নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তুরাগ হাসান

কিছুই জানি না

তুরাগ হাসান › বিস্তারিত পোস্টঃ

বাসা্য় আপনি সবার ছোট ছেলে হলে, যে সকল ঝামেলা সহ্য করতে হয়X(X(

২৫ শে জুলাই, ২০১১ রাত ১০:৫১

আপনি যদি আপনার বাসার সব থেকে ছোট ছেলে হয়ে থাকেন,তাহলে অবশ্যই জানেন প্রতিদিন আপনাকে কত ঝামেলা আর pain সহ্য করতে হয়।আসুন আমরা এ সকল দুঃক্ষ,কষ্ট,discrimination, ভোগ করতে হ্য় তার একটা লি্ষ্ট করি.................





১)আপনি এক মাত্র ব্যাক্তি, যাকে সবাই নিজের বাটলার হিসাবে ইউজ করে।X((



২)বাসার কলিং বেল বাজলে আপনাকেই দরজা খুলতে হবে।:|



৩)বাসায় ভিক্ষুক এলে, আপনাকেই ভিক্ষা দিতে হবে। (বড়রা ভিক্ষুক কে কখনো ফেস করবে নাX( )



৪)কার কোনো কিছু প্রয়োজন হলে আপনাকেই ১০৯ মাইল বেগে দৌড় দিয়ে দোকানে যেতে হবে।/:)/:)



৫)আপনি বাইরে যাওয়ার সময়,সবাই আপনাকে ৩২৬ টা প্রশ্ন করবে।:|



৬)আপনি ফেরেশতা হইলেও,আপনাকে দু্ষ্টুর শিরোমনি বলা হবে।



৭)আপনাকে বড় ভাই-বোনের জামা কাপড়,বিশেষ করে সোয়েটার বাধ্যতামুলক ভাবে পড়তে হবে। ( আমারে বাপ মা আমারে সোয়েটার কিনা দিছে বলে,মনে পড়ে না):|

৮)আপনি হাত খরচ এর টাকা চাইলে, আপনাকে দুধের শিশু বলা হবে।X(( (আমি আমার আম্মুর পা ধরলে ১০ টাকা পাই)



৯)এটা কর,ওটা কর এগুলা আপনাকে সর্বদা শুনতে হবে।



১০)আপনি বাবা মায়ের কাছে কিছু চাইলে বলা হবে,-"আমার বড় ছেলে কখনো এসব বা্য়না করে নাই।":|



১১)বাসা্য় কিছু ভাঙলে, দোষটা অবশ্যই আপনার।X((



১২)আপনি যতই ভাল student হন না কেন, আপনার বড় ভাই বোন থেকে কখনো ভাল নন। (আমার ভাইয়ের স্কুলে রোল ছিল ২০, এখন তার মতে ঐটা ৫ ছিল)



১৩)পরিবারে আপনার কোন privacy থাকা অপরাধ বলে গন্য হবে।



১৪)আপনাকে অবশ্যই আপনার অগ্রজ অপেক্ষা ভাল university তে ভর্তি হতে হবেX((X((X((X((



১৫) আপনার মতামত খুব খ্রাপ / ধ্বংসের লক্ষন :(



১৬) আপনার পছন্দের সাবজেক্ট তাদের কাছে সব থেকে খারাপ বস্তু :(



১৭) আপনি কোন বিষয়ে পড়বেন পাবলিক না প্রাইভেটে পড়বেন সরকারি না বেসসকারি চাকুরী করবেন সব তারা আগেই ঠিক করে রেখেছে ..... :(



১৮)স্বাধীনতার কথা মুখে আনা সব থেকে বড় পাপ :(



আপনারা আর ও জানলে বলেন। add করে দিব......

