নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বেঁচে থাকার জন্য সংগ্রাম করি এবং অনুপ্রেরণা যোগােতে স্বপ্ন দেখি.....

অযাযিত তুর্য্য

দেখতে মানুষের মত মনে হলেও মনে হয় না এখনো পুরোপুরি মানুষ হতে পেরেছি :/

অযাযিত তুর্য্য › বিস্তারিত পোস্টঃ

সরকারী কলেজের শিক্ষক ও ছাত্র....

২৯ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:৪০

সরকারী কলেজের ছাত্র-ছাত্রীদের সাথে শিক্ষকদের সম্পর্কটা কি রকম তা বলায়বাহুল্য। একটা ঘটনা বলি তাহলে যারা প্রাইভেটের স্টুডেন্ট তারা বুঝবেন ;)

আমার এক বাল্য বন্ধু একবার তার ক্লাসে ভুল ক্রমে সামনের সাড়িতে বসে পড়ছিল। যথারিতি স্যার ক্লাসে ঢুকলো এবং তাকে দাঁড় করিয়ে জিজ্ঞেস করল এই ছেলে তুমি কি এই ক্লাসের? আমার বন্ধু বলল জি স্যার আমি এই ক্লাসেরই :) স্যার বলল কই এর আগে তো তোমাকে আমার ক্লাসে দেখেছি বলে মনে হয় না :O বন্ধু বলল জি স্যার আমি ও আপনাকে এর আগে কখনো দেখেছি বলে মনে পড়তেছে না -_- স্যার অবাক হয়ে বলল মানে? :O বন্ধু বলল মানে স্যার আমি যেদিন ক্লাসে আসি ওই দিন আপনি থাকেন না আবার যখন আপনি আসেন তখন হয়তো আমি থাকি না :P আজকে কপাল গুনে দুজনই এসেছি তাই...... ^_^ :D

এই হল অবস্থা :p কিন্তু তারপর ও যখন সরকারী কলেজে একটা স্টুডেন্ট দেশের হয়ে ভাল কিছু করে তখন কিন্তু ঐ অচেনা স্যারটাও বুক ফুলিয়ে গর্ব করে বলে ওতো আমার স্টুডেন্ট ছিল :) কলেজের প্রিন্সিপাল স্যার যার মুখ কোন স্টুডেন্ট তার কলেজ লাইফে কখনো দেখতে পারে কিনা তারও সন্দেহ আছে, সেও তখন বুক ফুলিয়ে কিছু বাণী যোগ করে বলে ও তো আমার কলেজের স্টুডেন্ট ;) ছাত্র অবস্থাতেই ও অনেক মেধাবী,নম্র-ভদ্র,ব্ল্যা...ব্ল্যা ইত্যাদি ছিল :p

কিন্তু যখন একি কলেজের অন্য একটা ছাত্র ঠিক বিপরীত মেরুতে অবস্থান করে তখন কিন্তু কেউ ই তার ক্রেডিট টা নিতে চাই না :/

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.