( তোমার বাঘের ছবির মতো আরকি!! :#> :!> ) কষ্ট করে পড়ার জন্য থ্যাংকস।
৭| ১৬ ই মার্চ, ২০১০ রাত ১:০৯
অতিথি পাখি বলেছেন: এর নাম বাস্তবতা। সুন্দর লিখেছেন আপনি!
১৬ ই মার্চ, ২০১০ দুপুর ১:২৬
সামিউর বলেছেন: থ্যাংক ইউ অতিথি পাখি।
কমেন্ট পেয়ে খুব খুশি হলাম।
৮| ১৬ ই মার্চ, ২০১০ রাত ১:১৬
স্বপ্নকথক বলেছেন: তোমার উপলব্ধি গুলো হয়তো আমাদেরও, কিন্তু এভাবে বলতে পারিনি...
অনেক সুন্দর লিখেছো।
১৬ ই মার্চ, ২০১০ দুপুর ১:২৪
সামিউর বলেছেন: স্বপ্নকথক ভাইয়া প্রথমেই দেরিতে রিপ্লায়ের জন্য আন্তরিক দু:খিত। ভুলটা অনিচ্ছাকৃত।
( ইলেকট্রিসিটি থাকেইনা প্রায় (
X# )
কমেন্টের জন্য বিশেষ ধন্যবাদ।
ভালো থেকো সব সময়।
৯| ১৬ ই মার্চ, ২০১০ ভোর ৪:৩৭
মাহমুদহাসান বলেছেন: sb]শিক্ষা আমাকে পরিনত করেছে করপোরেট কর্পোরেশনের পা চাটা কুকুরে। ঠিক বুঝলাম না করপোরেট করপোরেশন জিনিসটা কী!
আমি ভুলবো না আমার শেষটা। আমার শেষটা কি আমি জানি যে ভুলে যাব? সাহিত্যই বল আর আত্নকথনই বল আর প্রোগ্রামিংই বল, অযৌক্তিক কোন কিছুই গ্রহণযোগ্য না।
বানানের ব্যাপারে সচেতন হওয়াটা জনপ্রিয় হওয়ার চেয়ে অনেক বেশি জরুরি। ছবি দিয়ে দিলে বানান ভুল চোখে পড়ে না, কিন্তু যখন তুমি টেক্সট লিখছ, এটা চোখে পড়ে। ভালো লেখার প্রথম শর্ত হচ্ছে নির্ভুল শব্দ ও বাক্য।
তোমার এক্সপ্রেশনটা এখনও অপরিণত মনে হচ্ছে, বিশ্ববিদ্যালয় পড়ুয়া একজন ছাত্রের প্রকাশভঙ্গি আরও আকর্ষণীয় ও পরিণত হওয়া উচিৎ।.......জ্ঞান দিচ্ছি দেখে মন খারাপ করো না, নিন্দুক মানুষের সবচেয়ে বড় উপকারগুলো করে। তোমার পোস্টে প্লাস এই জন্যেই দিচ্ছি যে তুমি অন্যজনের তোলা ছবি শেয়ার করা বাদ দিয়ে নিজের অনুভূতি, সেটা যেমনই হোক না কেন, প্রকাশ করেছ। শুভ কামনা তোমার জন্যে যেন তুমি অনেক ভালো লিখতে পার।
১৬ ই মার্চ, ২০১০ সকাল ১১:৪৩
সামিউর বলেছেন: ভাইয়া বানান ভুলের ব্যাপারটা একেবারেই অনিচ্ছাকৃত। স্যরি। যতটুকু চোখে পরেছে এডিট করে দিলাম। আর ভালো একটা ছবিও এডিট করলাম।
