![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জ্বি!আপনি!!!হ্যা আপনাকেই বলছি...আপনি সচেতন হলে তবেই পরিবর্তন আসবে। কিছু কথা আর তার পেছনের বাস্তবতা....
ভুল চিকিৎসায় রোগী মারা গেছে...এমন নিউজ কম-বেশি আমরা সবাই দেখেছি। চিকিৎসার এই যে "ভুল" এই ভুলটা কে ধরছে?সাংবাদিক তথা মিডিয়া। তারা যদি চিকিৎসা সম্পর্কে এত ভাল জ্ঞান রাখেন তাহলে সাংবাদিকতা ছেড়ে দিয়ে ডাক্তার হয়ে যান। চিকিৎসা সম্পর্কিত যে কোন নিউজ করার আগে অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তারকে দিয়ে ভেরিফাইড করে অথবা তার পরামর্শ নিয়ে নিউজ করা উচিৎ। যে বিষয়ে তাদের কোন ধারনাই নেই, নূন্যতম চিকিৎসা বিজ্ঞানের জ্ঞানটুকু নেই তারা কি করে ভুল ধরেন।জন-মনে ডাক্তারদের নিয়ে বিরূপ ধারণা তৈরি করে কি লাভ? ভুলে যাবেন না ডাক্তাররা মানুষ ঈশ্বর নন। রোগ নির্মুলে তারা উছিলা মাত্র। জীবন দেয়া এবং নেয়া দুটোই স্রষ্টার হাতে। একজন ডাক্তার তার সারা জীবনে অর্জিত জ্ঞান দিয়ে সর্বাত্মক চেষ্টা করেন রোগীকে সুস্থ করতে। তাই ভুল তথ্য অথবা মিথ্যা তথ্য দিয়ে বিভান্ত্রি ছড়াবেন না।চিকিৎসা ক্ষেত্রে এদেশের ডাক্তারদের তো অনেক সাফল্য আছে...কই সেগুলো নিয়ে তো কোন রিপোর্ট হয়না। গঠন মুলক রিপোর্ট করুন।কোন কোন হাসপাতাল কি কি ধরনের সেবা দিয়ে থাকে, নতুন কি কি সেবা চালু হল এসব তথ্য দিন। মানুষের উপকৃত হবে।
ডাক্তাররা রোগীকে সময় দিতে চান না...একটি সদর হাসপাতালের ইন-ডোরের কথাই যদি ধরি সেখানে সীট সংখ্যা ২৫০ টি। রোগী ভর্তি থাকে ৪০০/৪৫০ জন। যারা সীট পান না তারা হাসপাতালের বারান্দায় শুয়েও চিকিৎসা নেন। এই যে অতিরিক্ত ১৫০/২০০ জন রোগী তাদের সেবার জন্য কিন্তু অতিরিক্ত লোকবল নিয়োগ করা হয় না। যে সময় ২৫০ জনকে দেয়ার কথা সেই সময় ৪৫০ জনকে দিতে গেলে অবশ্যই তারা হিমশিম খেয়ে যাবেন। ডাক্তাররা মানুষ ইঞ্জিন নয়। লোক-বলের অভাব সহ প্রয়োজনীয় যন্ত্রপাতি এবং অবকাঠামোগত অনেক ঘাটতি রয়েছে। সেটার দায়ভার কিন্তু ডাক্তারের না।
ডাক্তাররা কসাই...কলমের দুইটা খুচা দিয়ে কতগুলো টাকা নিয়ে নিল। প্রথম কথা কলমের এই দুই খুচা দেয়ার জন্য যে বিদ্যা অর্জন করতে হয় তার জীবনের কতগুলো বছর চলে যায় সেই খবর রাখেন?এম.বি.বি.এস- ৬ বছর (যেখানে বি.এস.সি/অনার্স করতে সময় লাগে ৪ বছর) সহ পোস্টগ্রাজুয়েশন করতে আরও ৪/৫ বছর লেগে যায়। আর এই ডিগ্রিগুলো অর্জন করতে কি পরিমান অমানুষিক পরিশ্রম করতে হয় কত বিনিদ্র রাত কাটাতে হয় বলে বুঝানো যাবে না। অনেক বছরের কষ্টের ফসল অনেক সাধনার ফল অই দুই মিনিট।
দ্বিতীয়ত, ফোন/টিভি/ফ্রিজ/বাইক/গাড়ি এসব ঠিক করার জন্য একবার হলেও মেকানিকের কাছে গিয়েছেন। কতটাকা নিয়েছিল মনে আছে?আরে ওসব তো যন্ত্রপাতি নষ্ট হলে ফেলে দিয়ে নতুন করে কিনে নিতে পারবেন। আর নিজের জীবন?নাকি এটার থেকে ওসব জিনিসে দাম বেশি। তাই ৫০০/- টাকা ভিজিট দিতে অনেক কষ্ট হয়। সুপ্রীম কোর্ট/ হাই কোর্টের আইনজীবীদের ফি কত জানেন?জানেন একজন সংগীত শিল্পীকে একটা কনসার্টের জন্য কত টাকা দিতে হয়? ডাক্তাররা মানুষ তারা বিল গেটস নন। তাদের পরিবার আছে আর্থিক স্বচ্ছতা তাদেরও প্রয়োজন। আর হ্যা একদিকে ডাক্তারদের কসাই ডাকেন...আরেক দিকে গাল ভরে গপ্প করবেন আমার ছেলেকে / মেয়েকে ডাক্তার বানাব।
