![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] http://trivuz.com ব্লগিং করে সমাজ পরিবর্তনের ফ্যান্টাসি আর নাই
বাংলা ভাষা সম্পর্কে যতই জানছি ততই বুঝতে পারছি বাংলা ভাষা সম্পর্কে আমার জ্ঞান কত কম! আর বানান ভুলের কথা নাইবা বললাম.... মাঝে মাঝে খুব পরিচিত বানানও মনে আসে না। আবার অনেক সময় অনিচ্ছাকৃত ভুল হয়ে যায়। এই পরিস্থিতি থেকে বাঁচতে কয়েক মাস আগে অটোমেটিক বানান ঠিক করে নেয়ার একটা ব্যবস্থা দাঁড় করেছিলাম। কাজটা অসম্পূর্ন ছিলো, আর সময়ের অভাবে বসতেও পারছিলাম না। বাংলা ব্লগ ও ফোরামগুলোতে ইদানিং বানান সচেতনতা নিয়ে বেশ কিছু ভাল লেখা চোখে পড়লো। সম্প্রতি সামহোয়্যারইন ব্লগেও বাংলা বানান নিয়ে বেশ হাঙ্গামা হয়ে গেল.. আর তাই সেই অসম্পূর্ণ কাজটা নিয়ে আবার বসে গেলাম।
প্রথমে যেহেতু একটি ফোরাম ইঞ্জিনের এক্সটেনশন হিসেবে কাজটা শুরু করেছিলাম সেহেতু ফিনিশিংটাও ওটা দিয়েই করছি। পাশাপাশি বাংলা বানান ও ভাষা বিষয়ক চমৎকার লেখালেখিগুলোকে একটা নির্দিষ্ট জায়গায় রাখার প্রচেষ্টাও চালাচ্ছি।
বাংলা বানান যাচাইকরণঃ
বাংলা ভাষায় লেখা আপনার যেকোন লেখার সাধারণ ভুলগুলো ঠিক করে নিতে ব্যবহার করতে পারেন এই টুলটি। বানান ঠিক করার লিংকটি ওপেন করে আপনার লেখাটুকু কপি-পেস্ট করে দিন, অথবা ওখানেই টাইপ করুন। অতঃপর "যাচাই করুন" বাটনটিতে ক্লিক করুন। আপনার লেখাটিতে থাকা বানান সংক্রান্ত ভুলগুলোকে শুদ্ধ হয়ে আপনার চোখের সামনে ভেসে ওঠবে। তারপর ওখান থেকে কপি পেস্ট করে টেক্সটুকু যেকোন সাইটে ব্যবহার করতে পারবেন। (যাচাই করুন এ ক্লিক না করে "সাবমিট" এ ক্লিক করলে আপনার লেখার একটি কপি ওখানে সংক্ষিত হয়ে যাবে। কেউ চাইলে নিজের লেখাগুলোর একটি কপি ওখানে রাখতে পারেন, তবে তার জন্য আপনাকে নিবন্ধিত হতে হবে। কেউ নিবন্ধিত না হয়ে ভুলক্রমে সাবমিট দিয়ে ফেললেও সমস্যা নেই, একটা নির্দিষ্ট সময় পর আপনার পোস্টটি ওখান থেকে নিজে থেকে মুছে যাবে।
এই সিস্টেমটি এখনো প্রাথমিক অবস্থায় আছে বিধায় খুব বেশী বানান ঠিক করতে সক্ষম নয়। পরিক্ষামূলক ভাবে চালু করা এই বানান শুদ্ধিকরণ সার্ভিসে নিচের শব্দগুলো লিখে দেখুন-
আশ্চর্য্য, গীতাঞ্জলী, চট্রগ্রাম, দারুন, পুস্পাঞ্জলী, পোষ্ট , ব্যাক্তিগত, ব্যাবহার, ভূল, শ্রদ্ধাঞ্জলী, সাধারন, ধৈর্য্য
এই শব্দগুলোর মত আরো অনেক শব্দ আছে যেগুলোর বানানে আমরা সচারাচর ভুল করে থাকি। এধরনের আরো কমন ভুলের তালিকা তৈরি করে সিস্টেম ডাটাবেসে যুক্ত করার কাজ চলছে। এই ডাটাবেস তৈরিতে আপনিও ভূমিকা রাখতে পারেন। নিচের ফর্মেটে জানিয়ে দিন এধরনের সাদামাটা ভুল ও সঠিক বানানটি। উদাহরণ-
