নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গাদ্দার

জ্ঞান যেখানে সীমাবদ্ধ, যুক্তি যেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব।

গাদ্দার

গাদ্দার › বিস্তারিত পোস্টঃ

সরকার ও সম্পাদকগণ কি আড়াল করতে চাইছেন?

২০ শে মে, ২০১৩ রাত ২:১৪

সম্পাদকগণ নিজ গোত্রের জন্য বিবৃতি দিতে পারেন কিন্তু যখন তার অধীনস্থরা মাঠে ময়দানে হামলা মামলার শিকার হয়ে আহত কিংবা নিহত হন তখন বিবৃতি দেয়াটাকে অপ্রয়োজনীয় মনে করেন। যখন মিথ্যা বানোয়াট রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে সংবাদ উপস্থাপন করে শত মানুষের জীবন হরণ করা হয় তখনও সেসকল ছোটো লোকের জন্য বিবৃতি দেয়াটা অমূলক জ্ঞান করেন। বরং নিজ নিজ এজেন্ডা বাস্তবায়নে সম্পাদকগণের যেকোনোরকম কর্মকান্ডের ইনডেমনিটিই চাইবেন। লুটেরা বুর্জোয়া শাসন ব্যবস্থার মধ্যে বেড়ে ওঠা সম্পাদকগণের চাইতে এর বেশি আশাও করিনা।



এতসবের পরও মাহমুদুর রহমানের মুক্তি দাবিতে সম্পাদকগণের বিবৃতি দেয়াটাকে আমি অযৌক্তিক মনে করি না। (তার মানে এটিও নয় যে আমি তাদের প্রদত্ত বিবৃতিতে পুরোপুরি একমত।) আগেও একবার বলেছি, যে প্রক্রিয়ায় মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে সেটি সম্পূর্ণ অগণতান্ত্রিক। বরং তাকে আরো বহু আগেই আইনী প্রক্রিয়ার ভেতর দিয়ে গ্রেপ্তার করে বিচার করা যেতো। তাতে আইনের শাসন জোরদার হতো। আইনের প্রতি মানুষের শ্রদ্ধা বাড়তো। একটা উদাহরণ দেই। সম্প্রতি মাহমুদুর রহমানের বিরুদ্ধে তার পত্রিকায় কাবার গিলাফ নিয়ে মিথ্যা সংবাদ উপস্থাপনের মাধ্যমে মানুষের ধর্মীয় আবেগকে কাজে লাগানোর অভিযোগটি উঠেছে। আমার যদ্দুর মনে আছে এই খবরটি ছাপা হয়েছিলো আরো মাস চার/পাঁচ আগে। তখন খুব সহজেই ধর্মকে ব্যবহার করে মিথ্যা সংবাদ উপস্থাপনের দায়ে মাহমুদুর রহমান ও তার পত্রিকার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া যেতো। আমি সেটি খুব আশা করেছিলাম। তখন সরকার সেটি করেনি। বরং মাহমুদুর রহমান ও তার পত্রিকাটিকে বেড়ে ওঠার সুযোগ দিলো সরকার। অবস্থা যখন নিয়ন্ত্রণের বাহিরে তখন তাকে গ্রেপ্তার করা হলো। তাও পুরনো একটি মামলার (স্কাইপ কথোপকথন ফাঁস) ভিত্তিতে। কি হাস্যকর!! মাহমুদুর রহমানের বিরুদ্ধে এত অভিযোগের কোনোটিই পুলিশ তথা প্রশাসনের জানা নাই? এগুলোর জন্য মামলা করারও সময় পেলো না তারা? প্রকাশনা স্থগিত করা হলো তার পত্রিকার। বিপাকে পড়লো হাজারো সাংবাদিক। দিগন্ত টিভি ও ইসলামি টিভিও বন্ধ করে দেয়া হলো ৫মে রাতে। (এর আগে দিগন্ত টিভি দেশপ্রেমী কাজ করেছে!!) হুট করেই এসব করা হলো।



এভাবে মাহমুদুর রহমানকে গ্রেপ্তার এবং আমার দেশ, দিগন্ত টিভি বন্ধের মাধ্যমে এদের কৃত সহজেই প্রমাণ যোগ্য রাষ্ট্রদ্রোহী কর্মকান্ড, গৃহযুদ্ধ সৃষ্টির চেষ্টা সহ গুরু অপরাধ সমূহ আড়ালে চলে গিয়েছে। এদের পক্ষে পরোক্ষভাবে তৈরী করা হয়েছে সহানূভূতি। পরবর্তীতে পত্রিকা, টিভি অথবা ব্লগ বন্ধে যেকোনো অগণতান্ত্রিক ও স্বৈরতান্ত্রিক মনোবৃত্তি ও পদক্ষেপকে উৎসাহিত করা হয়েছে।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২০ শে মে, ২০১৩ রাত ২:২৫

দ্বিধান্বিত বলেছেন: সহমত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.