নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশরাফুল করিম খান

আমার দেশ, সব মানুষের, সব মানুষের...

আশরাফুল করিম খান › বিস্তারিত পোস্টঃ

কি দারুন দেখা গেল

২৪ শে জুন, ২০১৭ দুপুর ২:৩৪

''বিচারপতির লাল সিড়ি ও দেলোয়ারের ক্র্যাচ''
নাজমুল হোসেন

কমলাপুর রেলস্টেশনে সময় তখন সন্ধ্যা সাড়ে সাতটা। দিনাজপুরগামী ট্রেনটি ৪ নম্বর প্ল্যাটফর্মে। হঠাৎ চোখ আটকে গেল এক পঙ্গু ব্যক্তির দিকে। ট্রেনের দরজা ঠাসা কিন্তু টিকিট কেটে নির্ধারিত সিটে যেতে পারছিলেন না নবদম্পতি। উপায় একটায়, জানালা দিয়ে ঢুকতে হবে।
একটু পরই ট্রেন ছাড়বে। লজ্জায় লাল নববধূ। কি করবেন বুঝতে পারছেন না জামাই। ট্রেন মিস হলে বাসে দিনাজপুর! ১৮ ঘন্টার বাসযাত্রা! চিন্তা করতেই ছেলেটি ঘামছিল। এগিয়ে এলেন ভিক্ষুক দেলোয়ার। রোড একসিডেন্টে পা হারিয়ে এখন ভিক্ষা করেন। নিজের ক্র্যাচ এগিয়ে দিয়ে বললেন, উঠে পড়েন। ইতস্তত করছিলেন যুবকটি। কিন্তু দেলোয়ারের অনুরোধে বউকে জানালা দিয়ে পাঠিয়ে নিজে ট্রেনে ঢুকে গেলেন। ট্রেন চলে গেল।
এর কিছুক্ষণ আগে আরেকটি ইতিহাসের স্বাক্ষী হলাম। হাইকোর্টের এক বিচারপতি যাবেন দিনাজপুর। তাই লাল সিড়ির ব্যবস্থা করেছে রেল কর্তৃপক্ষ। এটাই নাকি রেওয়াজ। স্টেশন ম্যানেজারকে দেখলাম ইফতারের বিশ মিনিট আগে থেকেই প্রটোকল দিতে। সাথে আরও অনেকে।
বারজন পুলিশ বাশি বাজিয়ে বিচারপতি মহোদয়কে সপরিবারে ট্রেনে উঠিয়ে দিলেন। ট্রেনে থেকে গেলেন দুইজন। পুরোটা পথ বিচারপতি মহোদয়ের প্রটোকল ডিউটি করবেন তারা। দিনাজপুরে নামার পরও লাল সিড়ির আয়োজন থাকবে। এটাই নিয়ম।

আমার বড়ভাই, বন্ধু এবং ছোটভাই যারা জেলায় এনডিসির দায়িত্ব পালন করেছেন তারা বিচারপতিদের প্রটোকল দিয়ে গিয়ে বিরক্ত হন। কিন্তু মুখ ফুটে বলতে পারেন না। বিচারপতিরা জেলায় গেলে শুধু স্যালুট আর সালাম দেওয়ানোর আয়োজন করতে হয় এনডিসিদের। সাথে ডিসি অফিসের ভালো গাড়টা। ঈদের সময় নিজের বাড়িতে না থেকে অনেক বিচারপতি সার্কিট হাউজে থাকেন। তাতে তটস্থ থাকেন জুনিয়র কর্মকর্তারা।
কিছুদিন আগে প্রধান বিচারপতি মহোদয় আফসোস করে বলেছেন, বিচারপতিরা সরকারী অনেক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। তাদের কম্পিউটার দেয়া হয়না। এজলাসে বৃষ্টির পানি পড়ে , এসি নেই। এই সত্যগুলো আমাদের ব্যথিত করে। কেন বিচার বিভাগকে ভয় দেখিয়ে প্রটোকল নিতে হবে?
ভিক্ষুক দেলোয়ারদের মত আন্তরিক হলেই অনেক সমস্যার সমাধান হবে। তখন জোর করে শ্রদ্ধা আদায় করতে হবে না।

লেখক: সিনিয়র রিপোর্টার, যমুনা টেলিভিশন।
লেখাটি ২৩ জুন, প্ল্যাটফর্মে পোস্ট করা


মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুন, ২০১৭ দুপুর ২:৫৬

রায়হানুল এফ রাজ বলেছেন: আজ জাতির বিবেক পকেটে। কেউ কেউ বের করতে লজ্জা পায়।

২| ২৫ শে জুন, ২০১৭ রাত ৩:৩১

সচেতনহ্যাপী বলেছেন: যোগ্য সন্মান দিতেই হবে।। সে আপনি বা যদুমধু।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.