![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অপরিচিত ফোন কল এবং স্প্যাম মেইল থেকে লাখো মানুষকে সাহায্য করতে গত পাঁচ বছরে ধরে ট্রু কলার কাজ করে যাচ্ছে। একজন স্মার্টফোন ব্যবহারকারী যেন তার ফোনবুকটিকে আরো সহজে গুছিয়ে রাখতে পারেন, প্রয়োজনের সময় যেন চটজলদি কোন প্রয়োজনীয় ব্যক্তিকে খুঁজে পাওয়া যায়, সেই লক্ষ্যে ট্রু কলারের সাথে সম্মিলিতভাবে কাজ করবে ট্রু ডায়ালা নামের এই এ্যাপসটি। এর মাধ্যমে আপনি খুব সহজেই আপনার ফোন বুকের উপর নিয়ন্ত্রন আনতে পারবেন। কোন নাম্বার ডায়াল করার আগেই জানতে পারবেন নাম্বারটি সম্পর্কে, ফলে আপনি আগে সর্তক হতে পারবেন।
ধরা যাক, আপনার সাথে সদ্য পরিচয় হওয়া কোন ব্যক্তির নাম জানলেন জামাল। তিনি আপনার ফোন নাম্বার জানার উদ্দেশ্যে নিজের নাম্বার দিয়ে অনুরোধ করল আপনার নাম্বার থেকে একটি মিসকল দিতে। আপনি ট্রু ডায়ালের মাধ্যমে নাম্বার ডায়াল করার সময় দেখলেন ঐ নাম্বারটির মালিক অন্য একজন, তখন আপনি হয়ত তার সম্পর্কে সর্তক হতে পারবেন বা প্রয়োজনে তাঁকে চ্যালেঞ্জ করতে পারবেন।
২| ২৭ শে নভেম্বর, ২০১৫ ভোর ৫:১৭
শফিউল আলম চৌধূরী বলেছেন: এই এ্যাপটা মাত্রারিক্ত চরম বিরক্তিকর! একবার ইন্সটল করে রাগে, দুঃখে, ক্ষোভে ডিলিট মারছি। কল আসলেই নাম, আর নম্বরের উপরে এত্তবড় বক্স আইসা খুজাখুজি শুরু করে দেয়। না নাম, না নাম্বার, কিচ্ছু দেখা যায় না। বলদ এ্যাপটা বুঝেও না যে না আমার ওয়াইফাই অন আছে, না আমার মোবাইল ডাটা অন আছে। আর তো আন্দাজের উপরে কল কাইটা দেওয়া, ব্লক হয়ে যাওয়া কত কিছু করা শুরু করলো। বিভিষিকাময় ৩টা ঘন্টা :/
৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১০
Md khan বলেছেন: Apps tir link dewa jabe?
৪| ২৫ শে জানুয়ারি, ২০২০ সকাল ৮:১৬
৫| ১১ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৪৮
©somewhere in net ltd.
১|
১৯ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৪৭
নৈশ শিকারী বলেছেন: Thanks