![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যোগাযোগের ক্ষেত্রে অনাকাঙ্ক্ষিত বিড়ম্বনা এবং নিরাপত্তা বজায় রাখতে ট্রু-কলার সম্প্রতি তাদের সেবার মানকে আরো উন্নত করেছে। ’New Block Tab’ এর নতুন ফিচার ব্যবহার করে আপনার মোবাইল ফোনে অযাচিত ফোন কল ও স্প্যামকে আরো শক্তভাবে নিয়ন্ত্রন করতে পারেন।
এতে নতুন কি আছে?
নতুন এই এ্যাডভান্সড ‘ব্লক ফিচার’ এর কিছু কার্যকরী অপশনের মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করার পদ্ধতিকে খুব সহজেই আপনি নিয়ন্ত্রন করতে পারবেন। কেমন হয় যদি একটা নির্দিষ্ট দেশ থেকে আশা সকল ফোন কলকে ব্লক করে দিলেন? অথবা কোন একটি নির্দিষ্ট এরিয়া কোড থেকে কেউ ফোন দিতে পারলো না বা কোন নির্দিষ্ট সিরিজের কোন নাম্বার থেকে ফোন আসবে না??
আপনার পছন্দ ও প্রয়োজন অনুসারে সেটিংস থেকে অটো কল রিজেক্ট, কল ব্লক অথবা মিউট করে রাখতে পারেন।
সারা পৃথিবীজুড়ে ট্রুকলারের প্রায় ১৫০ মিলিয়ন ব্যবহারকারী আছে যারা এই সার্ভিসটি ব্যবহার করে অপরিচিত নাম্বার চিহ্নিত করছে, অনাকাঙ্ক্ষিত নাম্বারকে ব্লক করছে, স্প্যাম থেকে রক্ষা পাচ্ছেন এবং যোগাযোগের সঠিক তথ্য পাচ্ছেন। প্রায় ১.৭ বিলিয়ন নাম্বারের সাথে সংযুক্ত এই এ্যাপটি হাজারো মানুষের ফোন বিড়ম্বনা দূর করেছে।
অপরিচিত এবং অনাকাঙ্ক্ষিত নাম্বারকে ব্লক করার একটি এ্যাপস হিসেবে ট্রু কলারের যাত্রা শুরু হয়েছিল, যা পরবর্তীতে ব্যবহারকারীদের প্রয়োজন মেটাতে আধুনিক ও উন্নত হয়ে দৈনন্দিন যোগাযোগের ক্ষেত্রে আগত বিভিন্ন স্প্যাম, অর্থহীন ও অনাকাংখিত কলগুলোকে বন্ধ করে গুরুত্বপূর্ন সময় বাঁচাচ্ছে।
এলান ম্যামেডি এবং নামি যারিংহালাম ছিলেন ট্রু কলারের প্রতিষ্ঠাতা। ২০০৯ সালে তারা লক্ষ্য করলেন, বিদেশে অবস্থানরত পরিবার বা বন্ধু কিংবা কাজের ক্ষেত্রে বিভিন্ন প্রফেশনালদের মিসকল বা অপরিচিত নাম্বারকে চিহ্নিত করতে পারছেন না। এই লক্ষ্যেই তারা শুরু করলেন ট্রুকলার নামের এই সেবাটি।
ট্রু কলারের এশিয়ার ভাইস প্রেসিডেন্ট ক্যারি কৃষ্ণনামুর্তি বলেন, আমাদের এ্যাপ্লিকেশনটির তখনই আরো কার্যকর বলে প্রতিয়মান হয় যখন বিশ্বজুড়ে ১৫০ মিলিয়ন ব্যবহারকারীরা ট্রুকলারের বিভিন্ন ফিচারগুলোকে তাদের যোগাযোগের ক্ষেত্রে ব্যবহার করে অপ্রয়োজনীয় ফোন নাম্বার, স্প্যাম ইত্যাদিকে ব্লক করে নিজেদের সময় বাঁচাতে পারেন। ভবিষ্যতে ট্রু কলারের সার্ভিস আরো বেশি কার্যকর হবে।
ট্রু কলার এ্যাপটি ডাউনলোড করতে ভিজিট করুনঃ Google Play, Windows Phone, BlackBerrySymbian, Nokia পাশাপাশি, ফ্রি ট্রু কলার এ্যাডটি Android ও Windows Phone ও পাওয়া যাচ্ছে।
২৬ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:৫২
ট্রু কলার (truecaller) বলেছেন: ব্যবহার করে দেখুন। আশা করি এ্যাপটির কার্যকারিতা দ্রুত বুঝতে পারবেন।
২| ২৮ শে মার্চ, ২০১৬ রাত ১২:০৪
শুপ্ত বলেছেন: দেখি ব্যবহার করে।
©somewhere in net ltd.
১|
২৬ শে জুলাই, ২০১৫ দুপুর ১:৪২
সুমন কর বলেছেন: এখনো ব্যবহার করা হয়নি।