আমি আমার সর্বোচ্চ ক্ষমতা সম্পর্কে জানি, শেষ পর্যন্ত কতটুকু যেতে পারবো সেই সম্পর্কেও আমার ধারণা আছে । সেই জন্যই ঐ লাইনটার ব্যবহার।
আর কর্পোরেট বিজনেসের কথা বললে বলবো বসুন্ধরা/ ট্রান্সকম/ জিপি এদেরকে দেখতে। আমি প্রধানত এদেরকেই বুঝাতে চেয়েছি। (কতটুকু পেরেছি এটা অবশ্য অন্য বিষয়।) অস্বীকার করলে অন্যায় হবে, আমাদের পড়াশোনা করানো হয়েছে এবং এখনও হচ্ছে টাকা কামানোর জন্য। কোন ডিগ্রিটা নিলে কত তারাতারি জবে প্রবেশ করা যাবে সব গার্জিয়ানই এই চিন্তা করে। তাদেরও কোনো দোষ নাই অবশ্য। আমদের সমাজটাই এমন। কে কতটুকু জানে তার থেকে কে কত টাকা উপার্জন করে তাই মূখ্য।
ব্লগে আমি জনপ্রিয় হওয়ার জন্য আসিনি। পোস্ট হিট করানোর কিছু তরিকা আমারও জানা আছে, কিন্তু আমি তা ব্যবহার করতে চেষ্টা করিনি কখনও। আমি আমার অপ্রকাশিত কিছু অনুভুতি ব্লগে প্রকাশ করি। আর কিছু ছোট গল্প লেখার দু:সাহসিক অপচেষ্টা করেছি। এগুলো কোনো সাহিত্য না। ঠিক আত্মকথনও বলা যাবেনা এগুলোকে। আর প্রোগ্রাম তো অবশ্যই না।
আমার চিন্তা ভাবনা গুলো বেশ বিক্ষিপ্ত আর অগোছালো। এগুলো প্রকাশ করার ভাষা আমি জানিনা। তাই কিছু বাক্যে ভুল থাকে। আমার যা কিছু লেখা সবই এই ব্লগের মাধ্যমে শুরু। ( আমি স্কুল, কলেজ বা কোনো পত্রিকা, ম্যাগাজিনে লেখার চেষ্টাও করিনি কখনও) একারণেও কিছু ভুল হ্য়। ভুল গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখলেই খুশি হবো।
অবশেষে পড়ার জন্য ধন্যবাদ। ভুল গুলো ধরিয়ে দেয়ার জন্য বিশেষ থ্যাংকস।
১০| ১৬ ই মার্চ, ২০১০ সকাল ১১:৫৪
ভাঙ্গন বলেছেন: সত্যি, সামিউরের এই সব বোধগুলো আমাদের আপাদমস্তক স্বার্থচিন্তায় মগ্ন থাকা মনকে একটুখানি হলেও আঘাত করেছে। আমিও সামিউরের মত করে সব পজিটিভ আশা করে চলি।
যেন একজন ভাল মানুষ হয়ে উঠতে পারি।
শুভ কামনা বোধহীন পৃথিবীতে এইসব শুভবোধের পরিচয়কে!