মন্তব্য ৭০ টি রেটিং +১০/-০

মন্তব্য (৭০) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুলাই, ২০১১ রাত ১০:৫৪

স্পেলবাইন্ডার বলেছেন: =p~ =p~ =p~

২৫ শে জুলাই, ২০১১ রাত ১০:৫৭

তুরাগ হাসান বলেছেন: :(( :(( :((

২| ২৫ শে জুলাই, ২০১১ রাত ১০:৫৪

নামেকি আসেযায় বলেছেন: প্লাস

২৫ শে জুলাই, ২০১১ রাত ১০:৫৮

তুরাগ হাসান বলেছেন: ধন্যবাদ :) :) :)

৩| ২৫ শে জুলাই, ২০১১ রাত ১০:৫৮

অণুজীব বলেছেন: আপনি বুঝো ছোটো ছেলে......

২৫ শে জুলাই, ২০১১ রাত ১০:৫৯

তুরাগ হাসান বলেছেন: জ্বি :( :(( :(( :((

৪| ২৫ শে জুলাই, ২০১১ রাত ১০:৫৮

এ হেলাল খান বলেছেন:
ভাই একেবারে ১০০০০০০০০০০০০০০০০০০০০০০০০% সত্য কথা বলছেন। আমি ভাই চরম নির্যাতিত একজন মানুষ।

২৫ শে জুলাই, ২০১১ রাত ১১:০০

তুরাগ হাসান বলেছেন: আসেন ভাই গলা মিলাই। :(( :( :( আমিও চরম নির্যাতিত।

৫| ২৫ শে জুলাই, ২০১১ রাত ১১:০০

আর.এইচ.সুমন বলেছেন: আহেন ভাই বুকে আহেন ...... :(( :(( :(( :(( :(( :(( বুকে বুক মিলিয়ে দুঃখ ভাগাভাগী করি .... /:) /:) /:) /:) /:)

২৫ শে জুলাই, ২০১১ রাত ১১:৪২

তুরাগ হাসান বলেছেন: আহেন ভাই :!> :!>

৬| ২৫ শে জুলাই, ২০১১ রাত ১১:০১

মনিহার বলেছেন: এটা নিয়ে আমি আগে একটা পোস্ট দিয়েছিলাম, ভিন্নমত ও থাকতে পারে, দেখেন।
আপনি কি বড়B-) হয়েছেন? নাকি এখনো ছোটই রয়ে গেলেন? :P:P

২৫ শে জুলাই, ২০১১ রাত ১১:০৫

তুরাগ হাসান বলেছেন: ধইন্যা। আমরা একই পথের পথিক :( :(

৭| ২৫ শে জুলাই, ২০১১ রাত ১১:০১

হাবিবুন-নবী বাবু বলেছেন: সত্য কথা...সকলের আদেশ উপদেশ শুনতে শুনতে জীবনটা একদম মাটি হইয়া গেল।

২৫ শে জুলাই, ২০১১ রাত ১১:৪৩

তুরাগ হাসান বলেছেন: তাও বেলে মাটি।

৮| ২৫ শে জুলাই, ২০১১ রাত ১১:০৪

অপরাজেয়আমি বলেছেন: ভাই দুঃখের কথা আর কি কমু । আমি ছোট না ছোটর আগের টা। তবে আপনার দুঃখের সাথে আমার সব মিইল্লা গেছে গা ভাই । একটু দোয়া কইরেন আমার লাইগ্গা। :( :( :( :( :( |-) |-) |-) |-) |-) |-) |-) |-) |-)

২৫ শে জুলাই, ২০১১ রাত ১১:০৬

তুরাগ হাসান বলেছেন: আপনার তো ভাই শাসক হওয়ার চান্স আছে। /:) /:) /:) আমার সেইটা ও নাই। :(

৯| ২৫ শে জুলাই, ২০১১ রাত ১১:০৫

অনিমেষ হৃদয় বলেছেন: আমি বাপের বড় পুলা B-)) B-)) B-))