সাধারন - সাধারণ
দারুন - দারুণ
ভূল - ভুল
ধৈর্য্য - ধৈর্য
আপাতত বাংলা একাডেমীর আধুনিক বানানরীতি অনুসারে এটিকে সমৃদ্ধ করা হচ্ছে। আপনাদের সহযোগিতা পেলে কাজটি আরো সহজ ও দ্রুততর হতে পারে। এই সিস্টেমটিকে আরো উন্নত করে বাক্য গঠন সংক্রান্ত ভুলগুলোও ঠিক করার ব্যবস্থা করা যায় কিনা ভাবছি। আপনাদের যেকোন ধরনের পরামর্শ সাদরে গ্রহণ করা হবে।
বানান শুদ্ধ করার জন্য নিচের লিংকে ভ্রমণ করুন-
লিংকঃ Click This Link
মজিলা ফায়ারফক্স ব্যবহারকারীরা নিচের লিংকে গিয়ে বুকমার্ক করে নিতে পারে-
লিংকঃ Click This Link
ইতিপূর্বে যারা বাংলা ভাষা বিষয়ক অসাধারণ সব পোস্ট দিয়ে সবাইকে সচেতন করেছেন তাদের লেখাগুলো সব ওখানে আর্কাইভ করার অনুমতি চাচ্ছি। সবচাইতে ভাল হয় যদি ওখানে নিক রেজিস্ট্রেশন করে নিজে থেকে পোস্ট করে রেখে আসেন।
লিংক: Click This Link
০১ লা জুলাই, ২০০৯ ভোর ৫:২২
ত্রিভুজ বলেছেন: এটার শব্দ ভান্ডারটা সমৃদ্ধ করতে হবে। অল্প কিছু শব্দ নিয়ে শুরু করলাম.... প্রতিদিন যতটা সম্ভব যুক্ত করবো... শব্দ যুক্ত করার বিষয়ে সাহায্য করো...
১৬ ই জুলাই, ২০০৯ সকাল ৮:৩৫
ত্রিভুজ বলেছেন: আপডেট : ১৫ জুলাই, ০৯
টুলটি এখন পর্যন্ত ৪০০ এর বেশী সাধারণ ভুল ঠিক করতে সক্ষম। ব্যকরণ সংক্রান্ত কিছু আপডেটের কাজও চলছে। বেশ চমৎকার একটি ফিচারও যুক্ত করলাম। এখন থেকে ভুলগুলো থেকে ঠিক হওয় শব্দগুলো সব বোল্ড দেখাবে-
লিংক: Click This Link
২| ০১ লা জুলাই, ২০০৯ ভোর ৫:২০
দ্রোহি বলেছেন: দারুন হয়েছে!
০১ লা জুলাই, ২০০৯ ভোর ৫:২৬
ত্রিভুজ বলেছেন: "দারুন হয়েছে!" কথাটা ওখানে যাচাই করে দেখুন কি বলে...
আপনাদের সহযোগীতা পেলে এর শব্দভান্ডার খুব দ্রুত শক্তিশালী হয়ে ওঠবে.. সাধারণ ভুলগুলোর একটা তালিকা করে মেইল করতে পারেন বা এখানে রেখে যেতে পারেন।
৩| ০১ লা জুলাই, ২০০৯ ভোর ৫:২৫
বিডি আইডল বলেছেন: ব্লগে গোটা তিনেক লিংক দেখেছিলাম এর আগে...সবই পরীক্ষামূলক
৪| ০১ লা জুলাই, ২০০৯ ভোর ৫:৪০
না বলা কথা বলেছেন:
আপনাদের সহযোগীতা পেলে---এখানেই সহযোগীতা বানান ভুল।
সহযোগী, সহযোগিতা।
ধন্যবাদ।
০১ লা জুলাই, ২০০৯ ভোর ৫:৪৪
ত্রিভুজ বলেছেন: অনেক ধন্যবাদ। আমার বানানের অবস্থা খুব একটা সুবিধার না। সেজন্য বই ঘেঁটে ঘেঁটে তৈরি করতে হচ্ছে শব্দভান্ডার।
এধরনের সাধারণ ভুলগুলোর একটা তালিকা দিতে পারলে ভাল হতো...
