নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অাব্দুল্লাহ তাহির

অাব্দুল্লাহ তাহির › বিস্তারিত পোস্টঃ

ওহে স্বাধীনতার সোল এজেন্টরা! কান পেতে শোন, দাদারা কি বলে ---

১৬ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০০

ভারতের ক্ষমাতাসীন বিজেপি পার্টির অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেইজ Bharatiya Janata Party (BJP)

সেখানে আজ দুপুর ১ টা ৪৪ মিনিটে পোষ্ট করে বলা হলোঃ
On the commemoration day of #VijayDiwas, we salute our brave soldiers for the glorious victory in 1971 war.



উপরের ইংরেজীর সরল অনুবাদ কি এ রকমঃ
"আমরা স্মৃতিময় বিজয় দিবসে, ১৯৭১ সালের বিজয়ী আমাদের বীর সৈনিকদের শ্রদ্ধা জানাচ্ছি"

অর্থাৎ এটা ভারতের ৭১ সালের বিজয় ভারতের সৈনিকদের মহা ত্যাগের বিনিময়েই হয়েছে। লক্ষনীয় এটা কার বিজয় দিবস বলা হয় নি। ভাষার কারুকার্য দেখে মনেই হচ্ছে এটা ভারতের বিজয়। নিশ্চয় বাংলাদেশের ভারতীয় দালালরা "On the commemoration day of #VijayDiwas, we salute our brave soldiers for the glorious victory in 1971 war."- এই লাইনের অনুবাদে বুঝাবেন এটা বাংলাদেশেরই স্বাধীনতা। আমি মুর্খ বলে তা বুঝতে পারছি না।

Speaking Tree নামের আরেক ভেরিফাইড পেইজ থেকে বলা হচ্ছেঃ

On 44th anniversary of Vijay Diwas, the nation remembers martyrs, who laid down their lives during Indo-Pak War of 1971. ‪#‎Salute‬ to those brave souls...‪#‎Respect‬ ‪#‎Share‬ (এটার অনুবাদ না করি, বহুত ফায়দা!)



নোট করুনঃ during Indo-Pak War of 1971.

শুধু তাই নয়। পেইজ দুইটি ঘেঁটে কিছু ভারতীয় নাগরিকদের মন্তব্য পড়ে ভাবছি-আসলেই কি আমরা স্বাধীন হয়েছি না ভারত পাকিস্থানকে হারিয়ে বিজয়োল্লাস করছে ?

বিজয় গুরানী নামের এক প্রাক্তন সৈনিক, যিনি ৭১ এ সরাসরি যুদ্ধ করেছেন তার মন্তব্যঃ
"I am proud to have taken active part in 71 war ,which we won. Great job done by our armed forces. Keep it up,Jai hind."

চেতন কৈরী লিখেছেঃ "Waw! It was a tremendous Indian victory over hated Pakistan! Go ahead India, u r blessed !"


এবার কি করবেন আমাদের স্বাধীনতার সোল এজেন্ট বাংলাদেশের বীর আওয়ামী সরকার? প্রতিবাদ হবে? পররাষ্ট্র মন্ত্রনালয় কিছু বলবে ? না দাদাদের নিংটি ধরেই বলেবে- জয় হিন্দ !

মন্তব্য ১৫ টি রেটিং +১/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১১

নতুন বলেছেন: ভাই ভারত শুধু শুধ এই যুদ্ধে সাহাজ্য করেনাই। তাদের উদ্দেশ্য ছিলো পাকিস্তানকে কাবু করা..

এবং যুদ্ধের শেষে ভারতের সেনাপ্রধানের কাছেই আত্নসমাপ`ন করেছিলো পাকিস্তানিরা এবং আমাদের জেনারেল ওসমানী সেখানে ছিলেন না।

তাই এক হিসেবে এটা ভারতের জন পাকিস্তানের বিরুদ্ধে... :| কথা কিন্তু সত্য...