২৫ শে জুলাই, ২০১১ রাত ১১:১৫

তুরাগ হাসান বলেছেন: :( :( :(

১০| ২৫ শে জুলাই, ২০১১ রাত ১১:০৬

অভয় ইসলাম বলেছেন: কথাগুলো জব্বর বলেছেন। খুব ভালো লাগল।
এপ্ট কম

২৫ শে জুলাই, ২০১১ রাত ১১:০৮

তুরাগ হাসান বলেছেন: ধন্যবাদ ভাইয়া :) :)

১১| ২৫ শে জুলাই, ২০১১ রাত ১১:০৮

আর.এইচ.সুমন বলেছেন: # আপনার ইচ্ছের কোন দাম নেই :(

# আপনার মতামত খুব খ্রাপ / ধ্বংসের লক্ষন :(

# আপনার পছন্দের সাবজেক্ট তাদের কাছে সব থেকে খারাপ বস্তু :(

# আপনি কোন বিষয়ে পড়বেন পাবলিক না প্রাইভেটে পড়বেন সরকারি না বেসসকারি চাকুরী করবেন সব তারা আগেই ঠিক করে রেখেছে ..... :(

# স্বাধীনতার কথা মুখে আনা সব থেকে বড় পাপ :(



ভাই আপনি কখনও মাঠে খুটো পুতে গরু বাঁধা দেখেছেন ?? গলায় লম্বা একটা দড়ি বেঁধে রেখে আসা হয় ,, তারপর ঐ গরুটার ঘাস খাবার পরিধি ঠিক ততটুকুই থাকে যতটুকু ঐ দড়ির দৈর্ঘ ......
ঠিক তেমনি পরিবারের ছোট ছেলে হিসেবে আমারও নিজেকে এর থেকে বেশি খারাপ ,,, কারণ মাঝে মাঝে মনে হয় গরুর দড়িটাও বোধ হয় আমার গলার অদৃশ্য দড়িটার চেয়ে অনেক বেশি লম্বা বা বড়

২৫ শে জুলাই, ২০১১ রাত ১১:১১

তুরাগ হাসান বলেছেন: নিয়তি আপনার গরুর দড়ি। :D :D :#> :#> আপনার পয়েন্ট গুলা এ্যাড করা হবে :)

১২| ২৫ শে জুলাই, ২০১১ রাত ১১:১০

বাক স্বাধীনতা বলেছেন: অপরাজেয়আমি বলেছেন: ভাই দুঃখের কথা আর কি কমু । আমি ছোট না ছোটর আগের টা। তবে আপনার দুঃখের সাথে আমার সব মিইল্লা গেছে গা ভাই । একটু দোয়া কইরেন আমার লাইগ্গা। :( :( :( :( :( |-) |-) |-) |-) |-) |-) |-) |-) |-)

১৩| ২৫ শে জুলাই, ২০১১ রাত ১১:১৫

নিঃসঙ্গ নির্বাসন বলেছেন: কঠিন পোস্ট। খাঁটি কথা। :( :( :(

২৫ শে জুলাই, ২০১১ রাত ১১:৫৯

তুরাগ হাসান বলেছেন: :( :( :(

১৪| ২৫ শে জুলাই, ২০১১ রাত ১১:২৪

কালীদাস বলেছেন: আমি বড়! কিন্তু ১-৪ আর ৯ আমাকে ফেস করতে হয় :(( :(( :(( :(( ৬নং করতে হয়না, তবে কাছাকাছি একটা শুনতে হয়- তুই বড় হবি কবে? (এমএস শেষ ১বছর:))

২৫ শে জুলাই, ২০১১ রাত ১১:৩২

তুরাগ হাসান বলেছেন: ধন্যবাদ ভাইয়া। এম এস শেষ করে চাকরী পাইলে আমাদের পার্টি দিয়েন :D :D :D

