নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্প্যাম মেইল বন্ধে আপনার বিশ্বস্ত বন্ধু।

ট্রু কলার (truecaller)

ট্রু কলার (truecaller) › বিস্তারিত পোস্টঃ

ট্রু কলার এবং ট্রু ম্যাসেঞ্জারঃ জেনে নিন অপরিচিত নাম্বারের অপর পাশের মানুষটি কে?

২৩ শে আগস্ট, ২০১৫ সকাল ৯:০৯

বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে সামহোয়্যারইন ব্লগে ট্রু কলার এ্যাপটির বিভিন্ন দিক সম্পর্কে জানার পর অনেকেই ট্রু কলার সম্পর্কে আরো বিস্তারিত জানতে চেয়েছেন। ট্রু কলার একটি সুইডিশ কোম্পানী। ২০০৯ সালে এলান ম্যামেডি এবং নামি যারিংহালাম নামক দুইজন এই সেবাটি প্রতিষ্ঠা করেন। বর্তমানে সারা বিশ্বজুড়ে প্রায় ১.৭ বিলিয়ন মানুষ সরাসরি এই সেবাটি গ্রহন করছে। ট্রু কলার এ্যাপসটি প্রধান উদ্দেশ্য হলো অপরিচিত নাম্বার দ্বারা হয়রানি হতে মুক্তি লাভ। তাছাড়া অনেক সময় আমরা অপরিচিত নাম্বার থেকে আগত ফোন কল রিসিভ করি না। ট্রু কলার এ্যাপসটি যদি আপনার মোবাইলে সংযুক্ত থাকে এবং আপনার মোবাইল ইন্টারনেট সংযোগ থাকলে ট্রু কলার ডাটাবেজ থেকে স্বয়ংক্রিয়ভাবে ঐ অপরিচিত নাম্বার সম্পর্কে তথ্য আপনি মুহুর্তের মধ্যেই জেনে যেতে পারবেন।

আপনার মনে হয়ত প্রশ্ন জাগতে পারে, ট্রু কলার এ্যাপ এই কাজটি কিভাবে করে? এর গোপন রহস্য হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বেশ কিছু উৎস হতে প্রাপ্ত তথ্যের সাথে সমন্বয় করে ট্রু কলার এই কাজটি সম্পন্ন করে থাকে। ট্রু কলার ডাটা বেইজে প্রায় ১.৭ বিলিয়ন ফোন নাম্বার সংরক্ষিত আছে। এই নাম্বারগুলোর মধ্যে আছে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গের নাম্বার। পাশাপাশি ব্যবহারকারীদের অভিযোগ এবং ক্ষেত্র বিশেষে আমাদের নিজস্ব অনুসন্ধানে প্রাপ্ত বহু সন্দেহভাজন নাম্বারের তালিকা। যখন কোন ব্যবহারকারী ঐ নাম্বারটির ব্যাপারে জানতে চায় তখন সিস্টেম আমাদের প্রতিনিয়ত আপডেট হওয়া ডাটাবেইজের সাথে তা মিলিয়ে দেখে এবং তার পরিচয় ঐ ব্যবহারকারীকে নিশ্চিত করে।



সম্প্রতি মোবাইল স্প্যাম এবং অপরিচিত ম্যাসেজ বন্ধের লক্ষ্যে ট্রু কলার বাজারে এনেছে ট্রু ম্যাসেঞ্জার। যার মাধ্যমে অপরিচিত নাম্বার থেকে প্রাপ্ত ম্যাসজেও আপনার কাছে ঐ নাম্বারের স্বত্তাধিকারীর নামে দেখতে পাবেন বা চাইলে আপনি আপনার নিজের পছন্দের কোন নামে সেভ করে আপনার ইনবক্সকে আরো বেশি গোছানো ও কার্যকরী রাখতে পারেন।
সারা বিশ্বে যে প্রতিনিয়ত যে সকল ম্যাসেজ আদানপ্রদান হয় তার শতকরা ১৫ ভাগ স্প্যাম। এই হিসেবে সারা বছরে প্রায় ১.২ ট্রিলিয়ন স্প্যাম ম্যাসেজ পাঠানো হয়। বাংলাদেশ সহ এই উপমহাদেশে স্প্যাম মার্কেটিং এর বিপুল বিস্তার লক্ষ্য করা যায়। বিভিন্ন ভুয়া প্রতিষ্ঠান টেলিমার্কেটিং ও চমকপ্রদ বিভিন্ন অফারের মাধ্যমে সাধারন মানুষকে বিভ্রান্ত করে প্রতারিত করে। ট্রু কলার ব্যবহারকারীদের অনেকেই হয়ত এমন অনেক নাম্বারের ব্যাপারে অভিযোগ জানিয়ে অভিযুক্ত নাম্বারটিকে আমাদের ডাটাবেইজে অন্তর্ভুক্ত করেছে। ফলে ট্রু কলার নেটওয়ার্কের সাথে সংযুক্ত থাকলে আপনিও যদি এমন পরিস্থিতির মুখোমুখি হন, তার ব্যাপারে সর্তক হতে পারেন। ট্রু ম্যাসেঞ্জার এই ধরনের সমস্যার তৃনমূল পর্যায় থেকে সমাধান করার চেষ্টা করে।
তাই দেরী না করে আপনিও এই এই এ্যাপটি ব্যবহার করুন।

ট্রু ম্যাসেঞ্জার ফ্রি ডাউনলোড করতে এই লিংকটিতে ভিজিট করুন। http://bit.ly/1M3bZW9

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৩ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:০১

বেরসিক কথক বলেছেন: যতসব গাঁজাখুরি এ্যাপ। এভাবে কোনদিনই সঠিক কলারকে সনাক্ত করা যাবেনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.