![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জানালে উপকার হয় ..
০৯ ই অক্টোবর, ২০১১ রাত ১১:১৩
আলো ময় বলেছেন: ভাই এমন অবস্থা যে দেখি অনেক কিন্তু নাম টা জানি না.। ঐ যে কালো বর ক্যামরা গুলা, কাধে নিয়ে ভিডিও করে। টিভি তেও সাংবাদিকদের কাদে দেখা যায়।। সব চেয়ে জানার বিষয় হল, ক্যামরার ভেতরে যে কেসেট থাকে তা থেকে কম্পিউটারে ভিডিও ইম্পোর্ট করা হয় কিভাবে .সেটা ?
২| ০৯ ই অক্টোবর, ২০১১ রাত ১০:২৫
আকরাম বলেছেন: DVD ক্যমেরা কিনেন, কোন ঝামেলা নাই। রেকর্ড করার পর ফরম্যাট করে ডাইরেক্ট ডিভিডি তে দেখতে পারবেন।
৩| ০৯ ই অক্টোবর, ২০১১ রাত ১১:২১
রাইসুল জুহালা বলেছেন: বুঝতে পেরেছি কোন ক্যামেরার কথা বলছেন। আমিও সেই ক্যামেরা মনে করেই উত্তর দিয়েছি। ইমপোর্টের ব্যাপারটা বুঝতে পেরেছেন আশা করি।
১০ ই অক্টোবর, ২০১১ সকাল ৭:৫১
আলো ময় বলেছেন: ধন্যবাদ ভাই বুঝতে পেরেছি .।
৪| ১০ ই অক্টোবর, ২০১১ রাত ১:০২
ৌম্বক ব্যবসায়ী বলেছেন:
আপনি কি এই ক্যামেরার কথা বলছেন????
যতটুকু জানি এগুলোকে HVR recorder বলে।
এটার দুই ধরনের মডেল আছেঃ 10000P ও 1000P, এর মধ্যে ১০০০পি লেটেস্ট আর এটা থেকে ভিডিও কম্পুতে সরাসরি ইম্পোর্ট করতে পারবেন, ইউএসবি ডাটা কেবল দিয়ে(রাইসুল জুহালার কমেন্ট অনুসরন করুন); আর ১০০০০পি দিয়ে ইম্পোর্ট করতে গেলে আগের আমলের ভিসিয়ার লাগবে।
১০ ই অক্টোবর, ২০১১ সকাল ৭:৫২
আলো ময় বলেছেন: ধন্যবাদ ভাই
©somewhere in net ltd.
১|
০৯ ই অক্টোবর, ২০১১ রাত ৯:৩৬
রাইসুল জুহালা বলেছেন: আচ্ছা বিয়ের অনুষ্ঠানে যে ভিডিও কেমরা ব্যবহার করা হয় সেগুলুর নাম কি?
আমি জানি না, তবে একেকজন একেক ক্যামেরা ব্যবহার করে নিশ্চয়ই। সনি, ক্যাননের ক্যামেরা হবার কথা।
আর ঐ ফিতার কেসেট থেকে পিসি তে ভিডিও কেমনে ইমপোরট করে ?
আপনি কি মিনি ডিভি টেপের কথা বলছেন? যদি তাই হয়, এটা থেকে ভিডিও পিসি নেয়ার জন্য তিনটা জিনিস লাগবে -
১) আপনার কম্পিউটারে i394 পোর্ট
২) i394 পোর্টের জন্য উপযুক্ত কেবল
৩) একটা ভিডিও এডিটিং সফটওয়ার যেটা ক্যাপচার করতে পারে।
আর কিছু জানতে চান?