১৫| ২৫ শে জুলাই, ২০১১ রাত ১১:২৬

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: ৭)আপনাকে বড় ভাই-বোনের জামা কাপড়,বিশেষ করে সোয়েটার বাধ্যতামুলক ভাবে পড়তে হবে। ( আমারে বাপ মা আমারে সোয়েটার কিনা দিছে বলে,মনে পড়ে না)
৮)আপনি হাত খরচ এর টাকা চাইলে, আপনাকে দুধের শিশু বলা হবে। (আমি আমার আম্মুর পা ধরলে ১০ টাকা পাই)
=p~ =p~ =p~ =p~ =p~ =p~
সবগুলাই চ্রম।

কুথাও বেড়াইতে যাওনের সময় "তুমি ছোড পুলা তুমা যাওনের কাম নাই" X( :(( :((

২৫ শে জুলাই, ২০১১ রাত ১১:৩৮

তুরাগ হাসান বলেছেন: কথা সইত্য

১৬| ২৫ শে জুলাই, ২০১১ রাত ১১:২৭

ত্রিশোনকু বলেছেন: আমি ভাই দ্বিমত প্রকাশ করছি।

মা বাবা কম বয়সী থাকায় বড় ছেলে/মেয়ের ওপর অত্যাচার অনেক বেশী করে।

১। আমি খুব ছোট থাকতে আধ ইঞ্চি একটি পেন্সিলের দাগ দিয়েছিলাম আমাদের ড্রইং রুমে সে জন্যে কঞ্চির বাড়ি খেতে হয়েছে বাবার কাছে। আমার সবচে' ছোট ভাই ড্রইং রুমের এক দেয়াল পুরোটাই আকিবুকি করার পর বাবা তার বন্ধুকে ডেকে দেখিয়েছেন "দেখ দেখ আমার ছোট ছেলে কি সুন্দর ড্রইং করেছে।"

২। আমরা কে কি পড়ছি কি পড়া উচিত এ ব্যাপারে বাবা মা ছিলেন সোচ্চার আর ছোট ছেলেটার যা ইচ্ছা তাই পড়া কোন ব্যাপার না। না পড়লেই বা কি? রবীন্দ্রনাথ কদ্দুর পড়েছিলেন?

৩। মেহমান আসলে বড় ছেলে মেয়েরা আপ্যায়ন করবে প্রথম থেকে শেষ পর্যন্ত। আর ছোট ছেলে তো ছোট (২০ বছর বয়সেও বড় হয় না), ও কি পারবে পরিবেশন করতে?

৪। এত্তো ছোট ছেলে মাত্র ২০ বছর বয়েস, কি বাজার করবে সবাই ঠকাবে যে ওকে। আর আমরা যারা বাবা মার প্রথম যৌবনের প্রোডাক্ট তারা ১০/১২ বছর বয়স থেকে কাঁচা বাজার করতাম। আমার পিঠাপিঠি ছোটটা ৯ বছরে কাঁচা বাজার করেছ্বে।

২৫ শে জুলাই, ২০১১ রাত ১১:৩৭

তুরাগ হাসান বলেছেন: এ ও কি হয়!!!!!!!!!!!!!! সুন্দর মন্তব্যর জন্য ধন্যবাদ ভাইয়া :) :) :#)

১৭| ২৫ শে জুলাই, ২০১১ রাত ১১:৩০

শশী হিমু বলেছেন: কথা সত্য,
সবচাইতে বড় হবারও ঝামেলা অনেক!!

২৫ শে জুলাই, ২০১১ রাত ১১:৫৮

তুরাগ হাসান বলেছেন: কি কি ঝামেলা ????