ডাক্তারের উপর রোগীর আত্মী-স্বজনদের হামলা...কয়েক বছর আগের একটা ঘটনা মনে পড়ল। অপারেশন টাইমের আধা ঘন্টা পার হয়ে গেলেও ডাক্তার না আসায় রোগীর আত্মীয় স্বজন খাটি বাংলায় গোষ্ঠী উদ্ধার করা শুরু করছে। কিছুক্ষন পর ডাক্তার আসলেন এবং অপারেশন শুরু করলেন। সফল অপারেশনের পর তার এসিস্ট্যান্ট জিজ্ঞেস করল স্যার আজ দেরি হল যে। ডাক্তার সাহেব উত্তর দিলেন,"যে ছেলেটার অপারেশন হল ঠিক ওর বয়সেরই আমার একটা ছেলে ছিল।গত রাতে সে মারা গেছে...তাই জানাজা পড়ে আসতে দেরি হয়ে গেছে। " এরকম অনেক ঘটনা আছে সেগুলো আজ না বলি। আপনারা কার উপর হাত তোলেন?যে আপনার অসুস্থ বাবা-মাকে,ছেলে-মেয়েকে, ভাই-বোনকে দিন রাত জেগে সেবা করে তাকে? যে মেডিকেল স্টুডেন্ট রক্ত দিয়ে আপনার পরিবারের কারও জীবন বাঁচিয়ে ছিল তার কথা আপনি ভুলে গেছেন?কয়েক বছর পর ছেলেটি যখন ডাক্তার হল আপনার মত আরেকজন তার মাথা ফাটায় তখন কি আপনার লজ্জা লাগে?অপরাধবোধ কাজ করে?রানা প্লাজার কথা মনে আছে?মনে আছে সেদিনের সেই মেডিকেল স্টুডেন্টস আর ডাক্তারদের কথা?আমরা বড় অকৃতজ্ঞ জাতি।
উপজেলা লেভেলে একজন সরকারি আমলা যে সব সুযোগ সুবিধা ভোগ করেন ঠিক একই পদমর্যাদা সম্পন্ন ডাক্তার কি সেই সুবিধা পান?স্যাত স্যাতে রুম,বসার চেয়ারের অবস্থাও খারাপ,টেবিল ভাংগা,ফ্যান নষ্ট আরও কত কি এই হল একজন বিসিএস ডাক্তারের অফিস।সব পেশার মানুষই নিজেদের দাবি দাওয়া আদায়ে রাস্তায় নামতে পারে। একবার চিন্তা করেন সব ডাক্তার যদি কোন দিন রাস্তায় নামে শুধু মাত্র কয়েক ঘন্টার জন্য কর্মবিরতি দিয়ে। অসহায় রুগ্ন মানুষ গুলোর কি হবে ভেবে দেখেছেন?
অন্যরা অনেক কিছু পারলেও ডাক্তাররা পারে না। কারনঃ-
Physician's Oath
At the time of being admitted as a member of the medical profession:
I solemnly pledge myself to consecrate my life to the service of humanity;
I will give to my teachers the respect and gratitude which is their due;
I will practice my profession with conscience and dignity; the health of my patient will be my first consideration;
I will maintain by all the means in my power, the honor and the noble traditions of the medical profession; my colleagues will be my brothers;
I will not permit considerations of religion, nationality, race, party politics or social standing to intervene between my duty and my patient;
I will maintain the utmost respect for human life from the time of conception, even under threat, I will not use my medical knowledge contrary to the laws of humanity;
I make these promises solemnly, freely and upon my honor.
