নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একান্ত এক পাঠক

ধূসর নেমেসিস

নাম প্রকাশে অনিচ্ছুক। পেশায় একজন খেটেখাওয়া কর্মজীবী। কাজ করে খাই....খাওয়া ও তো একটা কাজ। এছাড়া নিজের ব্যাপারে বলতে গেলে arrogant, selfish, mentally imbalanced, narcissist

ধূসর নেমেসিস › বিস্তারিত পোস্টঃ

এইচ. এস. সি. এবং কুমিল্লা বোর্ডের সাথে কথিত গুটিবাজি

২৫ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:১৬

শুনলাম কুমিল্লা বোর্ডের উপর জ্বীনের নজর লাগছে। তাই আর কোন বোর্ডের রেজাল্ট খারাপ হোক বা না হোক, কুমিল্লার রেজাল্ট খারাপ হইতেই হবে। এই টপিকে তো কে যেন সিদ্ধান্ত দিয়েই দিলো, বর্তমানে সোস্যাল মিডিয়ায় নোয়াখালীরর চেয়ে কুমিল্লা টপিক লিস্টে উপরে চলে গেছে। হওয়াটাই অতি স্বাভাবিক। আমরা বীরের জাতি, বিনা যুদ্ধে নাহি দিব সুচাগ্র মেদিনী। কুমিল্লার যেসব বীর সৈনিক দিন রাত এক করে শিক্ষামন্ত্রী সাহেব কে উচিত শিক্ষা দেওয়ার ট্রাই করতেছো, তাদের উদ্দেশ্যে বলবো যে ফেসবুকটা অফ করে একটু টেক্সটবুক খুলো। আমার এক সহপাঠী দুইটা গোল্ডেন এ+ নিয়ে ঢাকা ভার্সিটির ভর্তির লিখিত পরীক্ষায় ১২০ এর মাঝে ১০ পেয়েছিল। একই অবস্থা দেশের প্রায় সকল পাবলিক, ইঞ্জিনিয়ারিং আর মেডিকেল গুলোতে। সো, সেইখানে তোমার রেজাল্ট এর চেয়ে প্রস্তুতি অনেক বেশি ইম্পরট্যান্ট। GPA'র কারনে তুমি হয়তো অন্য সবার চেয়ে ৫-১০ মার্কস পিছিয়ে আছো, কিন্তু সঠিক প্রস্তুতি ছাড়া এই প্রতিযোগিতায় তোমার কোন যায়গাই নেই। তুমি স্রেফ পরীক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি করতেছো। হয়তো রেজাল্টের কারনে অনেক জায়গায় পরীক্ষায় অংশ নিতে পারবা না, স্বপ্নভঙ্গ হবে। কিন্তু একটা লক্ষ্যভেদে ব্যার্থ হলেও এখনি সময় অন্য লক্ষ্য স্থির করার। এই ৩-৪ মাস এর পর আর হাজার চেষ্টা করেও এই সময়টা ফেরত আনা যাবে না। তখন আফসোস করে হতাশা বাড়ানো ছাড়া আর কিছুই সম্ভব না। শুধু একবার নিজের যোগ্যতা প্রমান কর, এরপর তোমার আর কোন চেষ্টা করার দরকার নাই... রিটেক আর CGPA Downfall ই তোমাকে ধাক্কা মেরে আগাইয়া নিয়ে যাবে।

Its time to prove your ability... শিক্ষা ব্যাবস্থা আর শিক্ষা মন্ত্রীর গুষ্টি উদ্ধার করে নয়, যারা তোমার সাথে অবিচার করেছে তাদের কাঁচকলা দেখিয়ে নিজের ক্যারিয়ার সেটাপ এর মাধ্যমে

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.