![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
'সবার উপরে মানুষ সত্য কহ সবাই; শান্তি চাই শান্তি চাই শান্তি চাই।
এক সাংবাদিক বিশ্বের সব বিখ্যাত ধনীদের নিয়ে ব্যাপক গবেষণা চালিয়েছেন। তিনি দেখেছেন, ধনীদের কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে যা অন্যান্য সাধারণ মানুষের মাঝেও থাকে। কিন্তু সবাই কেন ধনী হতে পারে না? মূলত কিছু বিষয় আছে যা মানুষকে ধনী হতে বাধা প্রদান করে। এগুলো চিনতে হয় এবং এদের থেকে দূরে থাকতে পারলেই ধনী হওয়া যায়। এখানে চিনে নিন এমন ১৭টি কারণ যা আপনাকে ধনী হতে বাধা দেবে।
১. খুব পরিষ্কার পরিকল্পনা না থাকা। এতে কোনো লক্ষ্য গঠিত হয় না।
২. উচ্চাকাঙ্ক্ষা থাকতে হবে। ওপরের ওঠার ইচ্ছা প্রবল না হলে ধনী হতে পারবেন না।
৩. শিক্ষাজীবনে যা শিখেছেন তা কর্মজীবনে প্রয়োগ করতে না পারলে ব্যর্থতা দেখতে হবে।
৪. আত্মনিয়ন্ত্রণের অভাব থাকলে এগোতে পারবেন না। নিজের খারাপ দিকগুলো নিয়ন্ত্রণ করতে হবে। তেমনি ভালো দিক চর্চার মাধ্যমে নিজেকে আরো দক্ষ করে তুলতে হবে।
৫. স্বাস্থ্য ভালো না থাকলে কোনো কাজেই সফল হতে পারবেন না। তাই স্বাস্থ্যের যত্নে অবহেলা করলে আপনি ব্যর্থ হতে বাধ্য।
৬. আমরা ব্যর্থ হই এবং একটা ভালো সময়ের অপেক্ষায় থাককি। আর ওই সময়টা কখনো আসে না। তাই অপেক্ষ করবেন না।
৭. নিজেকে শেষ পর্যন্ত ধরে রাখতে না পারলে ধনী হতে পারবেন না। আমরা অনেকেই ভালোমতোই শুরু করি। কিন্তু শেষ দিকে আর এগিয়ে যেতে পারি না।
৮. আশাবাদ ধরে রাখতে হবে। নেতিবাচক মানসিকতা আপনাকে এগোতে দেবে না।
৯. বিচারবুদ্ধিসম্পন্ন হতে হবে। আমরা সাধারণত অস্থির হয়ে যেকোনো সিদ্ধান্তে পৌঁছায়। কিন্তু যারা ধনী হতে চলেছেন তারা ঠাণ্ডা মাথায় নিজের বিচার-বুদ্ধির ওপর আস্থা রাখেন।
১০. এগিয়ে যেতে একজন সঠিক সঙ্গী বা সঙ্গিনী প্রয়োজন। কিন্তু ভুল জনকে বেছে নিলেই বিপদ। তাই আপনার জন্যে সঠিক মানুষের সন্ধান পেতে হবে।
১১. ঝুঁকি না নিতে পারলে বড় কিছু আশা করতে পারবেন না। ঝুঁকি নিতে হবে এবং তাতে বড় অর্জন সম্ভব।
১২. যাদের সঙ্গে থাকলে আপনার এগিয়ে যাওয়া সম্ভব, তাদের মাঝে ভিড়ে যান। ভুল মহলে চললে পিছিয়ে পড়বেন।
১৩. যে কাজটি পছন্দ করছেন না, তা নিয়ে পড়ে থাকবেন না। কারণ পছন্দসই নয় এমন কাজ নিয়ে পড়ে থাকা অর্থহীন। বরং মনের মতো কাজ খুঁজে নিন এবং তা মনোযোগ দিয়ে করুন।
১৪. দৃষ্টিকে সরু করতে শিখতে হবে। সব সময় খোলামেলা দৃষ্টি দিলে চলে না। সরু দৃষ্টিতে খুঁটিনাটি বিষয় গোচরীভূত হয়।
১৫. ধনী হওয়ার প্রতি তীব্র আকাঙ্ক্ষা এবং থাকতে হবে। চাহিদার সঙ্গে আবেগ জড়িত না থাকলে উদ্দীপনা থাকে না।
১৬. সামনে দিয়ে কিছু চলে গেলো, কিন্তু খেয়ালই করলেন না আপনি। এমন উদাসীন স্বভাবের হলে ধনী হওয়ার প্রচেষ্টা নির্ঘাত বৃথা যাবে।
১৭. ধনী হতে অন্যের সাহায্যের প্রয়োজন হবে। নানা কাজে বিভিন্ন মানুষের সহায়তা না অর্জন করতে পারলে সফল হতে পারবেন না। সূত্র : কালের কন্ঠ
১৮ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:৫৮
টয়ম্যান বলেছেন: আপনারেও ধন্যবাদ ভাই
২| ১৮ ই জুলাই, ২০১৫ রাত ১১:০৮
এহসান সাবির বলেছেন: ঈদের শুভেচ্ছা রইল। ভালো থাকুন সব সময়।
শুভ কামনা।
১৮ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:৫৯
টয়ম্যান বলেছেন: কোরবানির ইদেরটা লইলাম
৩| ২৩ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৫৬
লিংকন১১৫ বলেছেন: হুম
১৮ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:০০
টয়ম্যান বলেছেন: হুম
৪| ১৮ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৪৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধনী না হতে চাইলেও , এই পরামর্শ গুলি আমাদের মেনে চলা উচিত
৫| ১৮ ই আগস্ট, ২০১৫ রাত ৯:২৫
প্রামানিক বলেছেন: পয়েন্ট গুলো খুবই গুরুত্বপূর্ণ। শেয়ার করার জন্য ধন্যবাদ।
৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:০৩
এহসান সাবির বলেছেন: ঈদের শুভেচ্ছা।
ভালো থাকুন সুস্থ থাকুন।
শুভ কামনা রইল।
৭| ০১ লা জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৫১
মাহবুবুল আজাদ বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা
৮| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৬
এহসান সাবির বলেছেন: ইংরেজী নতুন বছরের শুভেচ্ছা।
ভালো থাকুন, সুস্থ থাকুন।
৯| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১০:২১
তুষার আহাসান বলেছেন: তাই তো বলি,আমারএমন দশা কেন।
দারুণ পোস্ট।
নতুন বছরের শুভেচ্ছা।
©somewhere in net ltd.
১|
১২ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:১১
কাবিল বলেছেন:
সব গুলোই গুরুত্বপূর্ণ।
শেয়ার করার জন্য ধন্যবাদ।