নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশরাফুল করিম খান

আমার দেশ, সব মানুষের, সব মানুষের...

আশরাফুল করিম খান › বিস্তারিত পোস্টঃ

দায় কি শুধু......?

২১ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৪২

অনেক বারই লক্ষ করেছি সীমান্তে হত্যাকান্ডে আমাদের বাংগালি/বাংলাদেশি হিন্দুরা কখনই প্রতিবাদ করেনা। (তবে আমার বিশ্বাস প্রতিবাদগুলো আমার চোখ এড়িয়ে গেছে)। আর প্রতিবারই মুসলমানরাই হত্যাকান্ডের শিকার হয়? যদিও কোন হত্যাকান্ডই গ্রহণযোগ্য নয়। আমি বিশ্বাস করি যে যেই ধর্মের হোক, আমরা সবাই বাঙালি।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:১৬

চাঁদগাজী বলেছেন:



আপনি যদি আসলে বিশ্বাস করতেন, "যেই ধর্মের হোক, আমরা সবাই বাঙালি "; তা'হলে, আপনি লিখতেন না, " অনেক বারই লক্ষ করেছি সীমান্তে হত্যাকান্ডে আমাদের বাংগালি/বাংলাদেশি হিন্দুরা কখনই প্রতিবাদ করেনা। "; আপনি লিখতেন, " কিছু কিছু বাংগালী কখনই প্রতিবাদ করেনা। "

-বাক্যের লজিক বুঝেছেন? আপনি ভেড়ার ছামড়া পরে শান্তির বাণী প্রচার করছেন, কিন্তু লেজ ও দাঁত ভেড়ার মতো নয়

২১ শে জুন, ২০১৭ রাত ৮:৩৪

আশরাফুল করিম খান বলেছেন: কিছু বাংালি বললে কি সেটা নির্দিষ্ট করা হতো? আমি আসলেই বিশ্বাস করি যেই ধর্মের হোক, আমরা সবাই বাঙালি। কারন যখনি কেউ বলে এটা মুসলিম রাষ্ট্র আমি তাকে প্রশ্ন করি সংখ্যায় বেশি হলেই কি দেশ কোন নির্দিষ্ট ধর্মাবলম্বীদের হয়ে যায়? অন্য ধর্মাবলম্বীরা কি দেশের জন্য কিছু করেনি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.