নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ট্রায়াঙ্গুলারেম

ট্রায়াঙ্গুলারেম › বিস্তারিত পোস্টঃ

Titanic কি আসলেই ডুবেছিল ?

৩১ শে মে, ২০১৪ রাত ৯:৪৬

আরএমএস টাইটানিক, এই পৃথিবীর ইতিহাসে অন্যতম বিখ্যাত একটি জাহাজ । এই জাহাজটি ১৪ [ ১৫]  ই এপ্রিল ১৯১২ সালে ডুবে জায় । ২২২৪ জন যাত্রীর মাঝে ১৫১৪ জন যাত্রীই মারা যান ।



 



এই জাহাজের ইতিহাসে বিস্তারিত আর যাচ্ছি না । তবে অনেকেই মনে করেন যে, যে জাহাজটি ডুবেছিল, তা টাইটানিক নয়।



 



১৯০৭ সালের দিকে জেপি মরগান টাইটানিক জাহাজের মতন এমন একটি বিশাল জাহাজের সম্ভাবনার দিকটি চিন্তা করে দেখেন এবং তিনি White Star Line কোম্পানি কে টাইটানিক তৈরি করতে বলেন । কিন্তু টাইটানিক তৈরির আগে একই রকম দেখতে তার Sister Ship অলিম্পিক তৈরি করা হয় ।







অলিম্পিক (বামে) টাইটানিক (ডানে) ছবিটি ১৯১২ সালে তোলা হয় । অলিম্পিক জাহাজের মেরামত তখন মাত্র শেষ হয়েছে ।



সেপ্টেম্বর ২০, ১৯১১ সালে ক্যাপ্টেন স্মিথ এর অধিনে অলিম্পিক একটি যুদ্ধ জাহাজকে ধাক্কা দেয় ।







তদন্তে ধরা পরে যে, দোষ ছিল অলিম্পিক ও তার ক্যাপ্টেনের । ইনস্যুরেন্স কোম্পানি White Star এর ইন্সুরেন্সের টাকা দিতে অস্বীকৃতি জানায় ।  এখানে অলিম্পিকের ক্ষতিগ্রস্ত জায়গাটি ভালভাবে খেয়াল করুন ।



White Star কোম্পানি এতে আর্থিক ভাবে ভেঙ্গে পড়ে । ১৯১২ সালের ফেব্রুয়ারি তে এই জাহাজের মেরামত কাজ শেষ হয় । যে ডকে এই জাহাজটি মেরামত করা হচ্ছিল তার পাশের ডকেই তৈরি হচ্ছিল টাইটানিক ।



এপ্রিল মাসের ১০ তারিখে টাইটানিক সেই ক্যাপ্টেন স্মিথের অধীনেই যুক্তরাষ্ট্রে রওনা হয় ।



কিন্তু Robin Gardiner এবং আরও অনেকেই বিশ্বাস করেন যে, যে জাহাজটি ডুবেছিল তা টাইটানিক নয় । প্রমান হিসেবে তারা বিভিন্ন ছবি ও যাত্রীদের জবানবন্দী উল্লেখ করে বলেন যে, এইসব পতথ্য এটাই প্রমান করে যে, ডুবে জাওয়া জাহাজটি ছিল অলিম্পিক । যা কিনা ইতিহাসের সবচেয়ে বড় ইনস্যুরেন্স স্ক্যাম ।



অলিম্পিক জাহাজ যে জায়গায় ক্ষতিগ্রস্থ হয়, ঠিক সেই একই জায়গায় "টাইটানিক" জাহাজটিও হিমবাহে ধাক্কা লাগে । এবং আধুনিক গবেষণা ও ডুবে জাওয়া জাহাজের রিবিট পরীক্ষা করে এটা বুঝা জায় যে, অই বিশেষ জায়গাটি কাঠামোগত ভাবে ছিল দুর্বল । অনেকে বলে থাকেন যে যদিও দুর্ঘটনার পর অলিম্পিক জাহাজটি আবারো সমুদ্র যাত্রার সার্টিফিকেট পেয়েছিল, কিন্তু জেপি মরগানের মতন প্রভাবশালী লোকের পক্ষে কয়েকজন সরাকারী কর্মকর্তাকে চুপ করানো অতটা কঠিন হবার কথা নয় ।



যদিও এই ঘটনার পর সেই "অলিম্পিক" জাহাজটি ১৯৩০ সাল পর্যন্ত সাগরে ছিল ।



যদি পোস্টটি ভালো লাগে তাহলে প্রিয়তে নিন । খারাপ লাগলে প্লিজ কমেন্ট করে বলুন কেন খারাপ লাগলো, ভুল হলে সেটাও বলুন । পরবর্তীতে তা শোধরাবার চেষ্টা অবশ্যই করব ।



উৎসঃ



1. The ship that never sunk (Robin Gardiner)



2. The Oxford Mail



3. YouTube

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩১ শে মে, ২০১৪ রাত ১০:০০

একজন ঘূণপোকা বলেছেন: যদি পোস্টটি ভালো লাগে তাহলে প্রিয়তে নিন । খারাপ লাগলে প্লিজ কমেন্ট করে বলুন কেন খারাপ লাগলো, ভুল হলে সেটাও বলুন । পরবর্তীতে তা শোধরাবার চেষ্টা অবশ্যই করব । B:-) B:-) B:-)


এইটা ফেইসবুক না মিয়া ভাই।

আর লেখা পুর্নাংগ নয়, আরেকটু ডিটেলস হলে আলোচনা করা যেত, আর ব্যাপারটা বুঝতেও পারতাম। :)

হ্যাপি ব্লগিং

২| ৩১ শে মে, ২০১৪ রাত ১১:৪৬

ক্যাপটেন জ্যাক স্প্যারো বলেছেন: টাইটানিকের কন্সপিরেসি সম্পর্কে জানতে চাইলে এই পোস্টটা পড়ে দেখুন । লেখক খুব সুন্দর ভাবে ব্যাখ্যা করেছেন।

৩| ০১ লা জুন, ২০১৪ রাত ১২:২৯

আহমেদ নিশো বলেছেন: বিষয়টা নিয়ে আগেও পড়েছি। অনেকগুলো কাহিনী প্রচলিত আছে। জানিনা কোনটা সত্য।

৪| ০১ লা জুন, ২০১৪ ভোর ৬:৩১

সকাল হাসান বলেছেন: কোনটা যে সত্যি আল্লাহ মাবূদ - নিত্যদিন নতুন নতুন কথা আসছেই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.