![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি তন্না। মূলত পড়তেই ভালোবাসি, মাঝে মধ্যে লিখিও। তবে বেশী লেখা হয় বিভিন্ন ওয়েব সাইটের কন্টেন্ট। যেমন বর্তমানে কাজ করছি shompurna.com এ।
T20 Cricket World Cup 2014 এর এবারের আসরের আয়োজক বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আয়োজিত হচ্ছে বাংলাদেশেই। প্রতি বারের ন্যায় এবারও ক্রিকেট ওয়ার্ডকাপ উদ্ভোধনে আয়োজন করা হয় একটি কনসার্ট। তবে এই প্রথমবারের মতই কোন রকম সরাসরি উদ্ভোধনী অনুষ্ঠানের মত না করে আয়োজনটা ভিন্ন ভাবে করা হয়েছে। প্রথমে এটিকে সেলিব্রেশন কনসার্ট নামে বললেও সেটিকে পরে ওয়ার্ড কাপ এর উদ্ভোধনী অনুষ্ঠান বলা হয়েছে। এমনকি এতে কোন ক্রিকেট দলের উপস্থিতিও ছিল না!
আবার পুরো অনুষ্ঠানকে মূলত ভারতের থেকে আনা শিল্পীদের গানে ভরাবার চেষ্টা করা হয়েছে, চেষ্টা করা হয়েছে যথা সম্ভব বাংলাদেশী শিল্পীদের অপমান। কথাটা শুনে মনে হতে পারে যে যেন ইচ্ছা করেই তা করা হয়েছে। আসলে বাস্তবতা যা ছিল তাতে বলাই চলে যে ইচ্ছা করেই করা হয়েছে। পুরো অনুষ্ঠানের ইভেন্ট ম্যানেজমেন্টে ছিল ‘গ্রে’, যতদূর জানা যায় এটি ভারতীয় একটি প্রতিষ্ঠান। তারা বেশ কিছু অসঙ্গতি করেছে, যা থেকে মনে হতেই পারে যে তারা ইচ্ছা করে এই কাজ করেছে।
বাংলাদেশী শিল্পীদের দিয়ে কম গান গাওয়ানো, ভারতীয় শিল্পীদের দিয়ে বেশী গান গাওয়ানোর সাথে সাথে বড় একটি অন্যায় তারা করেছে বাংলাদেশী অন্যতম শ্রেষ্ঠ ব্যান্ড মাইলস্ কে নিয়ে। সব থেকে মজার বিষয় মাইলস এমনই এক ব্যান্ড দল, যাকে শুধু বাংলাদেশীরা নয়, ভারতীয়রাও মনে প্রাণে ভালবাসে! কিন্তু তাদেরই নাম ব্যবহার করে প্রচারণা চালিয়েও তাদেরকে স্টেজে উঠতে দেওয়া হয়নি। কিন্তু ভারতীয় বেশ কিছু নাম না জানা শিল্পীকেও জায়গা দেওয়া হয়েছে স্টেজে!
শাফিন ও তার ব্যান্ড মাইলস্কে স্টেজে না উঠতে দিয়ে এলআরবি (আইয়ুব বাচ্চু ও তার দল) কে দিয়ে ৩৮ মিনিট ধরে গান গাওয়ানো হয়েছে। এটি নিয়ে এলআরবির সাথে মাইলসের এক চোট অনলাইন কথাকাটাকাটি হয়েছে যা এখন সব খানে আলোচিত। এমনকি এ নিয়ে আইয়ুব বাচ্চু ও তার দল ছেড়েছেন BMBA।
আর এর পরই শাফিন তার ফেসবুক একাউন্টে প্রকাশ করেছেন একটি ভিডিও। যাতে তিনি বাংলাদেশের সামনে, বাংলাদেশের সংস্কৃতির জন্য, বাংলাদেশী স্বার্থের জন্য রেখেছেন কিছু প্রশ্ন। যা একবার হলেও আপনাকে ভাবাবে যে জাতি হিসাবে আমরা আমাদের সম্মানিত বেক্তিদের আসলেই সম্মান করতে পারছি কি না। নিচে ভিডিওটি দেওয়া হল।
আর এক পত্রিকাতে বাংলাদেশের সঙ্গীত অঙ্গনের এক উজ্জ্বল তারকা সাবিনা ইয়াসমিন বলেছেন, “এক কথায় বলব, সুপরিকল্পিত ভাবে দেশের শিল্পীদের ডেকে নিয়ে এ কনসার্টে চরম অপমান করা হয়েছে। অনেকটা গরু মেরে জুতো দান আর কি।”
আরও বিস্তারিত কিছু কথা পড়তে ক্লিক করুন ।
১৭ ই মার্চ, ২০১৪ সকাল ৭:৫৫
তন্না বলেছেন: সত্য কথা......