১৮| ২৫ শে জুলাই, ২০১১ রাত ১১:৩৬

মোঃ গোলাম কিবরিয়া বলেছেন: ত্রিশোনকু ভাই এর সাথে পুরা একমত :( বড় হওয়া যে কত যন্ত্রণার। আমি পিসি পাইছি কত কান্নাকাটির পর, পিসি বাসায় আসলে নাকি পড়াশুনা হবে না, X( আর অহন আমার ছোটটা সারা দিন গেইম খেলে , এখন আব্বা আম্মা বলে মাঝে মাঝে গেইম খেলা ভাল X((

২৫ শে জুলাই, ২০১১ রাত ১১:৪১

তুরাগ হাসান বলেছেন: ভাইয়া আমার বড় ভাই সারাদিন পিসি অন রাখলে ও আব্বু আ্ম্মু কিছু বলে না। আর আমি এক মিনিট চালালে , তাদের মতে বিদ্যুৎ বিল আমার কারনেই উঠে

১৯| ২৫ শে জুলাই, ২০১১ রাত ১১:৩৮

হা...হা...হা... বলেছেন: ভুল সবই ভুল। কিছু কিছু ঠিক।


সবার ছোট বলে পারিবারিক যত ঝড়ঝাপটা আছে সব বড়দের জন্য বরাদ্দ। আমি ছোট, কিছু বুঝিনা টাইপের ভাব ধরে বসে থাকি। ;)

২৫ শে জুলাই, ২০১১ রাত ১১:৪৭

তুরাগ হাসান বলেছেন: ;) ;)

২০| ২৫ শে জুলাই, ২০১১ রাত ১১:৪০

কালীদাস বলেছেন: @ত্রিশোনকু: অনেকখানি একমত আপনার সাথে।

@লেখক: হা হা, চাকরীর এক্সপেরিয়েন্সও একবছরের মত প্রায়, কাজেই পার্টি পাচ্ছেন না;) তবে এখনকার চাকরীটা ছেড়ে দিলে হয়তো একটা পেতে পারেন;)

২৫ শে জুলাই, ২০১১ রাত ১১:৪৬

তুরাগ হাসান বলেছেন: আল্লাহ কালীদাস ভাইরে চাকরী থাইকা বরখাস্থ কইরা দাও :) :) :D :D :P :P

২১| ২৫ শে জুলাই, ২০১১ রাত ১১:৫১

প্রিন্স অফ ব-দ্বীপ বলেছেন: এ হেলাল খান বলেছেন:
ভাই একেবারে ১০০০০০০০০০০০০০০০০০০০০০০০০% সত্য কথা বলছেন। আমি ভাই চরম নির্যাতিত একজন মানু


সবাই আমার বুকে আহেন ভাই একলগে গলা ধইরা কান্দি। :(( :(( অনেকদিন পর মনডা একটু হাল্কা করার সুযোগ পাইলাম

২৫ শে জুলাই, ২০১১ রাত ১১:৫৬

তুরাগ হাসান বলেছেন: আসেন ভাই...কান্না না পাইলে আমার কাছে গ্লিসারিন ও আছে,জোর কইরা কানমু সবাই :D :D

২২| ২৫ শে জুলাই, ২০১১ রাত ১১:৫১

অনিরুদ্ধ অনু বলেছেন: আমি বাপের বড় পুলা ) ) ...... খাই দেশী কোলা

২৫ শে জুলাই, ২০১১ রাত ১১:৫৭

তুরাগ হাসান বলেছেন: আমরা খাই কোকাকোলা

২৩| ২৬ শে জুলাই, ২০১১ রাত ১২:০৪

মাহবু১৫৪ বলেছেন: আর কিছু দিলাম না।


লেখকের সাথে ১০০% সহমত। বড়ই কষ্টের জীবনরে ভাই। :( :( :( :(

২৪| ২৬ শে জুলাই, ২০১১ রাত ১২:২৯

নোমান নমি বলেছেন: বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: কুথাও বেড়াইতে যাওনের সময় "তুমি ছোড পুলা তুমা যাওনের কাম নাই" X( :(( :((

