![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষার্থীদের একটা কমন প্রশ্ন থাকে " ভর্তি পরীক্ষায় শর্টকাট পদ্ধতি কতটা কাজে লাগে"
ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় বা ঢাবি ক ইউনিটে যে ধরনের প্রশ্ন আসে, তাতে শর্টকাট এ্যাপ্লাই করার সুযোগ বিগত বছরগুলোতে ছিলো না বললেই চলে। স্যাররাও জানেন কোনটার উত্তর কিভাবে দেয়া যায় এবং তারা এখন একারনে মুখস্থ নির্ভর শর্টকাট পদ্ধতির প্রশ্ন এড়িয়ে চলেন বেশিরভাগ ক্ষেত্রে। ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় লিখিত অংশ থাকায় কোন টপিক নিয়ে বিস্তারিত ধারনা থাকতেই হবে শিক্ষার্থীর। আমরা শিক্ষার্থীদের উৎসাহীত করি শর্টকাট ভিত্তিক পড়াশোনায় অভ্যস্ত না হবার। আর, এত শর্টকার্ট মনে রাখাটাও কষ্টের।
শর্টকাট হলো বিশেষ বিশেষ কিছু কেইস। যেমন কোন অংকে কোণ ৬০ ডিগ্রি হলে কি শর্টকার্ট হবে তা না হয় তুমি জানো। কিন্তু যদি কোণ ৫৯ ডিগ্রি দিয়ে আসে পরীক্ষায়? এবং ভর্তি পরীক্ষাতে এভাবেই আসে।
এ জন্য পুরো নিয়ম শেখো। বিশ্বাস করো, শেষ পর্যন্ত এটাই কাজে দেবে। টপিক নিয়ে কনসেপ্ট ক্লিয়ার রাখো। তবে শর্টকাট জেনে রাখতে পারো লিখিত পরীক্ষায় উত্তর চেক করার জন্য, যদি আদৌও সেরকম প্রশ্ন আসে দুয়েকটা।
©somewhere in net ltd.