নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্প্যাম মেইল বন্ধে আপনার বিশ্বস্ত বন্ধু।

ট্রু কলার (truecaller)

ট্রু কলার (truecaller) › বিস্তারিত পোস্টঃ

মোবাইল স্প্যাম এবং অপরিচিত ম্যাসেজ বন্ধের লক্ষ্যে ট্রু কলার নিয়ে এলো ট্রু ম্যাসেঞ্জার।

১৭ ই আগস্ট, ২০১৫ ভোর ৫:২৮

মোবাইল স্প্যাম এবং অপরিচিত ম্যাসেজ বন্ধের লক্ষ্যে ট্রু কলার নিয়ে এলো ট্রু ম্যাসেঞ্জার।

১৫০ মিলিয়ন ব্যবহারকারীর ট্রু ম্যাসেঞ্জার আপনাকে দিচ্ছে জাদুকরী সুবিধা যার মাধ্যমে আপনি নির্দিষ্ট নাম দিয়ে ইনবক্স থেকে স্প্যাম মেইল কে ব্লক এবং ফিল্টার করতে পারবেন।


স্টকহোম আগষ্ট ১৭, ২০১৫
সারা বিশ্বের মানুষের কাছে ট্রু কলার আজকে থেকে নিয়ে এলো ট্রু মেসেঞ্জার এ্যাপ যার লক্ষ্য হলো এসএমএসের মাধ্যমে যোগাযোগকে আরো আধুনিক এবং আরো সামাজিক করা। এই এ্যাপসটি এখন গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। এটা এমন একটি এ্যাপস যা যে কোন নাম্বারকে নাম দিয়ে চিহ্নিত করা যায়। ১৫০ মিলিয়ন ব্যবহারকারীর অভিজ্ঞতা পারস্পরিক আদান প্রদানের ভিত্তিতে এই এ্যাপটি আপনার ইনবক্সকে অপ্রয়োজনীয় বা স্প্যাম মেইল থেকে সুরক্ষা করতে সাহায্য করবে।

ট্রু ম্যাসেঞ্জার ফ্রি ডাউনলোড করতে এই লিংকটিতে ভিজিট করুন। http://bit.ly/1M3bZW9
ট্রু ম্যাসেঞ্জার এসএমএসের মাধ্যমে যোগাযোগকে আরো নিরাপদ করে সামাজিক যোগাযোগে ভুমিকা রাখছে। এই এ্যাপটির সুবিধা ট্রু কলার এ্যাপের সাথে সম্মিলিত ভাবে পাওয়া যাবে যা বিশ্ব জুড়ে ১.৭ বিলিয়ন মানুষ ব্যবহার করছে। এটা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে তথ্য সংগ্রহ করে এবং স্বয়ংক্রিয় ভাবে ছবি, ডাকনাম, এবং অন্যান্য যোগাযোগের তথ্য সংযুক্ত করে। কোন ম্যাসেজগুলোকে আপনি স্প্যাম হিসেবে চিহ্নিত করবেন, এই সুবিধাটিও ট্রু ম্যাসেঞ্জারের মাধ্যমে পাওয়া যাবে। যাতে আপনার ইনবক্স সর্বদাই কার্যকরী থাকে, যেখানে থাকবে না কোন অযাচিত নাম্বার বা ঠিকানা থেকে বিরক্ত হবার আশংকা।



ট্রু কলারের লক্ষ্য মোবাইল স্প্যাম নিরসনঃ
সারা বিশ্বে যে ম্যাসেজগুলো আদানপ্রদান হয় তার শতকরা ১৫ ভাগ স্প্যাম, এই হিসেবে সারা বছরে প্রায় ১.২ ট্রিলিয়ন স্প্যাম ম্যাসেজ পাঠানো হয়। যেমন পাকিস্থানে স্প্যাম মার্কেটিং এর বিপুল বিস্তার লক্ষ্য করা যায় যার প্রধান ব্যবহারকারী হচ্ছে টেলিমার্কেটিং এবং বিভিন্ন ভুয়া প্রতিষ্ঠানগুলো। এই সব অফারের মধ্যে থাকে ফ্রি গিফট কার্ড, মার্কেটিং প্রমোশন এবং নানা ধরনের ফিসিং স্ক্যাম যা প্রায় সময় সাধারন মানুষকে অনেক বড় আর্থিক ক্ষতি কিংবা হুমকির মধ্যে ফেলে দেয়। ট্রু ম্যাসেঞ্জার এই ধরনের সমস্যার তৃনমূল পর্যায় থেকে সমাধান করার চেষ্টা করে। এখন আপনি চাইলে একটি গোছানো ইনবক্সের সুবিধা নিতে পারেন এবং অপ্রয়োজনীয় নাম্বারগুলোকে কোন নাম দিয়ে চিহ্নিত করে রাখতে পারেন যা ভবিষ্যতে আপনাকে এই সব ক্ষতিকর মেইল থেকে রক্ষা করবে।


