নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বেঁচে থাকার জন্য সংগ্রাম করি এবং অনুপ্রেরণা যোগােতে স্বপ্ন দেখি.....

অযাযিত তুর্য্য

দেখতে মানুষের মত মনে হলেও মনে হয় না এখনো পুরোপুরি মানুষ হতে পেরেছি :/

অযাযিত তুর্য্য › বিস্তারিত পোস্টঃ

সত্যিই দিন বদলায়ছে :D

১৬ ই জুলাই, ২০১৫ সকাল ৯:৫১

এইতো কিছু দিন আগেও বাংলাদেশ যখন কোন ক্রিকেট পরাশক্তি গুলোর
সাথে শুধু মাত্র একটি ম্যাচ জিতে যেত, তখন খেলোয়ার রা পতাকা নিয়ে
দৌড়ে মাঠের ভিতর উল্লাস করত। :)

কিন্তু এখন শুধু মাত্র একটি ম্যাচ নয় ব্যাক টু ব্যাক সিরিজ জিতার পরেও
এখন আর আগের মত খেলোয়াররা পতাকা নিয়ে মাঠে দৌড়ায় না। B-)

আর দৌড়াবেই বা কেন? আমাদের টাইগাররা যে এখন আর ছোট নেই
তা তাদের আঁচাড়-আঁচড়নেই প্রকাশ পায় #:-S

এতেই কি প্রমাণ হয় না। আমাদের খেলোয়াররা এখন আর আগের মত জয়
পাওয়ার জন্য উপোস থাকে না! তাদের মানুষিকতায় দৃঢ়তা বৃদ্ধি পেয়েছে।
ম্যাচ জিতে এখন আর তাদের আবেগ প্রকাশ করার জন্য মাঠে দৌড়াতে হয়
না! ক্রিকেট পরাশক্তি গুলোর সাথে ম্যাচ জিতাটা এখন আমাদের রুটিনে
পরিণত হয়েছে। :D

আমাদের মনোবল বা সাহস যাই বলি না কেন এইটা আগের যে কোন সময়ের
চেয়ে বৃদ্ধি পেয়েছে সেটা আর বলার দরকার পরে না :#) আমাদের টাইগারদের
বডি ল্যাঙ্গুয়েজ ই তা প্রকাশ পায় B-)

আর এই সব কিছুর পরিবর্তনের পিছনে বর্তমান কোচ ‪#‎মি‬.হাতুরিসিং কে ধন্যবাদ
দিয়ে ছোট না করে তাকে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে বাংলাদেশের মানুষ আজীবন
মনে রাখবে বলে আমি বিশ্বাস করি :``>>

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.