"সহযোগীতা" যুক্ত হয়ে গেল...
৫| ০১ লা জুলাই, ২০০৯ ভোর ৬:৩০
বজ্রাহত বলেছেন: খুব ভালো উদ্যোগ। ধন্যবাদ।
তবে ভালো কোনো রেফারেন্স অনুসরণ করবেন আশারাখি।
০১ লা জুলাই, ২০০৯ ভোর ৬:৩৭
ত্রিভুজ বলেছেন: হ্যাঁ.. রেফারেন্সের বিষয়টায় বেশী গুরুত্ব দিচ্ছি। প্রয়োজনীয় শব্দগুলোর (যেগুলো আমরা বেশী ভুল করি) একটি তালিকা তৈরিতে সাহায্য করতে পারেন। কাজটা দ্রুত শেষ হবে তাহলে....
৬| ০১ লা জুলাই, ২০০৯ সকাল ৭:০১
টুশকি বলেছেন: এটা কি করলেন? আপনি জেনেশুনে পিংকি আপার চাকরি খাওয়ার ধান্ধায় আছেন? এটা বানানো শেষ হলে আমাদের পিংকি আপা কিভাবে বানানে ভুল ধরবে?
০১ লা জুলাই, ২০০৯ সকাল ৭:১৩
ত্রিভুজ বলেছেন: পিংকি আপুর ভয়েই তো বানাইলাম... উনি বিসমিল্লাহ বইলা "ত্রিভুজ" বানানই ভুল লিখসি বইলা ফতোয়া জারি কইরা দিলেন... নিক নিয়াই টানাটানি অবস্থা... পোস্টগুলি পড়লে তো কপালে দুঃখের সীমা থাকবো না...
৭| ০১ লা জুলাই, ২০০৯ সকাল ৭:১২
এস এ মেহেদী বলেছেন: ভালো একটা পোষ্ট।++++
কেমন আছেন ত্রিভুজ ভাই?
০১ লা জুলাই, ২০০৯ সকাল ৭:১৬
ত্রিভুজ বলেছেন: ধন্যবাদ মেহেদী... চলছে আলহামদুলিল্লাহ...
৮| ০১ লা জুলাই, ২০০৯ সকাল ৯:০৪
লীনা দিলরূবা বলেছেন: প্রিয়তে.......
০১ লা জুলাই, ২০০৯ সকাল ৯:৫৪
ত্রিভুজ বলেছেন: থ্যাংকস...
৯| ০১ লা জুলাই, ২০০৯ সকাল ৯:১৮
শ।মসীর বলেছেন: টুশকি বলেছেন: এটা কি করলেন? আপনি জেনেশুনে পিংকি আপার চাকরি খাওয়ার ধান্ধায় আছেন? এটা বানানো শেষ হলে আমাদের পিংকি আপা কিভাবে বানানে ভুল ধরবে?
----------------------------------------------------------------
গুড জব।আশাকরি কাজটাকে পরিনতির দিকে এগিয়ে নেবেন।
০১ লা জুলাই, ২০০৯ সকাল ৯:৫৬
ত্রিভুজ বলেছেন: ইনশাল্লাহ.... আগামী একসপ্তাহের ভেতরে ৩০০-৪০০ শব্দের একটা ভান্ডার গড়ে তোলার লক্ষ্যে কাজ করছি...
