নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গাদ্দার

জ্ঞান যেখানে সীমাবদ্ধ, যুক্তি যেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব।

গাদ্দার

গাদ্দার › বিস্তারিত পোস্টঃ

ভারত কর্তৃক প্রস্তুতকৃত সানি লিওন ভোক্তা শ্রেণি

৩০ শে জুলাই, ২০১৩ রাত ৩:১৩

ভারতীয়রা আমাদের দেশের মুক্ত স্যাটেলাইটের (যদিও ভারতের আকাশ আমাদের জন্য মোটেও মুক্ত নয়) সম্পূর্ণ সুবিধা নিয়ে সনি টিভি, জি সিনেমার মতো ভুড়ি ভুড়ি চ্যানেল দিয়ে আমাদের মনোজগতে মুম্বাইভিত্তিক ভারতীয় ভাবজগতকে (যেটি জনগণের ভারতকেও প্রতিনিধিত্ব করে না) স্বর্গ বানিয়েছে। আমাদের ছেলে মেয়েদের মধ্যে ভারতীয় নাটক, সিনেমা, সিরিয়াল, রিয়ালিটি শো, ইত্যাদির ভয়ঙ্কর আসক্তির সৃষ্টি করেছে। আমাদের যাপিত জীবনে পড়ছে তার মারাত্মক প্রভাব। কলকাতার একটি পত্রিকার জরিপে দেখা যায়, মানসিক সমস্যা, দাম্পত্য জীবনে কলহ সহ দৈনন্দিন পারিবারিক জীবনের প্রচুর সমস্যা তৈরী হবার ক্ষেত্রে অন্যতম প্রভাবক হচ্ছে হিন্দি সিরিয়াল। এটি আমাদের দেশের ক্ষেত্রেও প্রযোজ্য।



ঈদে নারীদের কাপড়ের বাজারে সবচেয়ে বেশি প্রভাব হিন্দি সিনেমার নায়িকাদের। আগে নিজেদের বস্ত্র বেচে শিলা, মুন্নি আরো কত কি যে বানিয়ে ছেড়েছে আমাদের দেশের নারীদের! কিন্তু এবার সানি লিওনের নাম ব্যবহার হওয়াতে নারীরা চাপা অস্বস্তিতে ভুগছেন বলে মনে হচ্ছে। শিলা, মুন্নি, সানি লিওনকে ছোটো করতে চাইছি না। ভারতীয়রা দাবি করতেই পারে যে এ ধরনের কাপড় ও ব্যক্তিত্ব তাদের মূল ধারার সংস্কৃতি। (সেটি অন্য তর্কের বিষয়) কিন্তু আমাদের দেশের ঈদের বাজারে ভারতীয় নায়িকাদের নামকরণ যেটি আমাদের পরিস্কার করে তা হলো, ভারত আমাদের শিল্প ও সাংস্কৃতিক রুচিবোধকে সূক্ষ্মভাবে নিয়ন্ত্রণই করছে না পাশাপাশি তার পণ্য ব্যবহারে ও বাজার সম্প্রসারণে এখানে বিশাল একটি ভোক্তা শ্রেণি গড়ে তুলতে সে সক্ষম হয়েছে। আমরা প্রতিনিয়ত আমাদের শিল্প সংস্কৃতি জগতে ভারতীয় এ আগ্রাসনের বিরুদ্ধে বলে যাচ্ছি। কিন্তু তাতে কারোরই টনক নড়ছে না। কবে নড়বে সেটিও বুঝছি না।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুলাই, ২০১৩ রাত ৩:২৮

একিউমেন০৮ বলেছেন: গাদ্দার ভাই ভাল কথা কইছেন

৩০ শে জুলাই, ২০১৩ ভোর ৪:০২

গাদ্দার বলেছেন: :)

২| ৩০ শে জুলাই, ২০১৩ রাত ৩:৫৪

জয় বাবা ভোলানাথ বলেছেন: নারীদের কাপড়ের কথা তো বললেন, কিনতু ছেলেরা ও তো বর্তমানে পান্জাবির বদলে ঝিকিমিকি সেলোয়ার কামিজ কিনে। আর থাইলেন্ডের জিনসের কথা তো নাই বা বললাম।

৩| ৩০ শে জুলাই, ২০১৩ রাত ৩:৫৪

জয় বাবা ভোলানাথ বলেছেন: নারীদের কাপড়ের কথা তো বললেন, কিনতু ছেলেরা ও তো বর্তমানে পান্জাবির বদলে ঝিকিমিকি সেলোয়ার কামিজ কিনে। আর থাইলেন্ডের জিনসের কথা তো নাই বা বললাম।

৪| ৩০ শে জুলাই, ২০১৩ রাত ৩:৫৭

জয় বাবা ভোলানাথ বলেছেন: নারীদের কাপড়ের কথা তো বললেন, কিনতু ছেলেরা ও তো বর্তমানে পান্জাবির বদলে ঝিকিমিকি সেলোয়ার কামিজ কিনে। আর থাইলেন্ডের জিনসের কথা তো নাই বা বললাম।

৩০ শে জুলাই, ২০১৩ ভোর ৪:০৫

গাদ্দার বলেছেন: হ্যাঁ ভাই। সেটাও সমস্যা। ভারতের বেলায় হচ্ছে, মিডিয়া + বাজার। দুইটার একটা সুসমন্বয়। থাইল্যান্ড বা অন্যদেশ গুলোর বেলায় এ মিলটি নেই। :)

৫| ৩০ শে জুলাই, ২০১৩ ভোর ৪:০৬

হৃদয় রিয়াজ বলেছেন: পোস্ট ভাল লাগল। রুখে দাঁড়ানো ছাড়া এই মুহূর্তে কোন পথ খোলা আছে কিনা জানা নেই।

৩০ শে জুলাই, ২০১৩ ভোর ৪:১৫

গাদ্দার বলেছেন: না। খোলা নাই। রুখে দাঁড়াতে হবে। নারী পুরুষ সবাইকে হাতে হাত রেখে।

৩০ শে জুলাই, ২০১৩ ভোর ৪:১৯

গাদ্দার বলেছেন: না। খোলা নাই। রুখে দাঁড়াতে হবে। নারী পুরুষ সবাইকে হাতে হাত রেখে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.