| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বেজন্মা ওয়ালটন কোম্পানীর মোবাইল কেনা থেকে সাবধান। সবই ভূয়া। নিম্নমানের চাইনিজ মোবাইল নিয়ে আস্ফালন করে বিক্রি করছে। আমরা হাদারামের মতো দেশীয় পণ্য মনে করে কিনে ঠকছি।
১০ মাস আগে সুয়োরের কোম্পানীর প্রিমো এক্স২ মোবাইল কিনেছিলাম ২৩৯৯০ টাকা দিয়ে। (শালার এণ্ড্রয়েড কথনের চামচামি পোষ্ট দেখেই আগ্রহী হয়ে ছিলাম)। ৯ মাস পরে ডেড। কাস্টমার কেয়ারে টাকা নিয়ে ঠিক করে দিল। কিন্ত সামনের ক্যামেরা আর কাজ করে না। নেটওয়ার্কও থাকে না। সমস্যার এখানেই শেষ না। আজ দুপুরে থেকে ডিসপ্লে প্রথমে নীল তারপরে কালো। জিজ্শাসা করলাম কত লাগবে, কয় নিয়ে আসেন দেখি। ও আরেকখান কথা, ওইযে ৯ মাসে ডেড হইছিল, তাতে ওয়ারেণ্টি ক্যান্সিল।
কাজেই আমার মত যদি ঠকতে চান, ওয়ালটনের মোবাইল কিনে আফসোস করেন। আর যদি আফসোস না করতে চান, ওয়ালটন থেকে ১০০০ হাত দুরে থাকুন।
তবে এত সহজে ছাড়বো না। মামলার সকল প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছি। আগামী সোমবার কোর্ট খুললেই রুজু করবো। (যদিও জানি তাদের বাল ফ্যালানোর ক্ষমতা আমার নাই)। অধিকাংশ ব্যবহারকারীই কিন্তু এ ধরণের অভিযোগ দিচ্ছে। আর দেশীয় আইন যা, তার প্রয়োগ যেহেতু হবে না, কাজেই ওদের লোক ঠকানো ব্যবসাও বন্ধ হবে না। (জানি না আমার এই পোষ্ট দেখে উল্টা আমার নামে মামলা করে কিনা।_
১৫ ই আগস্ট, ২০১৪ রাত ৮:২৩
তুহিন২৭ বলেছেন: উকিল বলেছে দুই হাজার মতো খরচ হবে। দোয়া করেন, যেন আলোড়ন তুলে দিতে পারি, যাতে অন্যরা অন্তত প্রতারণা থেকে বা@চে।
২|
১৫ ই আগস্ট, ২০১৪ রাত ৮:২৯
মদন বলেছেন: আলোড়ন তোলার দরকার নেই, বরং কাজটি শুরু হোক দেখবেন আপনার দেখানো পথে অনেকেই সাহস পাবে মামলা করতে। তখন তাদের দেশপ্রেম বেচে বিজনেস করা ছুটবে।
১৫ ই আগস্ট, ২০১৪ রাত ৮:৩৩
তুহিন২৭ বলেছেন: ওকে বস।
৩|
১৫ ই আগস্ট, ২০১৪ রাত ৮:৩৪
কাঠ পাতা বলেছেন: আমার এক বন্ধুও ওয়ালটন সেট কিনছিলো তার টা ১০ মাস টিকছিলো । এইসব মোবাইল এর সব পার্টস চা্য়না থেকে আমদানি করে বাংলাদেশে সেটিং করে। ওয়ালটন দেশীয় পন্য বলে আমাদেরকে ঠকাচ্ছে।
১৫ ই আগস্ট, ২০১৪ রাত ৮:৪০
তুহিন২৭ বলেছেন: প্রায় প্রতিটি লোকের অভিযোগ একই। কারো ডিসপ্লে ভাংছে। কারো চার্জারে সমস্যা। কারো ক্যামেরাই, কারো নেটওয়ার্কে। অথচ ওয়ারেণ্টি থাকা স্বত্ত্বেও টাকা দিয়ে ঠিক করতে হয়। জানিনা এবারে আমার কাছে কত চাইবে। আগামীকাল যাব। দেখা যাক। অবস্থা বুঝে, ব্যবস্থা নেব। গতবারে ঠিক করে দেওয়ার পর যে টাকা নিয়েছিল তার রিসিট আমার কাছে আছে। ওইটা মামলা করতে কাজে লাগবে।
৪|
১৫ ই আগস্ট, ২০১৪ রাত ৮:৩৪
পাইলট ভয়েচ বলেছেন: ভাই মামলার শুনানি কি আদও হবে?