১০| ০১ লা জুলাই, ২০০৯ সকাল ৯:২৪
বিলাশ বিডি বলেছেন: দারুণ কাজ! শুভ কামনা।
০১ লা জুলাই, ২০০৯ সকাল ৯:৫৯
ত্রিভুজ বলেছেন: থ্যাংকস।
১১| ০১ লা জুলাই, ২০০৯ সকাল ৯:৫৫
এস আই সাঈদ বলেছেন: ভালো এবং দরকারি পোষ্ট, প্রিয়তে নিলাম। ধন্যবাদ।
০১ লা জুলাই, ২০০৯ সকাল ১০:১২
ত্রিভুজ বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
১২| ০১ লা জুলাই, ২০০৯ সকাল ১০:১৩
মুহাম্মদ মোহেব্বুর রহমান বলেছেন:
শুভকামনা রইল।
০১ লা জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:১৭
ত্রিভুজ বলেছেন: ধন্যবাদ।
১৩| ০১ লা জুলাই, ২০০৯ দুপুর ২:৩৩
কাজু বলেছেন: ধন্যবাদ। আপনার সফলতা কামনা করছি।
০১ লা জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:০৮
ত্রিভুজ বলেছেন: ধন্যবাদ।
১৪| ০১ লা জুলাই, ২০০৯ বিকাল ৩:৩৩
শুভ৭৭ বলেছেন: প্রিয়তে রাখলাম.। কাজে লাগতে পারে।
০১ লা জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:২৬
ত্রিভুজ বলেছেন: থ্যাংকস...
১৫| ০১ লা জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:২৮
ত্রিভুজ বলেছেন: নতুন যুক্ত করা শব্দসমূহ-
সুক্ষ, সূক্ষ, সুক্ষ্ম = সূক্ষ্ম
দন্দ, দ্বন্দ, দন্দ্ব = দ্বন্দ্ব
সরসতী, সরস্বতী, স্বরসতী = স্বরস্বতী
অন্তঃসত্তা, অন্তঃসত্বা, অন্ত্যঃসত্তা = অন্তঃসত্ত্বা
মূহুর্ত , মূহূর্ত, মুহুর্ত = মুহূর্ত
মুমুর্ষু , মূমুর্ষু , মূমূর্ষু = মুমূর্ষু
শিরচ্ছেদ, শিরোচ্ছেদ, শিরোশ্ছেদ = শিরশ্ছেদ
তৎসত্বেও, তৎসত্তেও, তদসত্ত্বেও = তৎসত্ত্বেও
টিকাটিপ্পনি, টীকাটিপ্পনি, টীকাটীপ্পনী = টীকাটিপ্পনী
(ী-কার+ি-কার+ী-কার)
তদ্ব্যতিত, তদ্ব্যাতিত, তদ্ব্যাতীত = তদ্ব্যতীত
দুরাকাঙ্খা, দূরাকাঙ্খা, দূরাকাঙ্ক্ষা = দুরাকাঙ্ক্ষা
পুঙ্খাণুপুঙ্খ , পুঙ্খানুপূঙ্খ , পুঙ্খাণুপূঙ্খ = পুঙ্খানুপুঙ্খ
কুপমণ্ডুক , কূপমণ্ডুক, কুপমণ্ডূক = কূপমণ্ডূক
(দুটোই দীর্ঘ ঊ-কার (ূ))
পুর্বসুরি , পূর্বসুরি , পুর্বসুরী = পূর্বসূরী
ব্যতিব্যাস্ত, ব্যাতিব্যস্ত, ব্যাতিব্যাস্ত = ব্যতিব্যস্ত
(বি+অতি (ব্যতি) ও বি+অস্ত (ব্যস্ত)। বি- উপসর্গের সাথে অ-ধ্বনিঃ ব্যক্ত, ব্যক্তি, ব্যঙ্গাত্মক, ব্যতিরেক, ব্যবচ্ছেদ, ব্যবধান, ব্যবসায়ী, ব্যর্থ, ব্যষ্টি। )
১৬| ০১ লা জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:৫১
সৌরদীপ্ত বলেছেন: জটিল কাজ করছেন ত্রিভূজ ভাই
০১ লা জুলাই, ২০০৯ রাত ৯:১৯
ত্রিভুজ বলেছেন: ধন্যবাদ। নতুন শব্দ দিয়ে সাহায্য করতে পারেন..