ভারত ঘর পোড়ার মাঝে আলু পুড়িয়ে নিয়েছে...তাকে আমাদের সমস্যা নাই কারন এটা আমাদের অনেক একটা বড় উপকার হয়েছে।

এখন যেটা করা দরকার সেটা হইলো ভারতের হাতের পুতুল না হয়ে যাওয়া...

কিন্তু আমলীগ তো পুরাই দাদা বলতে অস্থির... এবং বিএনপিও দাদাদের মেনেই চলে..

পিউর বাংলাদেশী দালাল জনগেনর মাঝে কিছু আছে.... রাজনিতিক দলে নেইরে ভাই... সবই ভাদা/পাদা.. :(

১৬ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৬

অাব্দুল্লাহ তাহির বলেছেন: এই কথাটাই আমরা বুক উঁচিয়ে বলতে পারি না।

২| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৬

রিমিল হুদা বলেছেন: রাজাকারের মত যুক্তি দিলেন । একাত্তরে শেষের ১৩ দিন ভারতীয় বাহিনী বাংলাদেশী মুক্তিযোদ্ধাদের পক্ষে যুদ্ধ করেছিল । স্বাভাবিকভাবেই এটা তাদেরও বিজয় । এইটা নিয়াও আপনা প্যাচান । রাজাকার তো আর হুদাই কয় না ।

১৬ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৪

অাব্দুল্লাহ তাহির বলেছেন: হ দাদা! রাজাকারের মতই! তো আপনার মুক্তিযুদ্ধের চেতনা এখন খাঁড়া হয় না ? ৩০ লক্ষ চেতনা ? ২ লাখ চেতনা ? ইন্দো-পাক যুদ্ধ শুনলে কিরাম যেন আপন আপন লাগে না, তাই না?

৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩২

রিমিল হুদা বলেছেন: আমাদের মুক্তি সংগ্রামের শেষের তের দিনে একটা ইন্দো-পাক টুইস্ট যোগ হয়েছিল । তো ? সমস্যা কি ?? কোথাও দেখাতে পারবেন যে ঐ তের দিন বাদে গোটা সময়টাকে ইন্দোপাক যুদ্ধ বলা হয়েছে ?? পোস্টটা দিয়ে কি প্রমান করলেন জানেন ? আপনারা একাত্তরকে Own করেন না । ঐসব র‍্যালি ট্যালি সব মেকি । আমি জানতে চাই জাশি মুক্তিযুদ্ধকে "ইন্দো-পাক" যুদ্ধ বলে কিনা ?

১৬ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪০

অাব্দুল্লাহ তাহির বলেছেন: সত্যিই তো পাক - ইন্দো যুদ্ধকেও যারা Own করে, তাদের আর কি লাগে ! দাদা রে দাদা ! সবই চেতনার খেলা! এত ত্যাগের চেতনা আজ দেখি ১৩ দিনেই কুপোকাত! আস্তাগফিরুল্লাহ।

শুনুন মিস্টার! এ দেশ আমার, আপনার সকলের। মুক্তিযুদ্ধ আমাদের অহংকার। আপনাদের চেতনা ব্যবসার মুখে থু মারি।

৪| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৬

কলাবাগান১ বলেছেন: রাজাকারের মত যুক্তি দিলেন । একাত্তরে শেষের ১৩ দিন ভারতীয় বাহিনী বাংলাদেশী মুক্তিযোদ্ধাদের পক্ষে যুদ্ধ করেছিল । স্বাভাবিকভাবেই এটা তাদেরও বিজয় । এইটা নিয়াও আপনা প্যাচান । রাজাকার তো আর হুদাই কয় না ।

১৬ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৮

অাব্দুল্লাহ তাহির বলেছেন: আইচ্ছা ! এবার আর রাজাকার ট্যাগ খাইতে আমার খারাপ লাগবে না। বুঝলাম দাদাদের নিয়ে চেতনার কিছু বললেও লাগে ! এক্কেবারে জায়গা বরাবর!