১৫ ই আগস্ট, ২০১৪ রাত ৮:৪০
তুহিন২৭ বলেছেন: মনে তো বলছে হবে না। তবে দেখি কোন টিভি সাংবাদিকের সাথে কথা বলা যায় কিনা!
৫|
১৫ ই আগস্ট, ২০১৪ রাত ৮:৩৬
তালহা বিডি বলেছেন: so bad
১৫ ই আগস্ট, ২০১৪ রাত ৮:৪১
তুহিন২৭ বলেছেন: বউ এখনও জানে না। জানলে কয়দিন না খাইয়ে রেখে টাকা উসুল করে সেই চিন্তায় আছিরে ভাই। (কান্নার ইমোটা কই)
৬|
১৫ ই আগস্ট, ২০১৪ রাত ৮:৪৭
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আপনি কোর্টে মামলা না করে ভোক্তা অধিকার সংরক্ষন মন্ত্রনালয়ে ভোক্তা অধিকার আইন অনুযায়ী অভিযোগ করুন, সেখানে কিছু না হলে মামলায় যান।
১৫ ই আগস্ট, ২০১৪ রাত ৯:১০
তুহিন২৭ বলেছেন: সিস্টেমটা যদি একটু ডিটেইল্স বলতেন!
৭|
১৫ ই আগস্ট, ২০১৪ রাত ৮:৫৭
ঈশান মাহমুদ বলেছেন: আমি গত বছরের এপ্রিলে ওয়াল্টন প্রিমো সিরিজের একটি সেট কিনি। গত জানুয়ারীতে আমার দুই বছর বয়সী পুত্র সেটের ওপর প্রশাব করে দেয়ায় সেটটির টাস সিস্টেমটা নষ্ট হয়ে যায়। আমি খিলগাঁও চৌধুরীপাড়াস্থ ওদের সার্ভিস সেন্টারে নিয়ে যাই। আমাকে দু’দিন পর যেতে বলা হয়। দুদিন পর গিয়ে সেট নিয়ে দেখি ওরা পুরো মনিটরটাই পাল্টে দিয়েছে। উপরন্তু আমার পাওয়ার বাটনটা সহজে কাজ করতো না। অনেকক্ষণ চেপে ধরে রাখলে তবেই সেট বন্ধ হতো কিংবা চালু হতো। সে সমস্যাটাও ওরা দূর করে দেয়। আমার কাছে কোন টাকা-পয়সা দাবী করে নাই। মূল কথা আমি ওদের মাইয়া গুলোর অতিরিক্ত ভাব মারা ছাড়া পোলা গুলোর আন্তরিকতা এবং সার্ভিসে খুবই সন্তষ্ট।
১৫ ই আগস্ট, ২০১৪ রাত ৯:১০
তুহিন২৭ বলেছেন: টাসকি খাইলাম আপনার কথা শুনে। কিন্তু আমার কাছ থেকে কিন্তু টাকা নিছে। আগামীকাল যাব, দেখি তারপরে সিদ্ধান্ত নেব।
৮|
১৫ ই আগস্ট, ২০১৪ রাত ৯:১৮
আরাফাত ইসলাম বলেছেন: আমি এজন্য ই বেশি দাম দিয়ে ওয়াল্টন বা সিম্ফনি কিনি না । তাই ৫-৬ হাজার টাকার সেট গুলি কেনা উচিৎ । আমি ৫৭০০ টাকা দিয়ে প্রিমো ই ২ কিনসিলাম , প্রায় ১ বছর ধরে বেশ ভাল সার্ভিস দিচ্ছে ।
১৫ ই আগস্ট, ২০১৪ রাত ৯:৩০
তুহিন২৭ বলেছেন: কম দামি গুলোই একটু ভাল সার্ভিস দিচ্ছে বলে মনে হয়। কি্নতু বেশি দামিগুলোই সমস্যা। আমার টা ২৩৯৯০ টাকা নিয়েছে। সমস্যার শেষ নেই। এমনকি গরিলা গ্লাস হওয়া স্বত্তেো স্ক্রিনে দাগ পড়েছে। আর এখনতো পুরাটা অন্ধকার।