কিন্তু "যা তো দাদীর জন্য পান নিয়া আয়,বড় ভাইর লগে বাজারের ব্যাগ আলগাইতে যাও, তুমার খালারে (খালাতবোনহীন) বাসায় দিয়া আস,পাশের দোকান থেইক্যা তেল নিয়া আস।

অবশ্য অনেক সুবিধাও আছে।দুটাই ভোগ করি।

২৬ শে জুলাই, ২০১১ বিকাল ৫:৪৫

তুরাগ হাসান বলেছেন: X( :( X( X( X( X( জীবন শেষ।

২৫| ২৬ শে জুলাই, ২০১১ রাত ১২:৫৩

আন্ধা পোলা বলেছেন: হেহেহেহে পুস্টে খবরদারি করতে আরো এক বড় পোলা হাজির!! সেলাম দেন!! B-)) B-)) B-))

২৬ শে জুলাই, ২০১১ বিকাল ৫:৪৬

তুরাগ হাসান বলেছেন: আইসা লাভ নাই।আগে কত নম্বর পোলা হেইডা কন B-) B-) B-)

২৬| ২৬ শে জুলাই, ২০১১ রাত ২:১৯

অহন_৮০ বলেছেন: ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) আমি বাপের বড় পুলা...........

২৬ শে জুলাই, ২০১১ বিকাল ৫:৪৭

তুরাগ হাসান বলেছেন: :-P :-P :-P :-P

২৭| ২৬ শে জুলাই, ২০১১ রাত ২:৩৬

সুমন সহিদ বলেছেন:
১৩ ও ১৮ নং জন্ম থেকে এখনো নীরবে শয়ে যাই >>>>

২৬ শে জুলাই, ২০১১ সন্ধ্যা ৬:০২

তুরাগ হাসান বলেছেন: জাগো বাঙালী জাগো। আমি যদি হুকুম দিবার না ও পারি,তাও ঝাপাইয়া পর। যার যা কিছু আছে সেইটা নিয়া বাড়ি থাইকা বাইর হই্য়া যাও।এবারের সংগ্রাম ছোট ভাইদের সংগ্রাম।এবারের সংগ্রাম অধিকার সমান করার সংগ্রাম। :D :D =p~ =p~ :)

২৮| ২৬ শে জুলাই, ২০১১ সকাল ১১:২৭

আমি পাগলা বলেছেন: ভাই আপনাদের কথা পরে খুব এ মজা পাচ্চি..আমি হইতাসি মেজ পুলা...খালি আদর আর আদর...কুন দায়িত্ব নিতে হই না...কুন কাজ ও করতে হয় না...দায়িত্ব আসলে বড় ভাই এর দিকে ঠেলে দেই আর কাজ আসলে ছুটো তার দিকে ...হি হি হি হিহি

২৬ শে জুলাই, ২০১১ বিকাল ৫:৪৯

তুরাগ হাসান বলেছেন: আপনি সকলের দুষমন। X( X(( X( X(( ;) ;) ;)

২৬ শে জুলাই, ২০১১ বিকাল ৫:৪৯

তুরাগ হাসান বলেছেন: আপনি সকলের দুষমন। X( X(( X( X(( ;) ;) ;)

২৯| ২৬ শে জুলাই, ২০১১ সকাল ১১:৫১

অ্যামাটার বলেছেন: ত্রিশোনকু ভায়ের সাথে ১০০% একমত :(

৩০| ২৬ শে জুলাই, ২০১১ দুপুর ২:৪৩

ত্রিশোনকু বলেছেন: অ্যামাটার, কালীদাস আর মোঃ গোলাম কিবরিয়া সহমর্মীতার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ।


আমার যে কী ছোট ছেলে হতে ইচ্ছে করে!

