![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মার্স [Middle East Respiratory Syndrome (MERS)]
মার্স হচ্ছে ভাইরাস ঘটিত এমন একধরনের অসুস্থতা যা মানব দেহের শ্বসনতন্ত্ কে আক্রান্ত করে । এটি ২০১২ সালে সৌদি আরবে প্রথম ধরা পড়ে । এই ভাইরাসটি coronavirus জাকে MERS-CoV বলা হয় । যেসব লোক মার্স ভাইরাস দ্বারা আক্রান্ত হন তাদের অনেকের শ্বশনতন্ত্র আক্রান্ত হয় এই ভাইরাস দ্বারা । প্রধান উপসর্গ গুলি হচ্ছে জ্বর, কাশ এবং শ্বাস নিতে কষ্ট । এই রোগে মৃত্যুর হার ২৭%-৩০%
চিত্রেঃ MERS-CoV;l
শুধুমাত্র আরব এলাকায় এই ভাইরাস ছড়ানোর সম্ভাবনার কথা থাকলেও তা আস্তে আস্তে পৃথিবীতে ছড়িয়ে পড়ছে । সাধারণত যারা অসুস্থ লোকদের সংস্পর্শে ছিলেন তারাই এতে আক্রান্ত হচ্ছে । মে এর ২ তারিখে যুক্তরাষ্ট্রে সর্বপ্রথম মার্স ভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া জায় । তিনি সৌদি আরব থেকে যুক্তরাষ্ট্রে এসেছিলেন । তবে তিনি সম্পূর্ণ সুস্থ হওন এবং তাকে হাসপাতাল থেকে ছেরে দেয়া হয় । আবার মে মাসের ১১ তারিখে যুক্তরাষ্ট্রে আরেকজন রোগীর সন্ধান পাওয়া যায়, তিনিও সৌদি আরব থেকে ভ্রমণ করে এসেছিলেন । গতকাল ন্যাদারল্যান্ডসে দুজন মার্স রোগী ভর্তি হয়, তারাও সৌদি আরবে ভ্রমণ করেছিলেন ।
এই পর্যন্ত ১৮ টি দেশে এই রোগ ছড়িয়ে পরেছে । এখন পর্যন্ত এটা জানা গেছে যে এই রোগ ইনফ্লুয়েঞ্জা বা ফ্লু এর মতন গণহারে ছড়িয়ে পরে না । তবে তা ছোঁয়াচে । ইউরোপ বা আমেরিকায় ভ্রমণকারীর মাধ্যমে এই ছড়াচ্ছে । তবে অধিকাংশ লোক যারা সৌদি আরব যায়, তারা সাধারণত কাজে যায়; তারা জনসম্মুখে এত উন্মুক্ত হয় না । বা তারা ভিড়ের মাঝেও কম যায় । কিন্তু এই বিষয় টা পরিবর্তিত হতে পারে ।
সামনেই আসছে হজ্জ, আর হজ্জে প্রচুর ভিড় হয় । আর যারা হজ্জে যায় তাদের প্রচুর ভিড়ের সম্মুখীন হতে হয় । যার ফলে একটা ভালো সম্ভাবনা রয়েছে রোগটি ছড়িয়ে পড়ার । ভাইরাসটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে । সৌদি আরবের মতন এমন রুক্ষ পরিবেশে যে ভাইরাসটি টিকে রয়েছে এটাই আশ্চর্যজনক । বাংলাদেশের মতন প্রতিকূল পরিবেশ পেলে ভাইরাসটি যে আরও মারাত্মক ভাবে বিবর্তিত হবে না সেটার নিশ্চয়তাই বা কে দিতে পারে ?
হজ্জ মৌসুম তো সামনে, রোগটি জাতে বাংলাদেশে ছড়িয়ে না পড়তে পারে সে বিষয়ে বাংলাদেশ সরকার ভেবে দেখছে কি ?
*লেখাটি আগে লেখেছিলামঃ http://sovyota.com/node/1765
©somewhere in net ltd.