আসুন ভুল ধারণার বৃত্ত থেকে বের আসি...নিজে সচেতন হই এবং অন্যকে সচেতন করি। সকলের সুস্বাস্থ্য কামনা করছি।
২| ১২ ই মে, ২০১৯ দুপুর ১:৫৬
মোঃ শামীম আহমেদ (অনিক) বলেছেন: ধন্যবাদ ভাই! এজন্যই সত্যটা কি সেটা জানা দরকার ।
৩| ১২ ই মে, ২০১৯ বিকাল ৫:৩৬
মেঘ প্রিয় বালক বলেছেন: অতিরিক্ত টাকা নেওয়ার কারণে বাংলাদেশের ডাক্তারদের উপর জনগনের অনেক ক্ষোভ। যেমন:-আমার এক ফুফাতো বোন ভালো চিকিৎসার জন্য প্রতি ২ মাস পর পর ডাক্তার দেখাতে হয়,ওনার ব্লাডে হরমোণ সমস্যা। উওরা হাউবিল্ডিং ল্যাবএইড হসপিতালের একজন ডাক্তার (ডাক্তারের নাম বলছিনা) ওনি প্রতিবার একজন রোগীর জাস্ট ভিজিট করার জন্য ৬০০ টাকা নেন,এখন হয়তো বেড়েছে। আমার প্রশ্ন হলো?একজন মধ্যোম আয়ের রোগীর যদি ভিজিট পর্ব ৬০০ টাকা হয়,বাকী চেকআপা, ঔষুধ পএ গ্রামের বাড়ীতে ফিরে যাওয়ার ভাড়া সে কোথা থেকে জোগাড় করবে? একজন মধ্যেম আয়ের মানুষদের কাতারে আপনি নিজেকে রেখে এ কথাগুলো একটু ভাবুন! এ কাজগুলো কি ঠিক হচ্ছে ডাক্তারদের?? গরীবদের জন্য এ সমস্ত কতিপয় প্রাইভেট হসপিতালের ডাক্তাররা কোন ছাড় দেয় না।?এরা কি কসাই এর লাইনে পড়ে না?
৪| ১২ ই মে, ২০১৯ সন্ধ্যা ৭:৫৮
মোঃ শামীম আহমেদ (অনিক) বলেছেন: আশেপাশের দেশগুলোর তুলনায় এদেশে অনেক কম টাকায় রোগীরা চিকিৎসা সেবা পেয়ে থাকে। প্রাইভেট ক্লিনিকের সেবা যদি ব্যয় বহুল মনে হয় তাহলে সরকারি হাসপাতালে সেবা নেয়া যেতে পারে। সেক্ষেত্রে অনেক অল্প টাকাতেই হয়ে। আর বিভিন্ন চেক-আপের জন্য যে টাকা নেয় হয় সেটা ক্লিনিকের ব্যাপার ডাক্তার সে বিষয়ে নিরুপায় কারন তিনি সেটার মালিক নন চাকরি করেন মাত্র। ওষুধের দাম,গাড়ি ভাড়া এসব কি ডাক্তারের এখতিয়ারের মধ্যে পড়ে?আর গরীব রোগীদের ক্ষেত্রে ছাড় দেয়া হয় না এই কথা ভুল ।
৫| ১২ ই মে, ২০১৯ রাত ৯:২৪
মেঘ প্রিয় বালক বলেছেন: ভাই বলছেন সরকারী হসপিতালে যেতে। ভালো দিক নির্দেশ দিয়েছেন। সরকারী হসটিতালে মানুষ যতটুকু পারছে সুবিধা নিচ্ছে। একটা কথা মাথায় রাখবেন,বাংলাদেশ একটি মাধ্যম আয়ের দেশ, এ দেশে জনসংখ্যার বেশিরভাগ মানুষয়ি দিনে আনে দিনে খায় এমন টানাপোড়া অবস্হা। ধনী মানুষের সংখ্যা কম,যাদের একটা বিরাট অংশ আবার গরিবের রক্ত চুষে ধনী হয়েছে। আর রোগ ধনী গরিব সবারয়ি হয়। ধনীদের ভালো চিকিৎসা নিতে বোন সমস্যা নেই,তবে গরিবরা কি করবে?আমি আপনাকে আগেই বলেছি,নিজেকে একবার তাদের কাতারে দাড় করিয়ে দেখুন।।