১৭| ০১ লা জুলাই, ২০০৯ রাত ৯:৩৪
এস এ মেহেদী বলেছেন: প্রিয়তে রাখলাম।
০২ রা জুলাই, ২০০৯ রাত ১:২৯
ত্রিভুজ বলেছেন: ধন্যবাদ।
১৮| ০২ রা জুলাই, ২০০৯ রাত ২:৫৭
রুবেল শাহ বলেছেন: সত্যি দারুন কাজ.............
০২ রা জুলাই, ২০০৯ দুপুর ২:৩১
ত্রিভুজ বলেছেন: ধন্যবাদ।
১৯| ০২ রা জুলাই, ২০০৯ রাত ৩:৩৩
মাসুদুল হক বলেছেন: ধন্যবাদ ত্রিভুজ, কাজে লাগবে,বানান নিয়ে আমি খুব সমস্যায় থাকি!!
০২ রা জুলাই, ২০০৯ বিকাল ৫:২০
ত্রিভুজ বলেছেন: বানান নিয়ে কমবেশী সবাই সমস্যায় থাকে...
২০| ০৩ রা জুলাই, ২০০৯ রাত ৯:২৪
সোহানা মাহবুব বলেছেন: প্রিয়তে নিলাম।আপনার এই উদ্যোগটি সফল হোক।শুভকামনা রইল।
০৫ ই জুলাই, ২০০৯ রাত ১২:৫০
ত্রিভুজ বলেছেন: ধন্যবাদ।
২১| ০৪ ঠা জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:১৭
মোতাব্বির কাগু বলেছেন: Click This Link
২২| ০৬ ই জুলাই, ২০০৯ রাত ৩:১৫
শওকত বলেছেন: প্রিয়তে নিলাম।আপনার এই উদ্যোগটি সফল হোক।শুভকামনা রইল।
০৬ ই জুলাই, ২০০৯ ভোর ৪:৩৩
ত্রিভুজ বলেছেন: থ্যংকস....
শব্দ ভান্ডার তৈরিতে সাহায্য করতে পারলে বেশী ভাল হতো।
২৩| ০৬ ই জুলাই, ২০০৯ ভোর ৫:৪৪
চিটি (হামিদা রহমান) বলেছেন: খুব ভালো উদ্যোগ। কাজ যেনো থেমে না থাকে।
০৬ ই জুলাই, ২০০৯ ভোর ৫:৫৬
ত্রিভুজ বলেছেন: নাহ, থামবে না। কিন্তু লোকজন সচরাচর কোন কোন বানান ভুল করে সেগুলোর তালিকা তৈরি করাটা এত কঠিন আগে বুঝতে পারিনি। ফ্রি টাইমের পুরোটাই এখন ব্লগ পড়ি... শুধু বানান ভুল ধরার জন্য। এই কাজটায় সাহায্য করার মত কাউকে পাচ্ছি না... বনের মোষ তাই একাই তাড়াচ্ছি.....
২৪| ০৭ ই জুলাই, ২০০৯ রাত ১০:০৯
ফালাক বলেছেন: গুড জব।
০৮ ই জুলাই, ২০০৯ রাত ৩:০৬
ত্রিভুজ বলেছেন: থ্যাংকস...
২৫| ০৮ ই জুলাই, ২০০৯ ভোর ৪:২২
প্রিয়সখা বলেছেন: +++++
০৮ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:৪৬
ত্রিভুজ বলেছেন: ধন্যবাদ।
২৬| ০৯ ই জুলাই, ২০০৯ রাত ১২:২৫
আবু সালেহ বলেছেন:
থ্যান্কু থ্যান্কু....তোমারে......
বহুত কামের জিনিস....