৯|
১৫ ই আগস্ট, ২০১৪ রাত ৯:২৮
আন্ধার রাত বলেছেন:
ওয়াল্টন বা সিম্ফনি এড়িয়ে চলা উচিত। এরা যতটা বাইরে ততটা ভেতরে নয়।
১৫ ই আগস্ট, ২০১৪ রাত ৯:৩৬
তুহিন২৭ বলেছেন: একখান দামি কথা বলেছেন।
১০|
১৫ ই আগস্ট, ২০১৪ রাত ৯:৪১
হাসিব০৭ বলেছেন: আমারটা ১ বছর টিকসে
১১|
১৫ ই আগস্ট, ২০১৪ রাত ৯:৫০
ইমরান হক সজীব বলেছেন: আন্ধার রাত বলেছেন:
ওয়াল্টন বা সিম্ফনি এড়িয়ে চলা উচিত। এরা যতটা বাইরে ততটা ভেতরে নয়।
বাজে কথা, আমাদের বাসাই বছরের পর বছর অনেক গুলো সেট চলছে ।
১৬ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:২৮
তুহিন২৭ বলেছেন: ২০০৭ সালে নোকিয়া ই৯০ কিনেছিলাম, ভেঙে গেছে, কিন্তু এখনও বহাল তবিয়তে চলছে। আর শু---------মোবাইল আজ নিয়ে গিয়েছিলাম, কয় ১০ হাজার টাকা লাগবে। ওদের মুখে মুতি। অন্যদেরও নিষেধ করি। আজ ১০ মিনিট মত ছিলাম, ওদের ওখানে। কমপক্ষে ১৫জন দেখলাম, যারা মোবাইল নিয়ে এসেছে। ওয়ারেণ্টি আছে, কিন্তু টাকা ছাড়া ঠিক হবে না। আর একবার ঠিক হলে, বারে বারে ওদের কাছে আসতে হবে।
১২|
১৫ ই আগস্ট, ২০১৪ রাত ৯:৫৪
এনজেল মাইন্ড বলেছেন: ওয়াল্টন বা সিম্ফনি এড়িয়ে চলা উচিত। কারন .্্্্্
১। চায়নিজ মোবাইল এ আপনার কানের ক্ষতি হয় সেটা কারো বিবেচনাতে আসে না। চায়নিজ মোবাইল এ শব্দ ফিল্টার করা হয় না। sony, samsung, LG, Alcatel সেট এর সাথে ওয়াল্টন, সিম্ফন্ , মাক্সিমাস এর voice call sound quality তুলনা করলেই বুঝবেন কিভাবে আপনার কানের বারোটা বাজাচ্ছেন।
২। ওয়াল্টন একটি Rebraded set. আসল কোম্পানি হল Gionee. ওয়াল্টন সবাইকে দেশি মোবাইল বলে ধোঁকা দিচ্ছে।
সস্তা জিনিস না কিনে কম দামে ব্র্যান্ডের সেট sony[জাপান], samsung, LG[korea], Alcatel [France]কেনাও ভাল ।
১৬ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:২৯
তুহিন২৭ বলেছেন: নিজের গু নিজেই খেয়েছি, এখন দুঃখ করা ছাড়া আর কিছু করার নেই।
১৩|
১৫ ই আগস্ট, ২০১৪ রাত ৯:৫৫
হুমায়ুন হানিফ বলেছেন: বাংলাদেশের যে প্রশাসন। তবুও চেস্টা করে দেখেন। আসলে জেগে উঠার জন্য কাউকেতো শুরু করতে হবে। হয়তো আপনার দারাই শুরু হোক। অল দা বেস্ট ভাই আপনার জন্য.........