আমাদের দেশে একজন ডাক্তার একজন রোগীকে সর্বোচ্চ ৫/১০ মিনিট সময় দেয়। যদি খুব জটিল রোগী হয় তাহলে তার পেছনে হয়তো আর একটু সময় বেশি লাগে। কিন্তু ঐ ডাক্তারের নিকট স্মরণাপন্ন রোগীর শতকরা ৯৫ জনকেই ৫ মিনিট সময় দেয়। আর ৫ মিনিট সময়ের জন্যই সে ৬০০ কিংবা ১০০০ টাকা ভিজিট রাখে। যদি ৬০০ করেই ধরি তাহলে প্রতি ঘণ্টায় ৬০০০/- হাজার টাকা ইনকাম। একজন ডাক্তার যদি প্রতিদিন ৬ ঘণ্টা করেও চেম্বার করে (অনেক ডাক্তার তার চেয়ে অনেক বেশি করে) তাহলে তার প্রতিদিন ইনকাম হয় ৩৬,০০০/- হাজার টাকা। মাসে ১০,৮০,০০০০/- (দশ লক্ষ আশি হাজার টাকা) আর কত রকমের কমিশন যে আছে তার আর কে খবর রাখে।অবাক কাণ্ড।
একজন মানুষ তার পরিবার পরিজন নিয়ে ঢাকায় যদি খুব ভালো একটা এপার্টমেন্ট নিয়েও থাকে তাহলে তার ভাড়া ও খাবার খরচ সহ না হয় প্রতিদিন ১০ হাজার টাকা খরচ হয় তবে তো মাসে তাকে ৩ লাখ টাকা ইনকাম করলেই চলে।
তাহলে ডাক্তারদের এতো অধিক ফি আদায় কি মানুষের উপর যুলুম নয়? কেউ কেউ যে ডাক্তারদের কসাই বলে তাহলে কি এক্ষেত্রে ঐ ভাষার ব্যবহারটি সঠিক নয়?
কোথায় আমাদের বিবেক? কোথায় আমাদের মানবতার কল্যাণে শিক্ষার প্রয়োগ?
আর ভাই রাগ করবেন না,আপনি মনে হয় ডাক্তারী পড়ালেখা করতেছেন। যার কারণে কতিপয় কিছু কসাই ডাক্তারদের কসাইগিরির বর্ণনা আপনার চোখে ধরা পড়ছেনা।
৬| ১২ ই মে, ২০১৯ রাত ১০:৩১
রাজীব নুর বলেছেন: সব ডাক্তার টাকার জন্য হা করে থাকে না।
৭| ১২ ই মে, ২০১৯ রাত ১১:২৬
মাহমুদুর রহমান বলেছেন: এসব সমস্যা সমাধানের উপায়গুলো কি কি সে বিষয়ে লিখুন।
৮| ১২ ই মে, ২০১৯ রাত ১১:৩৯
মেঘ প্রিয় বালক বলেছেন: রাজীব নূর আমি সব ডাক্তারদের কথা এখানে বলি নাই,তবে অধিকাংশই এমন। আর মাহমুদ ভাই বলেছেন এ সমস্যা সমাধানের উপায়গুলো লিখতে? ইনশাআল্লাহ এ বিষয়ে আমি পোস্টের মাধ্যমে বিস্তারিত বলবো। দোয়া করবেন।
৯| ১৩ ই মে, ২০১৯ রাত ১২:৩২
মোঃ শামীম আহমেদ (অনিক) বলেছেন: ডাক্তারদের ফি না দেয়ার কারণে/কম দেয়ার কারণে কোন নিম্ন আয়ের লোক কখনো চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়েছেন এমন কথা কখনো শোনা যায়নি। গরীব রোগীদের ক্ষেত্রে অবশ্যই ডাক্তার ছাড় দেন এমনকি সম্ভব হলে যে টেস্ট দেয়া হয় সেখান থেকে ৩০% থেকে ৫০% পর্যন্তও ছাড়ের ব্যবস্থা করে দেন।
১০| ১৩ ই মে, ২০১৯ ভোর ৬:৫৮
