নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Welcome to a world of ............

This is the perfect man in the world by having nothing.

এক চিলতে রোদ

এক চিলতে রোদ › বিস্তারিত পোস্টঃ

একটুকরো শ্রদ্ধাবোধ তো আমাদেরও জাগা উচিত.......

৩১ শে মার্চ, ২০১৫ রাত ১:০৭

আমি সাধাসিধে মানুষ। দেশের রাজনীতির ভেতর তেমন মাথা গলাই না। শুধু সিজনে সিজনে বন্ধু-বান্ধবদের সাথে মিলে নেতাদের নামে একগোছা বদনাম গাই।
তাই কোন নেতা-কর্মীকে কখনো ভাল লেগেছে বলে কখনো মনে পড়ছে না।।।

ক্রিকেট খেলায় বেশ ভালো মনোযোগ থাকার কারণে এর সংশ্লিষ্ট রাজনীতি, অরাজনীতি কিংবা মামা-চাচার ক্ষমতা সম্পর্কে কিছুটা হলেও খবর অন্তত কানে চলে আসে।

এই হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক প্রধান এবং বর্তমান আইসিসির নখদন্তহীন সভাপতি আ.হ.ম. মোস্তফা কামালের গুণগান কিংবা বদনামও কিছুটা হলেও শুনতে বা দেখতে পাই...

লোকটি নেতা হিসেবে কেমন তা আমি বলতে পারবো না (তার নির্বাচনী এলাকাও আমি জানি না) তবে তার আমলে বাংলাদেশ ক্রিকেটের যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছিল তা আমার বেশ চোখে পড়েছিল।

তার সময়েই প্রথম বিপিএল নামে একটি বিশ্বমানের ক্রিয়া প্রতিযোগিতা (বিপিএল-২০১২) শুরু হয়।
আর সবচেয়ে বড় কথা সেবার কোথাও ম্যাচ ফিক্সিং বা খেলায় গড়পেটার কথা কোথাও শোনা যায় নি। এবং সে পদক্ষেপ ছিল আমার মতে বাংলাদেশ ক্রিকেটের জন্য বিরাট মাইলফলক।।।
এবং এরই ফলস্বরূপ আমরা সে বছরেরই শেষের দিকে এশিয়া কাপে আমাদের দেশের উথান দেখতে পাই (প্রথমবারের মতো এশিয়া কাপে রানার আপ হওয়ার যোগ্যতা অর্জন)।।।

যদিও ওনার উত্তরসূরীর বিরাট সাফল্যের কারণে আজ ক'বছর ধরে বিপিএল পুরাই অফ....

তিনিই একমাত্র ব্যক্তি যিনি কিনা সরাসরি একটা প্রতিষ্ঠানের প্রধান হয়েও সেই প্রতিষ্ঠানের দুর্নীতি নিয়ে সরাসরি মুখ খুলেছেন।
এবং তার বর্তমান কর্মকান্ডও মনে বেশ পুলকিত অনুভুতি জোগায়।।

তিনিই একমাত্র, যে কিনা ভারতের চোরদের সর্দার, বিসিসিআই থেকে সে দেশেরই আদালত দ্বারা বহিস্কৃত শ্রীনিবাস (আইসিসির বর্তমান চেয়ারম্যান) কে মুখের উপর কিছু হলেও বলতে সক্ষম হয়েছেন।
এবং এতে তার সভাপতির পদ থেকে বহিস্কৃত হওয়ার সম্ভাবনা জেনেও (যদিও তিনি পদত্যাগের হুমকিও দিয়েছেন)। এবং সর্বশেষ তিনি আইসিসি এর বিরুদ্ধে আইনী পন্থা অবলম্বনেরও হুমকি দিয়েছেন।।। (বেচারা সভাপতিরে কাপ দিতে দেয় নাই দেইখা বেশ কষ্ট পাইছি)

আমি এটা বলছি না যে, তার এই কর্মকান্ডে আইসিসি আবার বাংলাদেশ-ভারত কোয়ার্টার ফাইনাল খেলাবে কিংবা ভারত বাংলাদেশের কাছে ক্ষমা চাইবে। আমি এটা বলছি যে, ভারত যদি তার টাকার ক্ষমতা দিয়ে পুরো বিশ্বের মুখে কুলুপ এটে দিতে পারে তবে তাদের বিরুদ্ধে কথা বলারও কাউকে প্রয়োজন। এবং অন্য কেউ তার বিরুদ্ধে কথা বলতে না পারলেও বাঙালী পারে.....
অন্তত কেউ কিছু বুঝুক বা না বুঝুক এটা যেন বুঝতে পারে যে, বাঙালী বীরের জাতি। এরা এদের প্রতি অবিচারের বিচার চাইতে বা করতে পারে......

#T.!#a_statua_to_show_respect

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.