![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার এক শ্রদ্ধের স্যার বলেছিলেন এদেশে দুই শ্রেণীর মানুষের অভাব নেই। এক হচ্ছে ডাক্তার আরেক হচ্ছে শিক্ষক। এই কথার মহত্ত্ব সেদিন বুঝতে না পারলেও এখন কিছুটা বুঝতে পারি। এদেশের ফার্মাসির দোকানদার ডাক্তার, মেডিকেল এসিসটেন্ট ডাক্তার, পাশের বাসার চাচায় ডাক্তার,ময়নায় মায় ডাক্তার...ডাক্তার আর ডাক্তার...ঘরে ঘরে ডাক্তার। কিছু একটা হলেই দু-চারটে এন্টিবায়োটিকের নাম বলে দিতে মানুষের অভাব হবে না। আপনার বাসার এসি/রেফ্রিজারেটর/টিভি/ল্যাপটপ/এমনকি আপনার সাধের মোবাইল ফোনও যদি নষ্ট হয় সেগুলো কি আপনি নিজে মেরামত করেন নাকি এবিষয়ে যে দক্ষ তার কাছে যান?শখের বসে ছোট বেলায় ক্যালকুলেটর/ঘড়ি হয়তোবা খুলেছেন সেটাও না হয় বাদ দিলাম আপনার প্রচন্ড ইচ্ছা হল আপনার নষ্ট টিভি আপনি নিজে ঠিক করবেন কিন্তু এ বিষয়ে আপনার কোন ধারণাই নেই। তাহলে আপনার টিভি কি আপনা-আপনি ঠিক হবে? না আপনি ঠিক করতে পারবেন?পারবেন না। আপনি চাইলে নষ্ট টিভি ফেলে দিয়ে নতুন টিভি কিনতে পারেন অথবা মেরামত করিয়ে এনে ব্যাবহার করতে পারেন। কিন্ত কোন সচেতন মানুষ নিজের জীবন নিয়ে এ রিস্ক কখনোই নিতে পারে না। পন্য-দ্রব্য টাকায় মেলে জীবন মেলে না। আপনি রেজিস্টার্ড ডাক্তারের কাছে না গিয়ে নিজের ইচ্ছামত/অমুক-তমুকের কথায়/ ফার্মাসির ডাক্তারের :-p (দোকানদার)দোকান থেকে ওষুধ খেলে বিপদ তাতে না কমে উল্টো বাড়তে পারে।
আসুন নিজে সচেতন হই এবং অন্যকে সচেতন করি।
২| ০৫ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:৫৭
মোঃ শামীম আহমেদ (অনিক) বলেছেন: আপনাকে স্বাগতম
৩| ০৫ ই এপ্রিল, ২০১৭ রাত ১:০৬
অতঃপর হৃদয় বলেছেন: সুন্দর কথা বলেছেন।
৪| ০৫ ই এপ্রিল, ২০১৭ রাত ১:১৪
মোঃ শামীম আহমেদ (অনিক) বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ
৫| ০৫ ই এপ্রিল, ২০১৭ রাত ১:১৭
মোটা ফ্রেমের চশমা বলেছেন: সমাজের গুরুত্বপূর্ণ একটা দিক তুলে ধরেছেন। প্লাস।
৬| ০৫ ই এপ্রিল, ২০১৭ রাত ১:২১
মোঃ শামীম আহমেদ (অনিক) বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ
৭| ০৫ ই এপ্রিল, ২০১৭ সকাল ৮:৫০
মোস্তফা সোহেল বলেছেন: আমাদের নিজেদেরকেই সচেতন হতে হবে।
৮| ০৫ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:১৪
মোঃ শামীম আহমেদ (অনিক) বলেছেন: সচেতনতাই অনেক রোগ থেকে আমাদের দূরে রাখতে পারে
৯| ০৫ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৩২
শোভ বলেছেন: ভাই ভিজিটের আর মেডিক্যাল টেস্টের ভয়ে কেউ ডাক্তরের কাছে যেতে চায় না । আগে এই ভিতি দূর করতে হবে । কয়জন পারে বলেন ডাক্টারের ভিজিট দিতে ?
১০| ০৫ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:০৩
মোঃ শামীম আহমেদ (অনিক) বলেছেন: ইউনিয়ন/উপজেলা /জেলা সদর হাসপাতাল এমনকি বিশেষায়িত হাসপাতাল গুলোতেও অনেক কম খরচে স্বাস্থসেবা দেয়া হয়। অনেক ক্ষেত্রে বিনামূল্যে ওষুধও সরবরাহ করা হয়।
১১| ০৫ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:৩৬
ধ্রুবক আলো বলেছেন: কিন্ত কোন সচেতন মানুষ নিজের জীবন নিয়ে এ রিস্ক কখনোই নিতে পারে না। +++
এরকম একটা লেখার জন্য অসংখ্য ধন্যবাদ।
১২| ০৫ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৪৭
মোঃ শামীম আহমেদ (অনিক) বলেছেন: আপনাকে স্বাগতম
©somewhere in net ltd.
১|
০৫ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:৪৮
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ ভাল কথা বলেছেন ।