১৬ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৩০
তুহিন২৭ বলেছেন: কিছু কিছু লোকাল পত্রিকার সাথে জড়িত আছি। প্রয়োজনে শোধ নিতে নিউজও করবো। যাতে আরো ১০জন সচেতন হয়। আমার প্রতিশোধ মিশন শুরু হলো।
১৪|
১৫ ই আগস্ট, ২০১৪ রাত ১০:০৯
টাকা আনা পাই বলেছেন: ভাই আমি একটা কিনছি প্রিমো এক্স২ মিনি, ১৮০০০ টাকা। এক বছর যাবৎ ভালই চলেছ। সব দিক দিয়াই আমি সন্তুষ্ট। আপনার লাক খারাপ।
১৬ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৩২
তুহিন২৭ বলেছেন: এটাই। কিন্তু দুঃখের বিষয় আমার মতো অন্য কারো হতে পারে। এবং হচ্ছে। ওয়ারেণ্টি থাকলেও টাকা চাচ্ছে। আমার ওয়ারেণ্টি ডেড হওয়ার পর বাতিল করে দিল। কিন্তু ১০ মাস বয়সে ডিসপ্লে নষ্ট। বোঝেন তাহলে।
১৫|
১৫ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৫৩
গোয়েন্দাপ্রধান বলেছেন: ভাই আ্যপল বলেন আর যাই সবাই চিন থেকেই বানায়ে নেয়।
১৬ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৩৩
তুহিন২৭ বলেছেন: কিন্তু তাদের সার্ভিসতো এদের মতো না। তারা সেরাটাই দেই। আর এরা বস্তা পচাটা নিয়ে আসে। আসল জিওনি আর ওয়ালটনের মধ্যে আকাশ-পাতাল পার্থক্য।
১৬|
১৬ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:০৩
লিংকন১১৫ বলেছেন: কমেন্ট করমু করমু কইরা করতাছিলাম না
মুহে গালি আহে
কুত........গো মোবাইল থেকে দূরে থাকেন
যারা মোবাইল সারভিসিং করে থাকে তারাও এটা জানে
হেল্লাই ওগো মুহে মোবাইল ফিক্কা মাইরা ফালাই আইসিলাম
এহন সনি ইউজাই অনেক ভালা
১৬ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৩৪
তুহিন২৭ বলেছেন: ২৪ হাজার টাকা। আমার মত ছাপোষার জন্য অনেক বেশি। কান্না আসছেরে ভাই। আর বান্চোত এণ্ড্রয়েড কথন, কত টাকা খেয়ে এই সেটের প্রশংসাসূচক পোষ্ট দিছিল জানি না। ওদের জন্যই সেটটা কিনেছিলাম।
১৭|
১৬ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৫৩
আঠারো বছর বয়স বলেছেন: এক্স ২ নতুন যখন বের হইছিল আমিও নিতে চাইছিলাম কিনতু এত দাম দিয়ে নন ব্র্যানড সেট কেনার ভরসা করতে পারিনাই। শেষমেষ বাজেট আরো কিছু বাড়াইয়া সনি কিনছি মাশাল্লাহ ভাল পারফর্মেন্স দিতাছে। এর আগের সনি এরিকসনটাও ২০ হাজার দিয়ে কিনছিলাম ৫বছর চলছে ঝামেলা ছাড়াই। আমার কথা হইল বাজেট ২০ এর ঘরে গেলেই ব্র্যান্ডের সেট কেনা উচিত। নন ব্র্যানড সেট গুলা এক বছর হইলেই আর ব্যবহার করা যায় না। আপনার লাইগা সমবেদনা। আর মামলা পারলে করেন দুই হাজার টাকা খরচ কইরা কিছু হইলেও হইতে পারে।
©somewhere in net ltd.
১|
১৫ ই আগস্ট, ২০১৪ রাত ৮:০৮
মদন বলেছেন: তবুও কোর্টে মামলা করুন।
কেউ একজন শুরু করুক। শুরু টা আপনার হাত ধরেই হোক।
দেশপ্রেম বেচে বিজনেস করছে তারা।