![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক ব্যাক্তি স্মোকার , আপনারা আবার স্মোকার মানে বোঝেন তো ? আরে সে বিড়ি সিগারেট খায় । এক দিন ভড় এক গ্রামে ঘুরতে গেল । ঘোরাঘুরির এক পর্যায়ে দুপুর বেলা এক পরিচিত বাড়িতে লাঞ্চ করলো ও আপনারা অবার বুজবে কিনা ? মানে হচ্ছে দুপুরে গ্রামের এক বাড়িতে কুকড়োর গোশ দিয়ে ফকরে শাট দিলো । এর পর যা হবার তাই হলো, ওযে নেশা চেগে বসলো । সঙ্গে সঙ্গে সে এবং তার বন্ধু বাইরে বের হলো এবং মোড়ের দোকানে গেল এবং যা দেখলো তা দেশার জন্য সে প্রস্তুুত ছিলো না , দেখলো দোকান বন্ধ । তার তো মাথা খারাপ (বন্ধুর সামনে ভাব মেরে অভিনয় করছে )!!! কি করবে ভেবে না পেয়ে উপর ,নিচ,ডান ,বামে তাকালে । হঠাৎ ডানে একটা ভ্যান দেখতে পেল (তিন চাকার মালামাল পরিবহনের যান) । সে ভ্যান আওলা কে বল্লো “এই খানে দোকান কোথায় ?” ভ্যান আওর বল্লো “ওই গ্রারামে ”, তখন সে ভ্যান অওলাকে বল্লো “যাবা ওই খানে ”? ভ্যান আওর বল্লো “হ যামু কিনতু , আর আইতে পারুম না”। সে ভ্যান আওলা কে বল্লে “ আচ্ছা চলো” । মিনিট সাতেক পরে এক দোকানে পৌছালো এবং ভ্যান আওলা কে বল্লো “আচ্ছা ভাই থ্যাংক ইউ ”। ভ্যান আওর বল্লো “ইঙলিশ ফিঙলিশে ক্জা হবে না আমার ট্যেকা দেউ”। সে ভ্যান আওলা কে বল্লো “সত্যি বলছি ভাই টাকা নাই ” তৎখনাত ভ্যান আওলা ভল্লো ট্যেকো নেই আবার গারিতি ওঠেবলে চলে গেল । ও আাসল কথায় তো বল্লাম না এ দোকান টিও বন্ধ !!!!! এইবার সত্যি সত্যি তার মাথা খারাপ । সে দোকানের পিছনে দোকানদারের বাড়িতে গেল এবং তাকে ডাকলো । দেখলো সে ঘুমাচ্ছে । সে ওই মুরুব্বি দোকানদার কে ঘুম থেকে তুলে দোকান খোলালো এবং বল্লো “ ব্যানছোন আছে”? দোকানদার “না আজিজ বিরি আছে”। সে বল্লো “চাচা আমি তো বিড়ি খাই না” । দোকানদার “ তা হলে আর কি দোকান বন্ধ করি ” । সে দুই পা চলে আসলো , এরপর অবার পিছিয়ে গেল এবং বল্লো “ দোকান যখন খুলছো তবে একটা বিড়ি ফিরি দাও আমার কাছে তো টাকা নাই ।।।।
©somewhere in net ltd.