০৯ ই জুলাই, ২০০৯ সকাল ৯:৫৬
ত্রিভুজ বলেছেন: হু.. কাজটা শেষ হলে অনেকেরই কাজে লাগবে। ইতিমধ্যে শ'খানেক কমন ভুলের শব্দ ভান্ডার তৈরি করে ফেলেছি। আরো যুক্ত করছি... শ'দুয়েক হলেই আরেকটা পোস্ট দিয়ে ব্যবহার পদ্ধতির বিস্তারিত জানাবো।
২৭| ০৯ ই জুলাই, ২০০৯ রাত ১২:৩৪
সৌম্য বলেছেন: ভালো জিনিস। কাজে লাগবে। আমি অবশ্য বানান কেয়ার করি না। ভুল হইলে হইছে কার কি? হা হা হা হা
কেওকারাডং যাচ্ছেন তো? পাহাড়ী ঢল ভেঙ্গে যাবো ঝিরির পথ দিয়ে, আর ফিরবো গতবারের চ্যামা খাল দিয়ে।
০৯ ই জুলাই, ২০০৯ সকাল ১১:১৭
ত্রিভুজ বলেছেন: ভুল করতে করতেই মানুষ শেখে। তবে মাঝে মাঝে খুব সাধারণ কিছু বানান আমরা ক্রমাগত ভুল করে যাই। সেগুলো অন্তত ঠেকানো উচিত... আর বানান ঠিক থাকলে লেখার মান বাড়ে। সিরিয়াস লেখাগুলোর বানান ঠিক হওয়া জরুরী।
অক্টোবরের আগে আর কোথাও যাচ্ছি না মনে হয়। প্রচুর কাজ জমে গিয়েছে.. আর নতুন কিছু কাজ শুরু করেছি। যাকে বলে পুরোপুরি দৌড়ের উপর.... বান্দরবানে বর্ষাযাপন হলো না... আফসোস!
২৮| ০৯ ই জুলাই, ২০০৯ সকাল ১০:৪৫
কালের শপথ বলেছেন: সরাসরি প্রিয়তে.....ভাষার জন্য আপনার উদ্যোগটি সমাদৃত হোক, এ কামনাই করছি।
০৯ ই জুলাই, ২০০৯ সকাল ১১:২০
ত্রিভুজ বলেছেন: থ্যাংকস।
২৯| ১১ ই জুলাই, ২০০৯ রাত ১২:২৬
হিটলারের সাগরেদ বলেছেন: আসুন সবাই মিলে প্রথম আলোর দেশ বিরোধী তৎপরতা আর হলুদ সাংবাদিকতা রুখে দাড়াঁই।
আসুন সবাই মিলে প্রথম আলো বয়কট করি।
সবাই একটা করে পোষ্ট দেন।
১১ ই জুলাই, ২০০৯ সকাল ৭:৫৭
ত্রিভুজ বলেছেন: প্রথম আলোর কাজটা দুঃখজনক! প্রথম আলো ব্লগে গিয়ে এটা নিয়ে বলে এসেছি। হয়তো কতৃপক্ষের চোখে পড়বে।
টিপাই বিরোধী যেকোন আন্দোলনের সাথে আছি।
দেশ বিরোধী যেকোন শক্তির বিপক্ষে আছি।
৩০| ১১ ই জুলাই, ২০০৯ সকাল ৭:০২
পান্থ বিহোস বলেছেন: Click This Link
১১ ই জুলাই, ২০০৯ সকাল ৮:১০
ত্রিভুজ বলেছেন: জবাব দিলাম... আপনার প্রশ্নগুলো চোখ এড়িয়ে গিয়েছে বলে দুঃখিত।
৩১| ১১ ই জুলাই, ২০০৯ সকাল ৭:০৬
আরিয়ানা বলেছেন: খুবই ভাল উদ্বোগ!!!!
১১ ই জুলাই, ২০০৯ সকাল ৮:৩৯
ত্রিভুজ বলেছেন: থ্যাংকস...