১৬ ই মার্চ, ২০১০ দুপুর ১:২০
সামিউর বলেছেন: থ্যংক ইউ ভাঙ্গন ভাইয়া সুন্দর একটা কমেন্টের জন্য।
খুব খুশি লাগতেসে আমার।
১১| ১৬ ই মার্চ, ২০১০ দুপুর ১২:৪৬
মাহমুদহাসান বলেছেন: হুমম। বুঝতে পেরেছি যে তুমি যথেষ্টই মন খারাপ করেছ। দেখ ভাইয়া, আমি তোমার কিছু ভুল ধরিয়ে দিয়ে দিয়ে যদি তোমার লেখার মান উন্নত করতে সাহায্য করি, তাতে দোষ কী? চিন্তা ভাবনা বিক্ষিপ্ত থাকে সৃষ্টিশীল মানুষের। এটা আশাজনক।...........আত্নকথন না বলার কোন কারণ নেই।..........তুমি লিখ। শোন, আমার কথা হচ্ছে, ছবি পোস্ট দিয়ে নিজের সৃষ্টিশীলতা নষ্ট করো না। লিখ, নিজের কথা, নিজের ভাষা, ভুল হোক না, একসময় শুধরে যাবে।........কর্পোরেট বিজনেস এর কথা যা বলতে চেয়েছ সেটা ঠিকই আছে, শুধু আমার আপত্তি 'কর্পোরেট কর্পোরেশন' বাক্যাংশটিতে। এটা আসলে কী অর্থ প্রকাশ করে?............কিছু ছোট গল্প লেখার দু:সাহসিক অপচেষ্টা করেছি............এই লাইনটা চমৎকার হয়েছে, প্রকাশ একসময় উন্নত হতে বাধ্য চেষ্টা করে গেলে।............আমি তোমাকে জনপ্রিয় হওয়ার কথাটা আসলে একটু খোঁচা দিয়েই বলেছি, যেন তুমি ভাল পোস্ট দাও। দেখ, তোমার চেহারার সাথে, তোমার গাম্ভীর্যের সাথে সহজবোধ্য কিছুই মানায় না, তুমি তোমার নিজের স্ট্যান্ডার্ডটা যেন নিচে না নামিয়ে আন, তাই বলেছি, মন খারাপ করো না।...........ঢাকায় তোমার সাথে দেখা হলে তোমাকে একটা বিশেষ কথা বলব জনপ্রিয় হওয়া নিয়ে, মজা পাবে। ভাল থেক আর প্রতিদিন একটা করে পোস্ট দিও, অবশ্যই লিখে। বানান ভুল অনিচ্ছাকৃত হলে, চেষ্টা করো এডিট করতে, প্রতি পোস্টের জন্যই। মনে রেখ, আমরাই যদি আমাদের ভাষাকে সুন্দর না রাখি, এটা আরও দ্রুত বিকৃত হয়ে যাবে। ..............তোমার জন্যে অজস্র শুভ কামনা।
১৬ ই মার্চ, ২০১০ দুপুর ১:১৮
সামিউর বলেছেন: ভাইয়া তোমার সাথে আমার অন্য রকম একটা সম্পর্ক। তোমার কথায় মন খারাপ করলে তো তোমাকে আগে রিপ্লাই করতাম না। ১ম সুযোগেই কিন্তু আমি তোমার কমেন্টের রিপ্লাই করেছি। সরি অন্য সবাইকে তাদের কারণ তাদের কমেন্টের জবাব দেয়ার আগেই ইলেকট্রিসিটি নাই হয়ে গেল।
সহজ করে পোস্ট দেয়ার একটাই কারণ, যতটুকুই লেখি তা যাতে পাঠক পড়ে বুঝতে পারে। প্রতিদিন পোস্ট এর ব্যাপারে বলতে হয়, আমি অখাদ্য দিয়ে সামু ভরাতে পারবো না
। তবুও মান সম্পন্ন লেখা লিখতে পারলে অবশ্যই পোস্ট দিবো। আর তুমি কিন্তু ঢাকায় এসে অবশ্যই কল করবা।
১২| ১৬ ই মার্চ, ২০১০ দুপুর ১:৩৮
মাহমুদহাসান বলেছেন: আমি অখাদ্য দিয়ে সামু ভরাতে পারবো না ...........গুড। অখাদ্য নয়, আজ যা ভাবলে, তাই অসাধারণ, প্রকাশ করো।...........অবশ্যই কল দিব। তুমি কি একটু নিউমার্কেট এলাকায় আসতে পারবে? আমি তোমাকে আগের দিন কল করে কনফার্ম করব সময় ও তারিখ।............একটা পোস্ট দিয়েছি, দেখ।
১৬ ই মার্চ, ২০১০ দুপুর ২:১৩
সামিউর বলেছেন: এইমাত্র কমেন্ট করে আসলাম ভাইয়া।
১৩| ১৬ ই মার্চ, ২০১০ বিকাল ৩:৪৬
হ্যামেলিন এর বাঁশিওয়ালা বলেছেন: আমার কাছে আজ আছে শুধু কিছু স্মৃতি। তার কিছু পবিত্র স্মৃতি। প্রিয় অনেক মুহূর্ত। প্রতিটা সেকেন্ড যাচ্ছে আর আমি হারিয়ে যাচ্ছি। বিলিন হয়ে যাচ্ছি সময়ের গভীর স্রোতে।
১৬ ই মার্চ, ২০১০ বিকাল ৫:৫৮
সামিউর বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া কষ্ট করে পড়ার জন্য।
১৪| ১৬ ই মার্চ, ২০১০ বিকাল ৫:৪১
মাহমুদহাসান বলেছেন: please come to my blog to read another interesting date-history from my earlier life.
