নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

It is too much tough to lead a very simple life

তৌহিদুল ইসলাম তুহিন

কখনো গগন বিদারী, কখনো সর্বসহা আজি সর্বজয়ী, কখনো অজানা সাধন

তৌহিদুল ইসলাম তুহিন › বিস্তারিত পোস্টঃ

ব্যক্তিগত সংগ্রহে রাখার মত কিছু ইসলামিক বইয়ের তালিকা

১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:১০

জ্ঞান অর্জন, সঠিক পথ অনুসন্ধান কিংবা যুক্তি তর্ক ও খন্ডন এর জন্যও দরকার যে কোন বিষয় সম্পর্কে ভাল ওযথার্থ জ্ঞান থাকা। ইসলাম ও এক্ষেত্রে ব্যতিক্রম নয়।



অনেকেই ইচ্ছা থাকা সত্তেও হয়তো সঠিক উৎসের সন্ধানের অভাবে তা আর সম্ভব হয় না।

তাই বাংলা ভাষাভাষী মুসলিমদের জন্য প্রয়োজনীয় কিছু উল্লেখযোগ্য বইয়ের তালিকা নিচে দেয়া হল:



কুরআনুল কারীম:

১. আল-কুরআনুল কারীমু - ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ।

২.বঙ্গানুবাদ কুরঅীান শরীফ - আব্দুর রহীম (রহ:)

৩. শব্দার্থে আল-কুরআন - আধুনিক প্রকাশনী (০১-১০ খন্ড)

৪. The Notable Quran (সৌদি আরব থেকে প্রকাশিত।



তাফসীর:

৫. তাফসীর ইবনে কাসীর - ড. মুজিবুর রহমান ( এক সেট)



হাদিস গ্রন্থ:

৬. সহীহ আল-বুখারি (তাওহীদ প্রকাশনী/ ইসলামী ফাউন্ডেশন - এক সেট)

৭. মুসলিম শরীফ - ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ ( ০১-০৮ খন্ড)

৮. মুয়াত্তা ইমাম মালিক (রহ:) - (০১-০২ খন্ড)

৯. ইবনে মাজাহ্ - তাহকীকে নাসিরুদ্দিন আলবানী (রহ:),তাওহীদ প্রকাশনী।

১০. তিরমিযী শরীফ - তাহকীকে নাসিরুদ্দিন আলবানী (রহ:), তাওহীদ প্রকাশনী (০১-০৬ খন্ড)।

১১. রিয়াদুস সালেহীন - তাহকীকে নাসিরুদ্দিন আলবানী (রহ:), তাওহীদ প্রকাশনী (০১-০৪ খন্ড)।

১২. রিয়াদুল জান্নাত - সংকলনে মওলানা মো: আব্দুল মান্নান।



সীরাত গ্রন্থ:

১৩. আর-রহীকুল মাখতুম - আল কুরআন একাডেমী, লন্ডন।

১৪. সীরাতে উবনে হিশাম - বাংলাদেশ ইসলরামীক সেন্টার।

১৫. আসহাবে রাসূলের জীবন কথা - বাংলাদেশ ইসলামীক সেন্টার (০১-০৬ খন্ড)



তাওঞীদ বিষয়ক গ্রন্থ:

১৬. প্রশ্নোত্তরে ইসলামী আকীদা - আ.ন.ম রশিদ আহমেদ।

১৭. তৌহিদের মূল সূত্রাবলী - ডক্টর আবু আমিনাহ বিলাল ফিলিপস্

১৮. তাওহীদ তত্বকথা - আব্দুর রহীম (রহ:)

১৯. দ্বীন কায়েম সবার উপর ফরয - আব্দুর রহীম (রহ:)

২০. কিতাবুল তাওহীদ - ইমাম বুখারী (রহ:) (বুখারী শরীফের শেষ অধ্যায়)

২১.মুক্তিপ্রাপ্ত দলের পথ নির্দেশিকা - শায়খ মুহাম্মদ বিন জামিল জাইনু।

২২. সংক্ষিপ্ত ইলামী আকিদা বা ইসলামী মৌল বিশ্বাস - শায়খ মুহাম্মদ বিন জামিল জাইনু।

২৩. কিতাবুল তাওহীদ - মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব (রহ:)

২৪. আল-আকীদা আর ওয়াসেতিয়াহ - ইমাম ইবনে তাইমিয়াহগ (রহ:)

২৫. তাকবিয়াতুল ঈমান - শাহ্ শহীদ ইসমাঈল (রহ:), আধুনিক প্রকাশনী।

২৬. শুয়াবুল ঈমান - ইমাম বায়হাকী (বাংলাদেশ ইসলামীক সেন্টার)।

২৭. অধিকাংশ লোক আল্লাহর প্রতি ঈমান আনা স্বত্তেও মুশরিক - খলিলুর রহমান বিন ফজলুর রহমান।



ছলাত (নামায) বিষয়ক গ্রন্থ:

২৮. আল্লাহর রসূল (সা:) কীভাবে নামায পড়তেন - ইবনুল

কাইয়িম (রহ:)

২৯. নাসিরুদ্দিন আরবানীর নামায শিক্ষা।



অন্যান্য:

৩০. আরকানুল ইসলাম ওয়াল ঈমান ও আল- আক্বিদা আল ইসলামিয়াহ্ - শায়খ মুহাম্মদ বিন জামিল জাইনু।

৩১. হিসনুল মুসলিম (সহীহ দোয়ার বই)।

৩২. আল-বিদায়া ওয়ান নিহায়া - ইবনে কাসির (রহ:) [ইসলামী ইতিহাসের জন্য শ্রেষ্ঠ বই]

৩৩. আল- আদাবুল মুফরাদ - ইমাম বুখারী (রহ:)

৩৪. ইসলামী সমাজ বিপ্লবের ধারা - সাইয়িদ কুতুব শহীদ ৯রহ:)

৩৫. "The Alim Software" (যাতে- কুরআন, তিলোয়াত, তাফসীর, বুখারী, মুসলিম, তিরমযিী, দাউদ, মুয়াত্তা, ফিকস্-সুন্নাহ, নবীদের জীবনী, সাহাবীদের জীবনী, ইসলাম পরিচিতি, ইসলামী ইতিহাস ইত্যাদি)

৩৬. আল-কুরআন দ্যা ট্রু সায়েনস্ ( সিরিজ ১,২,৩,৪,....)





আশা রাখি আপনারা উপকৃত হবেন।

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:২৫

আইইউটিয়ান বলেছেন: ধন্যবাদ ভাই।

বাংলা সার্চের সুবিধা সম্বলিত অর্থসহ আল কুরআন, বুখারী, মুসলিম, আবু দাঊদ শরীফ সহ কিছু ইসলামীক বইয়ের ডাউনলোড লিঙ্ক

১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:৩৬

তৌহিদুল ইসলাম তুহিন বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্য এবং লিঙ্ক এর জন্য।

২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:০৬

সায়েমবিপ্লবি বলেছেন: আশা করি এবার আলোচনা হবে মুক্তভাবে

১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:২২

তৌহিদুল ইসলাম তুহিন বলেছেন: হুমম অবশ্যই।

৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:৩৩

নাজিম রেজা বলেছেন: হুমমমম।অনেক ভালো করেছ।তরে কি সেফ করছে?

১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:৩৯

তৌহিদুল ইসলাম তুহিন বলেছেন: নাহ, জেনারেল করছে।

৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১২:১০

অনন্য০০৭ বলেছেন: অনেক খুশি হলাম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.