![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি তন্না। মূলত পড়তেই ভালোবাসি, মাঝে মধ্যে লিখিও। তবে বেশী লেখা হয় বিভিন্ন ওয়েব সাইটের কন্টেন্ট। যেমন বর্তমানে কাজ করছি shompurna.com এ।
আচ্ছা, কেউ কি বলবার পারেন যে ঢাকার আশেপাশে কোন খানে ম্যালা গুলা খেজুর গাছ আছে? এট্টু দরকার।
না, টাল হওনের জন্য না
যামু কাজে। একটা প্রোজেক্ট হাতে আছে, আর এট্টু খেজুরের ফ্রেস রস খাইতাম। এই যা!
কেউ বলতে পারেন? উপকার হয়। যে বলতে পারবেন, তার জন্য ভার্চুয়াল মিষ্টি বরাদ্দ থাকল। আর ফটোগ্রাফার হলে আপনেও সাথে যেতে পারেন, মজা পাইবেন নিশ্চিত।
২| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩৮
দূষ্ট বালক বলেছেন: আমার বাসায় একটা খেজুর গাছ আছ, কিন্তু রস খাওয়ার কোন ব্যবস্থা নেই। মানে গাছ কাটার লোক নেই
৩| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪৫
সুমন কর বলেছেন: আপনি তো আমার ছোটবেলার মামার বাড়ির কথা মনে করিয়ে দিলেন। তখন একদম ফ্রেশ খেতাম। এখন পাই না, খাই না!!!
৪| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪৬
ভারসাম্য বলেছেন: খেজুরের ফ্রেশ রস না খাওয়াই ভাল মনে হয় এখন। নীপাহ ভাইরাস!
৫| ১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:০২
নাহিদ তামিম বলেছেন: ভাই ম্যালা ম্যালা খেজুর গাছ থাকলেই রস পাবেন না কারন গাছ কাটার লোক এখন আর নাই, কেউ কষ্ট করে গাছ কাটতে চায় না। আমার দেশের বাড়ি যশোর, গত বছর বউ কে অনেক কষ্টে খাওয়াতে পারছি।
৬| ১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:০৯
মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: সত্যি যদি খেজুরের রসের পিয়াস থাকে তবে ফরিদপুর বা রাজবাড়ি চলে যান।
৭| ১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:১৩
মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: ছোটকালে আমার এক বন্ধু রাগাতাম এই বলে যে "চোর-চোট্টা খেজুরের গুড়,যত আছে সব ফরিদপুর"।
৮| ১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:২১
মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: সে সময় গোপালগন্জ ফরিদপুরের অন্তর্গত ছিল
৯| ১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:২৯
রসায়ন বলেছেন: পাটালি গুড় জ্বাল দিয়া খান
©somewhere in net ltd.
১|
১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩৭
মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: আজকের যেটা সংসদ ভবন,সেটার নাম ছিল খেজুর বাগান।সেখানে যেয়ে খোঁজ করতে পারেন।