১৬ ই মার্চ, ২০১০ সন্ধ্যা ৬:০৫
সামিউর বলেছেন: ওকে যাচ্ছি এখুনি...........
১৫| ১৬ ই মার্চ, ২০১০ সন্ধ্যা ৬:৫৭
জেরী বলেছেন: লেখাটা ভালো হয়েছে কিন্তু স্কুল বয়দের মত নাম্বার দিয়ে প্যারা লেখা দেখে হাসছি
১৬ ই মার্চ, ২০১০ রাত ৮:১০
সামিউর বলেছেন: কিসুই কওয়ার নাই...............। থ্যাংক ইউ জেরীপু।
১৬| ১৬ ই মার্চ, ২০১০ রাত ১০:৩১
কাঠের খাঁচা বলেছেন: আত্মকথন ভাল লাগল।
শুধু তোমার না সবারই একই অবস্থা। কেউ বলে কেই বলেনা।
+++++
১৬ ই মার্চ, ২০১০ রাত ১১:২৬
সামিউর বলেছেন: কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ কা খাঁ ভাইয়া।
ভালো থেকো সব সময়।
১৭| ১৬ ই মার্চ, ২০১০ রাত ১০:৪৫
রাজিব খান০০৭ বলেছেন: ভালো হয়েছে+++
১৬ ই মার্চ, ২০১০ রাত ১১:২৪
সামিউর বলেছেন: থ্যাংক ইউ রাজিব ভাই।
১৮| ১৭ ই মার্চ, ২০১০ দুপুর ১:০৩
মেহেরুবা বলেছেন: অনুভূতিগুলো এত সুন্দরভাবে প্রকাশ করেছো ভাইয়া! খুব খুব খুব ভাল লাগলো তোমার এই লেখাটা।
১৭ ই মার্চ, ২০১০ দুপুর ১:৫৯
সামিউর বলেছেন: থ্যাংক ইউ আপু।
আমার কষ্ট সার্থক হলো। এই ব্লগে আসাই হয় তোমাদের কয়েক জনের জন্য।
১৯| ১৭ ই মার্চ, ২০১০ রাত ১০:০৪
সকাল রয় বলেছেন:
দারুন লিখা
ভালো লাগলো
১৭ ই মার্চ, ২০১০ রাত ১০:৩৫
সামিউর বলেছেন: থ্যাংক ইউ সকাল রাত্রী।
২০| ১৯ শে মার্চ, ২০১০ সকাল ১১:৩০
এন১২৩ বলেছেন: ++++++
১৯ শে মার্চ, ২০১০ বিকাল ৫:০৭
সামিউর বলেছেন: থ্যাংকস।
কষ্ট করে পড়েছেন বলে খুব খুশি হয়েছি।
©somewhere in net ltd.
১|
১৬ ই মার্চ, ২০১০ রাত ১২:২৬
রাজসোহান বলেছেন: দারুন++++++