মেঘ প্রিয় বালক বলেছেন: মোঃ শামীম অাহমেদ অনিক,আমার মনে হয় না আপনি বাংলাদেশে আছেন?? থাকলে এ ধরনের কথা বলতেন না।রাজধানীর মোহাম্মদপুর ইকবাল রোডে নিজস্ব প্রতিষ্ঠান কেয়ার হাসপাতালে প্রসূতি ও বন্ধ্যত্বের চিকিৎসা করেন অধ্যাপক ডা. পারভীন ফাতেমা। তিনি নতুন রোগীর কাছ থেকে ফি নেন ১২০০ টাকা। দ্বিতীয়বার দেখাতে গেলে নেন ৭০০ টাকা। তাঁর চেম্বারে গিয়ে সব রোগী ও স্বজনকে দেখেই বোঝা যায় তাঁরা ধনী পরিবারের লোক। নাম প্রকাশে অনিচ্ছুক এক রোগী , “ডাক্তার ম্যাডাম (পারভীন ফাতেমা) প্রথমেই জানতে চেয়েছেন—‘টাকা আছে তো’” এমন অনেক ডাক্তার , ও তাদের কর্মকলাপের ছিকানা দিতে পারবো ভাই তথ্য সহকারে,আপাতত কেয়ার হসপিতালে খোজ নিয়ে দেখুন। ৩০% কি ৫০% ছাড়ের কথা বললেন,কয়জন ডাক্তার এ ব্যবস্হার আওতায়? সত্য বলুন,হক কথা বলুন।
১১| ১৩ ই মে, ২০১৯ বিকাল ৩:১২
মোঃ শামীম আহমেদ (অনিক) বলেছেন: ডাক্তাররা ছাড় দেয়ার জন্য বাধ্য নন। মানবিক দিক বিবেচনা করে তারা ছাড় দিলে এটা তাদের উদারতা। আমার পরিচিত অনেক ডাক্তারই রয়েছেন যারা ছাড় দেন।
১২| ১৩ ই মে, ২০১৯ সন্ধ্যা ৬:২৩
মেঘ প্রিয় বালক বলেছেন: দেখেন আপনি একেক সময় একেক ধরণের কথা বলতেছেন,আপনি নিজেই নিজের প্রত্যেকটি মন্তব্যেকে নিজেই খন্ডন করেছেন। একবার বলছেন ছাড় দেয়,আবার বলছেন ছাড় দিতে চিকিৎসক বাধ্য নন,? এ পর্যন্ত যত কথা হলো তা সবি তো ডাক্তারদের ভিসিট নিয়ে কথা হলো। আমি তো বলি নাই ছাড় দিতে,আমি বলছি একজন রোগী থেকে ৭০০/১০০০ টাকা ভিজিট নেওয়াটা কতটুতু যুক্তিসংগত? আর এটা কোন দিক থেকে সঠিক?? আমি আপনার কাছে এমন প্রশ্নের উওর আশা করছি,ছাড় দিবে,আবার ছাড় দিবেনা,ওনি বাধ্য না,এমন সাধারন উওর চাইছিনা।। আর আমি সব চিকিৎসকদের কথা বলি নাই,যে সবাই ৭০০/১০০০ টাকা করে ভিজিট নেয়,যারা নেয় তাদের জন্য কথাগুলো। আপনার জন্য আমার দেওয়া পোষ্ট অপেক্ষা করছে। বলেছিলাম বিস্তারিত বলবো পোস্টের মাধ্যমে। আশা রাখছি নজর দিবেন পোস্টে। ধন্যবাদ ভালো থাকবেন।
১৩| ১৩ ই মে, ২০১৯ রাত ৮:৪৪
মোঃ শামীম আহমেদ (অনিক) বলেছেন: ভাই আমি ৫ম বর্ষের মেডিকেল স্টুডেন্ট। তাই অনেক কিছুই আমরা কাছ থেকে দেখতে পারি যা আপনাদের হয়তো আপনাদের দেখার সুযোগ কম। আপনি যে প্রশ্নটি করেছিলেন সেটা নিয়ে পরবর্তী লেখায় বিস্তারিত লিখব। আমার লেখার উদ্দেশ্য ছিল কিছু ভুল ধারণা দূর করা।
©somewhere in net ltd.
১|
১২ ই মে, ২০১৯ সকাল ৯:৩৪
আপেক্ষিক মানুষ বলেছেন: কথা সত্য, কিন্তু ডাক্তারদের নামে এইসব অপবাদ আসে প্রাইভেট ক্লিনিক গুলোর কারনে।