৩২| ১১ ই জুলাই, ২০০৯ সকাল ৭:৩৭
মে ঘ দূ ত বলেছেন: ধারুণ উদ্যোগ। সাধুবাদ জানায়।
১১ ই জুলাই, ২০০৯ সকাল ৯:১৭
ত্রিভুজ বলেছেন: ধন্যবাদ।
আপডেটঃ
কাজ অনেকদূর হয়ে গিয়েছে.. আশা করি দুই একদিনের ভেতরে ২০০ এর মত সাধারণ ভুল সংশোধন করার উপযোগী ভার্সন রিলিজ দেয়া যাবে।
৩৩| ১২ ই জুলাই, ২০০৯ সকাল ৯:৪৫
ইউটার্ন বলেছেন: বাংলা বানান নিয়ে আমার দারুন সমস্য.....আপনার এই পোস্ট আমার খুব কাজে দেবে ভাইয়া। আপনাকে ধন্যবাদ।
১২ ই জুলাই, ২০০৯ দুপুর ১:৩৪
ত্রিভুজ বলেছেন: ধন্যবাদ।
৩৪| ১৩ ই জুলাই, ২০০৯ দুপুর ১২:৪৬
জুহো. বলেছেন: বাংলা ফন্টের সাথে সাথে বাংলা কি বোর্ড লে আউট নিয়েও কিছু করা দরকার। এত এত কিবোর্ড লেআউট নিয়ে যন্ত্রনা আর ভাল লাগে না। বাংলা নিয়ে আমিও একটা লেখা পোষ্ট করেছিলাম।
Click This Link
১৩ ই জুলাই, ২০০৯ দুপুর ২:৪৬
ত্রিভুজ বলেছেন: আপনার লেখাটা পড়লাম। আপনি ব্রাউজারে সঠিক ভাবে বাংলা সেটাপ + ফন্ট সেটাপ করে ইউনিজয় ব্যবহার করতে শুরু করুন। সব সমস্যার সমাধান হয়ে যাবে। আর বাংলায় ইউনিভার্সেল কিছুর জন্য এখন অপেক্ষা করে লাভ নেই। তবে কাজ থেমে নেই .. অনেকেই কাজ করে যাচ্ছে। বাংলা কিবোর্ড লেআউট নিয়ে হাসিন ভাই সহ আরো বেশ কয়েকজন প্রচুর কাজ করেছে। মানচুর প্রভাত, অভ্রের ফোনেটিক, সামহোয়্যারইনের ফোনেটিক সহ আরো বেশ কিছু ভাল কাজ হয়েছে। সম্প্রতি হাসিন ভাই কিবোর্ড লেআউটগুলো নিয়ে আরো কিছু কাজ করার ঘোষণা দিয়েছেন।
যাই হোক, আবারো বলি- বাংলা সঠিক ভাবে সেটাপ করে ফেলুন আর ইউনিজয় শিখুন, সব সমস্যার সমাধাণ হয়ে যাবে আশা করি।
৩৫| ১৩ ই জুলাই, ২০০৯ দুপুর ১২:৫৯
ইন্ঞ্জিনিয়ার বলেছেন: দারুণ। প্লাস দিলাম।
১৩ ই জুলাই, ২০০৯ বিকাল ৩:৫৯
ত্রিভুজ বলেছেন: ধন্যবাদ।
৩৬| ১৪ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:৪১
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: +। এই রকম কষ্ট সাধ্য উপকারী উদ্যোগকেও যারা মাইনাস দেয় তারা কুলাঙ্গার ছাড়া আর কিছুই না। ভালো উদ্যোগের জন্য ত্রিভুজ ভাইয়ের জন্য শুভ কামনা রইল।
১৫ ই জুলাই, ২০০৯ রাত ১২:২৭
ত্রিভুজ বলেছেন: প্লাস মাইনাসে কিছু যায় আসে না।
আপনাকেও ধন্যবাদ।
৩৭| ১৫ ই জুলাই, ২০০৯ রাত ১২:০১
অনুপ্রবেশ বলেছেন: "ত্রিভুজ" নাকী "ত্রিভূজ" হবে!!