২৬ শে জুলাই, ২০১১ বিকাল ৫:৫৯

তুরাগ হাসান বলেছেন: তাইলে ত্রিশোনকু কি আর করবেন!!!! :( :( আপনার থেকে বড় কাউকে ভাই বানাইয়া ফেলান। :) :)

৩১| ২৬ শে জুলাই, ২০১১ সন্ধ্যা ৬:২৬

আহমেদ সাব্বির পল্লব বলেছেন: আমিও বড় পোলা। কিন্তু বহুত ঝামেলা নিতে হইছে।

সব রকম এক্সপেরিমেন্ট বাপ মা আমার উপর দিয়া করছে। কারণ ছোটোটা তখনও জন্মায় না........... :||

আর আমারে বড় কইরা বাপ মা সব শিখে গেছে ছোটোটা কোনো পেইন খায় নাই। যা নতুন শিখছে আমার উপর দিয়া বাপ মা সব সব কিছু প্র্যাকটিস করছে...... /:)

২৬ শে জুলাই, ২০১১ সন্ধ্যা ৬:৪২

তুরাগ হাসান বলেছেন: /:) /:) মারহাবা মারহাবা, এক্সপেরিমেন্ট করা মানব সভ্যতার জন্য খুবই দরকারি।

আমার কমে্ন্টটা ভাল করে পড়ুন। :P :P :P :P

৩২| ২৬ শে জুলাই, ২০১১ সন্ধ্যা ৬:৪৩

নীল-দর্পণ বলেছেন: আমি ছোট মাইয়্যা....আপনার সব গুলো পুেন্টের সাতেহ না মিললেও বড়ই দুঃখ।

পড়াশুনার ব্যাপারে একটা স্বাধীনতা চাইছিলাম, কিন্তু আম্মা দুনিয়ার হেতেন বলে পরে বলে তোমাদের জোর করে কিছু বলিনাই, যা ভাল বুঝো করো!!! :| :(( :((

৩৩| ২৬ শে জুলাই, ২০১১ রাত ১০:৫১

তুরাগ হাসান বলেছেন: :( :( :( আমরা অসহায় :| :|

৩৪| ২৭ শে জুলাই, ২০১১ ভোর ৪:১৮

আন্ধা পোলা বলেছেন: আরে ভাই হেইডাই তো কইলাম বাপের বড় পোলা দেইখাই তো খবরদারি করবার আইছি ছোডো পোলার পোসটে! B-)) B-)) B-)) B-))

২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৩

তুরাগ হাসান বলেছেন: এই দিন কি আর সেই দিন আছে!!!! দিন বদলাইছে না!!
অহন ছুড পুলা খবরদারি করব।

৩৫| ১৪ ই আগস্ট, ২০১১ দুপুর ১২:০১

ক্রন্দসী বলেছেন: আপনের অবস্হা আমার থেকে ভালো।আমি মাইঝা পোলা অপশনাল সাবজেক্ট।বাসায় কেউ কিছু আমাকে জিগায় না।একদিন বাসায় এসে দেখি সব বাধা হচ্ছে বাসা সিফট করবে,আমিও ও বলে হাত মুখ ধুয়ে বই নিয়ে বসলাম

২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৩

তুরাগ হাসান বলেছেন: আমি ও মেঝ ,। ২ ভাই তো তাই ছোট :p

৩৬| ২২ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫৪

মোহাম্মদ আনোয়ার বলেছেন: আমি আমার বাবার বড় ছেলে আর আমার একমাত্র ছেলেও আমার বড় ছেলে


হা হা হা =p~ =p~ =p~ =p~ =p~ =p~

২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৪

তুরাগ হাসান বলেছেন: বড় ছেলের রাজ্যে পৃথিবী গদ্যময় :(

৩৭| ২২ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০৩

দি সুফি বলেছেন: ৪ নাম্বার বাদে বাকিগুলোর তেমন একটা সম্মুখীন হইনি, যদিও আমি সবচেয়ে ছোট ছেলে B-)) B-))

২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৬

তুরাগ হাসান বলেছেন: all time dourer upor thaken r ki!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.