২| ১৭ ই মার্চ, ২০১৪ সকাল ৯:০৩
সীমানা ছাড়িয়ে বলেছেন: শাফিন যথার্থ বলেছেন।
১৭ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:০০
তন্না বলেছেন: হুমমম....
৩| ১৭ ই মার্চ, ২০১৪ সকাল ৯:২৪
শাহ আজিজ বলেছেন: অনুষ্ঠানের পুঙ্খানুপুঙ্খ জেনেই তো এরা সম্মতি দিয়েছিল , না ভারতীয়রা কৌশল করে এটা করেছে ! সাবিনা উপমহাদেশের এক অনন্য শ্রেষ্ঠ শিল্পী , তার বক্তব্যের লিঙ্ক দেওয়া উচিৎ ছিল । সময়নুবরতিতা এক ভিন্ন বিষয় যা পালন করা কঠিন একটি কাজ বিশেষ করে বাংলাদেশের মাটিতে । এজন্য আয়োজকরা তাদের তত্তাবধানে গায়কদের আনার ব্যাবস্থা করেছিল কিনা। শিডিউলড গায়ক না এলে এটাই নিয়ম অনুষ্ঠান চালিয়ে নেবার জন্য চলতি শিল্পীকে দিয়ে গান গাইয়ে নেবার । গ্রে ভারতীয় নয় ব্রিটিশ ব্যাকড প্রতিষ্ঠান । নিজেদের খুঁটিনাটি আচরন বিস্লেশন করলে ভালো হয় , এই আচরন ভবিষ্যতের কোন আন্তর্জাতিক আয়োজন থেকে আপনাদের দূরে রাখবে । শাফিনকে বুঝতে হবে এটা ফরিদপুরের মঞ্চের অনুষ্ঠান নয় যে দু ঘণ্টা পরে হাজির হলে চলবে ।
১৭ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:১০
তন্না বলেছেন: না, এমনটা হবে তা কারওই জানা ছিল না।
সাবিনা ইয়াসমিনের কথার লিংক: Click This Link
শাফিন ও তার দল ঐখানে দুপুরের পর থেকে উপস্থিত ছিলেন, তারা আগে থেকে সব কিছু সেটআপ করে বিভিন্ন যন্ত্রপাতি টেষ্টও করেছেন আগে। আর আইয়ুব বাচ্চুর যখন ওঠার কথা, তার আগেই শাফিনের ওঠার কথা। আইয়ুক বাচ্চু যখন উঠেন, তখন শাফিন স্টেজের সিড়ির পাশেই ছিল। সময়নুবর্তিতার কথা কেন বলছেন জানি না।
আর শাফিন এমন একজন শিল্পী যে শুধু ফরিদপুরে অনুষ্ঠান করে না। বিশ্বের বিভিন্ন দেশে শাফিন গান করে, যাদের শুধুমাত্র ভারতে এত পরিমানে ফ্যান রয়েছে যা দেখে ভারতের বিভিন্ন শিল্পীই হিংসা করে....
