![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্রাজিলের এক কিশোরী, নাতাসা মোরেস ডি অ্যান্দ্রাদে, বয়স ১২। নাতাসার মতোই দীর্ঘ তার মোহনীয় চুল। নাতাসার উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি এবং তার চুল লম্বায় ৫ ফুট ২ ইঞ্চি।
জন্মের পর থেকে এ পর্যন্ত নাতাসা একবারো চুল কাটেনি। প্রতি সপ্তাহে এক বোতল করে শ্যাম্পু লাগে তার চুল পরিষ্কার করতে, আর এর পেছনে সময় ব্যয় হয় সাড়ে চার ঘণ্টা। তাছাড়া প্রতিদিন চুল আঁচড়াতে গেলেও বেশ বেগ পেতে হয় নাতাসার। প্রতিদিন ঘড়ি দেখে দেড় ঘণ্টা সময় নিয়ে চুল বাঁধে নাতাসা। মাঝেমধ্যে তার মা ক্যাটারিন মোরেস ডি অ্যান্দ্রাদেও সাহায্য করে নাতাসাকে।
তবে নাতাসার মা জানান, অনেক হয়েছে। এবার কাটতে হবে রূপকথার রাজকন্যার লম্বা চুল। ক্যাটারিন বলেন, ‘শুভাকাঙ্ক্ষীরা এ চুল না কাটার অনুরোধ করলেও, এখন চুল কাটার সময় এসেছে। কারণ চুলের কারণে নাতাসা তার জীবনটাকে উপভোগ করতে পারছে না। শুধু স্কুলে যাওয়া এবং বাড়ি ফিরে চুল নিয়েই সারাদিন ব্যস্ত থাকা-এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ হয়ে আছে আমার মেয়ের জীবন। আমি চাই না এ একটা ব্যাপারের জন্য আমার মেয়ে জীবনের অন্যসব আনন্দ থেকে বঞ্চিত হোক।’
নাতাসাও জানান, সে কেটে ফেলবে এ চুল। কারণ এই চুল তার প্রিয় হলেও, এর জন্য অনেক কিছু চাইলেও করতে পারে না সে। বাড়ির পাশেই সমুদ্র সৈকত, কিন্তু সেখানে গিয়ে সমুদ্র স্নান করতে পারে না ব্রাজিলের এই রাপাঞ্জেল। স্কুলের কোনো খেলাতেও সে অংশ নেয় না। এ চুলের জন্যই নাতাসাকে সবই বিসর্জন দিতে হয়েছে। কিন্তু এবার চুল কাটার মধ্য দিয়ে নতুন জীবন শুরু করবেন নাতাসা।
নাতাসা বলেন, ‘বাড়ির বাইরে থেকে আমার বন্ধু আর ছোট বাচ্চারা প্রায়ই আমাকে রাপাঞ্জেল, রাপাঞ্জেল বলে ডাকে। আমি তা অনেক উপভোগ করি। রাস্তায় বের হলে সবাই আমার ছবি তোলে, চুল ধরে দেখতে চায়। কিন্তু চুল কেটে ফেললে এসব তো আর পাব না। এসব অনেক মিস করব।’
সূত্রঃ ডেইলি মেইল ও বার্তা২৪ডটনেট।
©somewhere in net ltd.
১|
২৭ শে মার্চ, ২০১২ সকাল ৯:৪৯
বনসাই বলেছেন: ধুর! এক জিনিস আর কত?