নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গাদ্দার

জ্ঞান যেখানে সীমাবদ্ধ, যুক্তি যেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব।

গাদ্দার

গাদ্দার › বিস্তারিত পোস্টঃ

অস্ত্র নয় - শিক্ষা চাই ভাত চাই কাজ চাই

১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০৮

কয়েকদিন আগে জঙ্গিবাদের কাছে পরাস্থ ব্যর্থ রাষ্ট্র পাকিস্তানের পারমানবিক শক্তি নিয়ে জনৈক জামাত-বিএনপি সমর্থক বন্ধুদের দেখলাম আনন্দের আর সীমা নাই। তাদের বক্তব্যের মূল স্পিরিটটা এরকম, "পারমানবিক ক্ষমতা আছে বলে পাকিস্তানকে নাকি সব শক্তিশালী দেশ সমীহ করে (দেখলামতো কিভাবে পাকিস্তানে আমেরিকান সৈন্যরা ঢুকে লাদেনকে হত্যা করলো। কচুটাও করতে পারলো না মহা শক্তিধর পাকিস্তান। দুই চারদিন ফোঁস ফোঁস করে চুপ মেরে গেছে।)।"



বুঝাই যাচ্ছে সামরিক শক্তির চাইতে সরকারের মেরুদন্ড শক্ত থাকাটাই একটা দেশের শক্তি-সামর্থ্যের পরিচায়ক। সামরিক শক্তির দিক থেকে খর্ব শক্তির দেশ বাংলাদেশ কিন্তু এ জায়গায় একটি উদাহরণ সৃষ্টি করেছিলো মহান মুক্তিযুদ্ধে। শৌর্যে বীর্যে পৃথিবীর অন্যতম শেষ্ঠ সামরিক শক্তির দেশ পাকিস্তানকে চেতনার জোরে পরাজিত করেছিলো মহান মুক্তিযুদ্ধে।



সরকার ৮ হাজার কোটি টাকার নতুন অস্ত্র কেনার চুক্তি করছে। আওয়ামী বন্ধুরা বোধ হয় একটু খুশি। শেখ হাসিনা দেশকে শক্তিশালী করছেন। বর্তমান রাষ্ট্র ব্যবস্থায় সামরিক শক্তির সাময়িক হলেও দরকার আছে। অস্বীকার করছি না।



কিন্তু যে বিষয়গুলো এরা কেউ ভেবে দেখে না সেগুলো হচ্ছেঃ

#আমাদের সার্বভৌমত্ব রক্ষার্থে কতটুকু সামরিক শক্তি সঞ্চয় করা দরকার?

#উন্নয়নশীল দেশ হিসেবে আমাদের কোন খাতটিকে গুরুত্ব দেয়া দরকার? সামরিক নাকি শিক্ষা?

#সামরিক খাতে যেহেতু যে টাকা খরচ করা হয় তার পুরোটাই অনুৎপাদনশীল, কাজেই উন্নয়নশীল দেশ হিসেবে উৎপাদনশীল খাতকেই আমাদের গুরুত্ব দেয়া উচিৎ নয় কি?

#বিশ্বব্যাঙ্ক, আইএমএফ এর মত প্রতিষ্ঠান যারা উৎপাদনশীলতার মাধ্যমে আমাদের স্বনির্ভর হয়ে যাওয়ার আতঙ্কে ভুগে, তাই বারবার সামরিক খাতের মত অনুৎপাদনশীল খাতে ব্যয় বাড়াতে উপদেশ দেয় তাদের উপদেশ মতে কাজ করা কতটুকু যুক্তিসঙ্গত?

#সামরিক খাতে ব্যয় বৃদ্ধির আরেকটি বড় কারণ এ বাহিনীকে সরকারের নিয়ন্ত্রণে রাখা। যাতে করে বিট্রে না করে। তাই নয় কি?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.