যাই হোক, আপনার মত চোখে পর্দা ওয়ালা ভারত প্রেমী (খুব সম্ভবত আপনি ভারতীয়) কখনোই আসল কথা বুঝবে না। উপরের লেখায়, শাফিনের বক্তব্যে বা ঐ লেখার লিংকে কোথাও কিন্তু ভারতকে কোন দোষ দেওয়া হয়নি।
৪| ১৭ ই মার্চ, ২০১৪ সকাল ৯:৪৪
সীমানা ছাড়িয়ে বলেছেন: @শাহ আজিজঃ আপনার কথাবার্তা তো খাটি ভারতীয় চামচা টাইপ। এত বড় ঘটনার পরেও আপনি বাংলাদেশের শিল্পীদেরই দোষ দেখতে পারছেন। ভারতীয় চামচামি করতে চাইলে বাংলাদেশী ব্লগে না এসে ভারতীয় ব্লগে গিয়ে যত খুশী চামচামি করেন।
১৭ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:১০
তন্না বলেছেন: দেশের মূল সমস্যা গুলার মধ্যে এই সব ভাদা গুলাই বড় সমস্যা।
৫| ১৭ ই মার্চ, ২০১৪ সকাল ১১:১৭
আবুল হাসান নূরী বলেছেন: শাফিন আহমেদকে ছাগু ট্যাগ করার আশংকা করছি।
১৭ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৩০
তন্না বলেছেন: সম্ভাবনা আছে
৬| ১৭ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৪৫
শাহ আজিজ বলেছেন: @সীমানা ছাড়িয়ে বলেছেন: @শাহ আজিজঃ আপনার কথাবার্তা তো খাটি ভারতীয় চামচা টাইপ। ##
ধন্যবাদ , মিরপুর স্টেডিয়ামের ৯০% পাকি পতাকাবাহী আর ম্যারি মি আফ্রিদি দের সাথে ট্যাগ করেননি এ জন্য আবারো ধন্যবাদ ।
চামচা বলবেন না বলবেন দালাল । ৭১ সালে ভারত-পাক যুদ্ধের চূড়ান্ত পরিনতি বাংলাদেশ নামক একটি স্বাধীন রাষ্ট্র । হায়া লজ্জাহীন সারমেয়দেরও কৃতজ্ঞতা থাকে , থাকেনা পাকি জারজের । ও পি কে বলবেন ডিকশনারিতে "ভাদা" পাওয়া গেল না তবে ভোদা পাওয়া গেছে ।
৭| ১৭ ই মার্চ, ২০১৪ দুপুর ১:০৫
শাহ আজিজ বলেছেন: তন্নী , আপনি শফিউল নামক কারো লিঙ্ক দিয়েছেন কিন্তু কোথাও শাফিনের বক্তব্য পাচ্ছিনা ।
শাফিন হাজির থাকার পরও কেন তাঁকে স্টেজে উঠতে দেয়া হয়নি তা আমাদের অজানা । ওরা কি ডাকেই চলে এসেছিল না এগ্রিমেন্ট এর আওতায় এসেছিল তাও অজানা । আমরা বাচ্চুর ব্যাবহার নিয়ে নিন্দা করেছি । শাফিন হটাত করেই হাজির এই এপিসোডে । শাফিন একটা মানহানি / শো কজ করলেই ল্যাঠা চুকে যায় । সাবিনার একটি ছবি ও খবর দেখলাম কিন্তু লেখক কায়দা করে পত্রিকাটির নাম বাদ দিয়ে ছেপেছেন তাতে খুব সমস্যা হচ্ছে কারা ছাপিয়েছে , এটা জানতে ।
উপরের লেখা আপনার বা শাফিনের নয় , শফিউলের । কিন্তু কমেন্টের বিপরীতে তো পাণ্ডিত্য ঝরে পড়ছে । কোথাও ভাদা শব্দের প্রতিশব্দ পেলাম না , বানান ভুল করেছেন
৮| ১৭ ই মার্চ, ২০১৪ দুপুর ২:৩৯