৫| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৮

তট রেখা বলেছেন: ভারতের ঔদ্ধত্তের তীব্র প্রতিবাদ করছি। আশা করব, ভারতের হাই কমিশনার কে তলব করে রাস্ট্রীয় ভাবে এর প্রতিবাদ করা হবে। ( সাহস আছে তো?)

১৬ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪১

অাব্দুল্লাহ তাহির বলেছেন: কে ডাকবে ? আওয়ামী সরকার ! ওরে রে আমারে এক গ্লাস জল দিও দাদা !

৬| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৬

রিমিল হুদা বলেছেন: কি কইলাম আর কি বুঝলেন । রাজাকারের "একাত্তর দর্শন" এইবার টের পাইলাম । প্রমান করেন শেষের ১৩ দিন কোন ইন্দো-পাক যুদ্ধ হয় নাই । প্রমান করতে পারলে আমিও রাজাকার হবো ।

৭| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৯

মিথুন আহমেদ বলেছেন: ৬৫ র যুদ্ধে দাদা বাবুরা যে প্যাদানিটা খাইছিল, সেটার শোধ তুলছে ৭১ এ আমাদের ঘাড়ে বসে । ইহাকে বলা হয় দাদাবাবুদের চাণক্যনীতি । শত্রুর শত্রু = বন্ধু এই নীতি তারা কাজে লাগিয়েছিল। দাদাবাবুদের এই নীতি কিছুটা অসফল হয় যখন বঙ্গবন্ধুর দৃঢ়তার ফলে এই দেশ থেকে ভারতীয় সেনাবাহিনী প্রস্থান করে। না হলে মনে করছিল, কাশ্মির পায় নাই, কিন্তু সিকিম, হায়দারাবাদের পর এই জায়গাটার উপর রাজত্ব করতে পারবে।

৮| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৩

উচ্ছল বলেছেন: ভারতের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্পর্কচ্ছেদ করা উচিত।

৯| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪৮

নতুন বলেছেন: লেখক বলেছেন: এই কথাটাই আমরা বুক উঁচিয়ে বলতে পারি না।

ভারত যদি সাহাজ্য না করতো তবে ৯ মাসে দেশ স্বাধীন হতো না। আরো মানুষ মারা যেত... বাংঙ্গালী মেরে সাফা করে দিতো...

তাই তারা যদিও তাদের সাথে` আমাদের সাহাজ্য করেছে... তাকে আমাদের তো লস হয় নি তাই না? তাই তারা যদি এখানে কিছু ক্রেডিট নেয় তবে সমস্যা কি??

এবার কি করবেন আমাদের স্বাধীনতার সোল এজেন্ট বাংলাদেশের বীর আওয়ামী সরকার? প্রতিবাদ হবে? পররাষ্ট্র মন্ত্রনালয় কিছু বলবে ? না দাদাদের নিংটি ধরেই বলেবে- জয় হিন্দ !

তাই তারা যদি এখানে কিছু ক্রেডিট নেয় তবে সমস্যা কি??

তাই এই রকমের প্রসঙ্গ কিন্তু পাকি পন্হীরাই বেশি করে... তাই সবাই এমন কমেন্ট করেছে...

১০| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০৩

ক্যাপ্টেন ম্যাকক্লাস্কি বলেছেন:
১৯৭১ সালে ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছিলো, এটাত মিথ্যা না। একই সময় পশ্চিমপাকিস্তান ফ্রন্টেও ব্যাপক যুদ্ধ হয়েছিল।
এক্ষেত্রে ভারত তাদের দৃষ্টিতে পাকিস্তান যুদ্ধ বললে কোন সমস্যা দেখিনা।
ছাগুরা এসব নিয়ে ভাবে কেন? সেদিন তো তাদের পরাজয় দিবস।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.