![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখতে মানুষের মত মনে হলেও মনে হয় না এখনো পুরোপুরি মানুষ হতে পেরেছি :/
তোমরা যারা ব্যাগে কনডম রেখে নিজেদের সেফটির কথা চিন্তা কর, তাদেরকে বলি শোন -তোমাদের সেফটির সাথে সাথে কনডম লাগানোর মেশিন এবং উহার মালিকের সেফটি নিয়ে কখনো ভাব কি?
কেন ওই মালিকের মেশিন টার রাস্তা ঘাটে হুট করে মাথা নষ্ট হয়? এর পেছনে কে বা কারা দায়ী??
তোমরা যারা আল্লাহর দোহায় দিয়ে ভিডিও আপলোডের মাধ্যমে মেশিনের মালিক গুলোকে সংযত হতে পরামর্শ দাও, তোমরা কি সেই আল্লাহর কথা পুরোপুরি মানো বা অই মেশিন ওয়ালাদের তোমাদের সাথে সংযত আঁচড়ন করার উৎসাহ দাও নাকি চুলকানি দাও??
তোমরা যারা বিভিন্ন পরিসংখ্যান দেখিয়ে ছোট ছোট শিশুদের যৌন হয়রানীর সাথে পর্দা করার তুলনা কর। তোমরা কি কখনো ভেবেছো কেন এমন হচ্ছে? এর জন্য কারা দায়ী??
একবার ও কি ভেবেছো তোমাদের আধুনিকতা শিখাতে গিয়ে ভিনদেশী সাংস্কৃতিগুলো তোমাদের কে পণ্যে রুপান্তরের মাধ্যমে সমাজে এই অনৈতিকতার বীজ বুনে যাচ্ছে। যার স্বীকার হচ্ছে নাবালেগ বালিকা থেকে তোমাদের মত আলট্রা মর্ডান সুন্দরীরা??
তারপর ও কি তোমরা বলবা মেশিনের মালিকরা সংযত হও? নাকি তোমরা সংযত হয়ে তাদের কেও সংযোত হওয়ায় উৎসাহিত করবা!! কোনটা??
২| ২২ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:২২
লাবু২২ বলেছেন: "পর্দা কি শুধু
মেয়েদের জন্য ফরজ???"
@ভাই সনেট! পর্দা মেয়ে ও ছেলে উভয়ের জন্য ফরজ। তবে ধরন আলাদা। পবিত্র কোরানে মেয়েদের যেমনি পর্দায় থাকতে বলা হয়েছে, তেমনি ছেলেদেরও দৃষ্টি সংযত রাখতে বলা হয়েছে। তবে মেয়েরা যদি ঠিক ঠাক মত পর্দা করে, তাহলে ছেলেদের ও পর্দা করতে সুবিধা হয়। কারণ হাজার টা মানুষের ভীরে দুই একটা পশু থাকবে এটাই স্বাভাবিক, তাদের সুড়সুড়ি না দেয়াটা কি উত্তম না ?
৩| ২২ শে জুলাই, ২০১৫ রাত ৯:৪৪
কবির আহমেদ মাধব বলেছেন: শিশুরা কেন ধর্ষনের শিকার????
#সাখাওয়াত সনেট
আপনি রাস্তায়,অফিসে,কলেজে,ভার্সিটিতে মেয়েদের খোলামেলা চলাচল দেখেন,দেখার পর আপনার মনে যে কুচিন্তা জাগে না তা কিন্তু নয়! মোবাইলে,পিসিতে কুরিচিপুর্ন সিনেমা,নাচ দেখে আপনার মনে কি কুচিন্তা জাগবে না?? যদি না জাগে তবে আপনি মহাপুরুষ। আপনাকে দিয়ে কোন অকাজ হবে না। আর আমাদের সমাজের সবাই মহাপুরুষ না।
আপনার সেই কুচিন্তার বাস্তব প্রকাশ হলো ধর্ষন। আর ধর্ষন কিন্তু দুর্বলরাই হয়,সমাজের সবলরা এর বাহিরে। আর একজন শিশু দুর্বল,সবল না। তাই সেও ধর্ষনের শিকার হয়ে। আমি পত্রিকায় অনেক ছেলে শিশু ধর্ষনের নিউজ দেখেছি।
একই কারনে ভাই কর্ত্রিক বোন,বাবা কর্তিক মেয়ে,চাচা কর্তিক ভাইয়ের মেয়ে ধর্ষিত হয়।
৪| ২২ শে জুলাই, ২০১৫ রাত ৯:৫৬
জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: ছেলেরা পোষাক টা অন্তত ঠিকমত পড়ে।মেয়েদেরা পোষাক টা ঠিকঠাক পড়ুক।তারপর কে খারাপ কে ভাল তা দেখার অনেক সময় পাওয়া যাবে।
৫| ২২ শে জুলাই, ২০১৫ রাত ১০:০৮
রূপক বিধৌত সাধু বলেছেন: ঘুমিয়ে আছে ধর্ষক সব পুরুষের অন্তরে ।। যারা নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে, আসলে তারাই মহৎ (ইচ্ছুক নারীকে প্রত্যাক্ষান করা অাবার উচিত নহে) ।
৬| ২৩ শে জুলাই, ২০১৫ দুপুর ১:৩৩
মেধাহীন মেধাবী বলেছেন: সাধুভাই চমতকার বলেছেন
৭| ২৩ শে জুলাই, ২০১৫ দুপুর ২:৪০
ব্লগার মাসুদ বলেছেন: ভালো লেখছেন ।
৮| ২৩ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:৫৮
সাইফুল শাকিল বলেছেন: এইটা সম্ভাবনার বাংলাদেশ। এখানে সবই সম্ভব, একজন দোষ করে আরেকজনের ঘাড়ে চাপিয়ে দেওয়ার সম্ভাবনাও রয়েছে ব্যাপক পরিমাণে। কেউই নিজে সুধরাতে চায় না।
৯| ২৩ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:১৮
মাঘের নীল আকাশ বলেছেন: মাইয়ারা ব্যাগে কনডম রাইখা ঘুরে জানতাম না তো!!!
©somewhere in net ltd.
১|
২২ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:৫৩
সাখাওয়াত সনেট বলেছেন: পর্দা কি শুধু মেয়েদের জন্য ফরজ???
আর কি বললেন ছোট ছোট বাচ্চাদের ধর্ষণের জন্য কারা দায়ী???? কারা দায়ী???