১৫ ই জুলাই, ২০০৯ রাত ১২:১৬
ত্রিভুজ বলেছেন: "ত্রিভুজ"
৩৮| ১৫ ই জুলাই, ২০০৯ দুপুর ১:৪৪
ত্রিভুজ বলেছেন: আপডেটঃ টুলটি এখন পর্যন্ত ৩৭০ এর বেশী সাধারণ ভুল ঠিক করতে সক্ষম। ব্যকরণ সংক্রান্ত কিছু আপডেটের কাজও চলছে। বেশ চমৎকার একটি ফিচারও যুক্ত করলাম। এখন থেকে ভুলগুলো থেকে ঠিক হওয় শব্দগুলো সব বোল্ড দেখাবে-
Click This Link
৩৯| ১৬ ই জুলাই, ২০০৯ সকাল ৮:১২
অ্যামাটার বলেছেন: প্রিয়-তে।
১৬ ই জুলাই, ২০০৯ সকাল ৯:০৩
ত্রিভুজ বলেছেন: থ্যাংকস...
৪০| ১৬ ই জুলাই, ২০০৯ সকাল ১০:৫২
সানান বলেছেন: খুব দরকারী পোষ্ট। ধন্যবাদ।
১৭ ই জুলাই, ২০০৯ রাত ২:৫৩
ত্রিভুজ বলেছেন: ধন্যবাদ।
৪১| ১৭ ই জুলাই, ২০০৯ রাত ৩:৩৪
এসব কি হচ্ছে ! বলেছেন: নতুন বাংলা ব্লগারদের জন্য খুবই প্রয়োজনীয় পোস্ট। অনেক ধন্যবাদ।
২০ শে জুলাই, ২০০৯ দুপুর ১২:০৪
ত্রিভুজ বলেছেন: ধন্যবাদ।
৪২| ১৭ ই জুলাই, ২০০৯ রাত ৩:৩৬
এসব কি হচ্ছে ! বলেছেন: এই লেখায় কারা মাইনাস দিচ্ছেন তা জানানোর জন্য লেখককে অনুরোধ করা হল
২৪ শে জুলাই, ২০০৯ রাত ১১:১৯
ত্রিভুজ বলেছেন: মাইনাস দিলে সমস্যা নাই...
৪৩| ০১ লা মে, ২০১০ দুপুর ১২:৩০
ইব্রাহীম আহমেদ বলেছেন: অনেক ধন্যবাদ ।
আমরা ইন্টার পার হলে বাংলায় কথা বলি আর ইংরেজীতে লিখি ।
শেষে কোন টাই হয় না ।
৪৪| ১১ ই জুলাই, ২০১০ রাত ১০:২৯
মো : সোহেল রানা বলেছেন: এই জিনিসটার অভাব অনুভব করছি গত ১০ বছর যাবৎ। বাংলা ম্যাগাজিনের কাজ করতে হয়। বানান নিয়ে অনেক সময় ডিকশেনারীত খুঁজে খুঁজে হয়রান হতে হয়। ধন্যবাদ ত্রিভূজ ভাই ++++
৪৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০১০ ভোর ৪:২৬
র হাসান বলেছেন: ভালো পোষ্ট! প্লাস!!
Bangladesh travel info for tourists and expats
৪৬| ০১ লা নভেম্বর, ২০১০ সকাল ৯:৪২
মোহাম্মদ লোমান বলেছেন: অনেক অনেক অনেক ভাল পোস্ট + এবং প্রিয়তে
৪৭| ১৭ ই নভেম্বর, ২০১১ রাত ১২:৩৯
মোস্তফা কামাল পলাশ বলেছেন: দারুন একটা উদ্যগ, অনেক পরে হলেও চোখে পড়ল। বানান ভুল আমার জন্য সবচেয়ে বর সমস্যা ।
সোজা প্রিয়তে ।
আপনাকে অনেক ধন্যবাদ
৪৮| ৩১ শে ডিসেম্বর, ২০১১ রাত ৯:৩৭
আজাদ আল্-আমীন বলেছেন: প্রিয়তে নিলাম। অনেক কাজে লাগবে। ধন্যবাদ ত্রিভুজ ভাই।
৪৯| ২৮ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৪৬
মোজাহিদুর রহমান ব বলেছেন: ভাই লিং গুলা কাজ করছেনা
©somewhere in net ltd.
১|
০১ লা জুলাই, ২০০৯ ভোর ৫:২০
ফারহান দাউদ বলেছেন: একটা ভাল স্পেলচেকার আসলেই দরকার ছিল। উদ্যোগটা যেন থেমে না যায়।