শোভ বলেছেন: দোষ আমাদের আমরা ভারতের সব কিছু গো গ্রাসে গিলি , আমরা টিভিতে ভারতের সিরিয়াল দেখতে পছন্দ করি। বাংলাদেশের মহিলারা ভারতের সিরিয়ালে এমন ভাবে মশগুল থাকে যে বাচ্চা কে ফিডারে দুদ খাওয়ানোর সময় ফিডার মুখে না দিয়ে পাযু পথে ঢুকিয়ে দেয়। আর একটা কথা বলি আসুন একজায়গায় শাফিন, আয়ুব বাচ্ছু, বাপপা কে দিয়ে গানের আয়োজন করি আর এক জায়গায় এ আর রহমানদের দিয়ে গানের আয়োজন করি "তন্না" আপনিই বলুন শ্রোতা কোথায় বেশী হবে ? আমাদের দেশের শিল্পিরা ওদের মানের গান গাইতে পারে ? আপনি বলতে পারেন আমরাকি শাফিন , হামিদের গান শুনিনা ? শুনি, কারন শুনতে হয় আর তো কেউ নেই । এখানে যদি ভারতের শিল্পীরা না আসতো তাহলে এতো টাকা দিয়ে টকিট কিনে কেউ শাফিন হামিনদের গান শুনতে আসতো না ।
৯| ১৭ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:০৪
শাহ আজিজ বলেছেন: শোভ বলেছেন: দোষ আমাদের আমরা ভারতের সব কিছু গো গ্রাসে গিলি##
চমৎকার বলেছেন শোভ ।
১০| ১৭ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:০৮
বেকার সব ০০৭ বলেছেন: @শাহ@ আপনি এক তরফা কথা বলতেছেন।
আমার জীবনে খেলা নিয়ে যত গুলো উদ্ভোধনী অনুষ্ঠান দখেছি এর মধ্যে, T20 Cricket World Cup 2014 এর উদ্ভোধনী অনুষ্ঠান ছিল সবচেয়ে ফালতু, এবং খারাপ। একটা দেশে উদ্ভোধনী অনুষ্ঠান হবার মানে হল দেশের সংস্কৃতিকে বিশ্বের সামনে তুলে ধরা কিন্তু, সেই উদ্ভোধনী অনুষ্ঠানে বাংলাদেশের সংস্কৃতির ''স'' দেখতে পেলাম না। দেখলাম ভারতীয় সংস্কৃতি।
আর হ্যা T20 Cricket World Cup 2014 এর উদ্ভোধনী অনুষ্ঠানে
সুপরিকল্পিত ভাবে দেশের শিল্পীদের ডেকে নিয়ে চরম অপমান করা হয়েছে।
আপনি দেখেন বেইজিং অলিম্পিকে ২০০৮ সালে তাদের দেশের সংস্কৃতিকে কি সুন্দর করে তুলে ধরেছে
১১| ১৭ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:১৫
শাহ আজিজ বলেছেন: এবার গ্রে মুখ খুলেছে এই লিঙ্কে দেখুন Click This Link
১২| ১৭ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:২৮
শাহ আজিজ বলেছেন: বেকার সব ০০৭ বলেছেন: @শাহ@ আপনি এক তরফা কথা বলতেছেন।
দেখব না কেন ? চীন আমার দ্বিতীয় আবাস । দেড় যুগ কাটিয়েছি ,উচ্চ শিক্ষা নিয়েছি , চাকুরি করেছি আর তার অনুষ্ঠান দেখবনা ?
ওদের প্রস্তুতি ভারতের চেয়ে উন্নত । ওদের এতো গ্রুপ বা দল আছে যা ভারতকে চ্যালেঞ্জ করতে পারে । ওদের তো আলাদা প্রতিষ্ঠান আছে এসব শেখানোর ।
আমাদের কি আছে যা দিয়ে স্বাধীনভাবে একটা অনুষ্ঠান করতে পারি ।
আমরা নিজের যোগ্যতা নিয়ে দ্বিধা বিভক্ত তাই ভারতীয় চামচা বলি যে সত্যি বলে । এখন দেখুন চীনা চামচা বানানো যায় কিনা আমাকে !!
©somewhere in net ltd.
১|
১৭ ই মার্চ, ২০১৪ সকাল ৭:৪১
সংগ্রামী বালক বলেছেন: যে দেশ গুণীদের সম্মান করতে জানেনা সে দেশে গুণীজন জন্ম নেয় না।