ট্রু কলারে আপনি যা যা পাচ্ছেন
১। ফোনবুকের বাইরের কোন নাম্বারকে নাম দিয়ে সংরক্ষন করার সুবিধা
২। ট্রু কলারের স্মার্ট কমিউনিটি ব্যবহার করে অপরিচিত নাম্বার সনাক্ত করার সুবিধা।
৩। অনাকাংখিত নাম্বার বা ব্যক্তি থেকে ম্যাসেজ বন্ধ করার সুবিধা।
৪। একটা পরিষ্কার ইনবক্স যেখানে স্ম্যাম মেইলগুলো স্বয়ংক্রিয় ভাবে জমা হবে অন্য ফোল্ডারে।
৫। নিজের পছন্দ মত ট্যাগ দিয়ে এ্যাডভান্স ফিল্টার অপশন তৈরী করা।


ট্রু কলারের সিইও এবং কো ফাউন্ডার অ্যালেন মেমডি বলেন, আমরা বর্তমানে স্প্যাম ম্যাসেজ যা আমরা আমাদের ফোনে পাই সেই পরিবেশের সাথে বন্য পরিবেশের তুলনা করা যায়। ট্রু ম্যাসজেঞ্জারের গ্লোবাল রোল আউটের মধ্যে দিয়ে আমরা এমন একটি ক্ষেত্র তৈরী করছি যা ট্রু কলার কমিউনিটি ও সামাজিক যোগাযোগের নেটওয়ার্ক ব্যবহার করে অপরিচিত নাম্বারের ব্যাপারে একটি ধারনা তৈরী করে যার ফলে আপনাকে আর অযাচিত নাম্বার দ্বারা বিড়ম্বনার মধ্যে পড়তে হবে না।



ট্রু কলার এ্যাপটি ফ্রি ডাউনলোড করতে ভিজিট করুনঃ Google Play, Windows Phone, BlackBerrySymbian, Nokia পাশাপাশি, ফ্রি ট্রু কলার এ্যাডটি AndroidWindows Phone ও পাওয়া যাচ্ছে।

ট্রু কলার মিডিয়া কিট
Click This Link
ট্রু কলার ইউটিউব লিংকঃ

ট্রু কলার কি?
ট্রু কলার একটি শীর্ষস্থানীয় প্রযুক্তিগত প্রতিষ্ঠান যা কৃত্তিম বুদ্ধিমত্তার সহায়তায় আপনার ফোনবুককে আরো নিরাপদ এবং স্প্যাম মুক্ত রাখার চেষ্টা করে। এর সদরদপ্তর সুইডেনের স্টকহোমে। ট্রু কলার প্রতিষ্ঠিত হয়েছে ২০০৯ সালে এলান ম্যামেডি এবং নামি যারিংহালাম ছিলেন ট্রু কলারের প্রতিষ্ঠাতা। প্রায় ১.৭ বিলিয়ন ব্যবহারকারী প্রতিনিয়ত এই এ্যাপটি ব্যবহার করছেন যা কিনা ইন্টারনেট ভিত্তিক প্রায় সকল ডিভাইসে কাজ করছে। এই এ্যাপটির ইনভেস্টর হিসেবে আছে সিকোইয়া ক্যাপিটাল, এ্যাটোমিকো এবং ক্যলিনার পারকির্ন্স কাউফিল্ড বায়ার্স। আরো বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন http://www.truecaller.com

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.